ETV Bharat / state

বামফ্রন্টের কাছে মানুষের জন্য লড়াইয়ের অনুপ্রেরণা পেয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 1:33 PM IST

Updated : May 4, 2024, 2:54 PM IST

Malda Dakshin Lok Sabha
মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী 'নির্ভয়া দিদি' শ্রীরূপা (ইটিভি ভারত)

Lok Sabha Election 2024: এই কেন্দ্রের দীর্ঘ সময়ের সমস্যা গঙ্গা ভাঙন, পরিযায়ী শ্রমিক ৷ এই জেলার আম আর রেশম বিশ্ব বিখ্যাত ৷ অথচ এখন সেই আমবাগান হারিয়ে যাওয়ার পথে ৷ মালদা দক্ষিণে ভোট হবে 7 মে ৷ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্ভয়াদি শ্রীরূপা মিত্র চৌধুরী একান্ত সাক্ষাৎকারে মনের কথা জানালেন ইটিভি ভারতকে ৷

ইটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শ্রীরূপা মিত্র চৌধুরী (ইটিভি ভারত)

মালদা, 4 মে: লালপার্টির কাছেই মানুষের জন্য লড়াইয়ের অনুপ্রেরণা পেয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ এবার চব্বিশের লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ৷ ইটিভি ভারতকে তিনি জানালেন, মানুষের কাজ করতে গত বারো বছর ধরে তিনি দক্ষিণ মালদায় রয়েছেন ৷ আগামী 7 মে দেশে তৃতীয় দফা নির্বাচনে এই কেন্দ্রে ভোট ৷ ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা বলেন, "দক্ষিণ মালদার সাতটি বিধানসভা কেন্দ্রের মানুষই এবার পরিবর্তন চাইছেন ৷ মানুষ বুঝে ফেলেছে, এটা পঞ্চায়েত কিংবা বিধানসভার ভোট নয় ৷ স্থানীয় ইস্যুতে এই ভোট হয় না ৷ এটা দেশের সুরক্ষা, দেশের সার্বিক উন্নতির ভোট ৷"

মালদা, মুর্শিদাবাদের মধ্যে দিয়ে বইছে গঙ্গা ৷ এই কেন্দ্রে গঙ্গা ভাঙন গুরুত্বপূর্ণ সমস্যা ৷ এছাড়া এলাকার শ্রমিকেরা কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়েছে ৷ এমন একটি কেন্দ্র নিয়ে শ্রীরূপা বললেন, “আমরা নদী ভাঙন রোধ করাকেই অগ্রাধিকার দিয়েছি ৷ বিজ্ঞানসম্মতভাবে এর স্থায়ী সমাধান হোক ৷ দুর্গত মানুষদের পুনর্বাসন দেওয়া হোক ৷ আমার ধারণা, রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারও এই সমস্যার গভীরতা বুঝতে পারছে না ৷ গত 10 বছরে দক্ষিণ মালদার সাংসদকে এনিয়ে সরব হতে দেখিনি ৷ সংসদেও তাঁকে এনিয়ে কিছু বলতে শোনা যায়নি ৷ পাশের লোকসভা কেন্দ্রের প্রতিনিধি বিষয়টি সংসদে উত্থাপন করলেও আলোচনা কিছু হয়নি ৷ এটা দুর্ভাগ্যের ৷"

প্রতিপক্ষরা তাঁকে কখনও কীর্তন বিধায়ক, কখনও খিচুড়ি দিদি বলে কটাক্ষ করে ৷ তাঁর নামে নিখোঁজ পোস্টারও পড়েছিল ৷ শ্রীরূপার মন্তব্য, "রাস্তায় অনেক মানুষ অনেকভাবে আমাকে ডেকেছে ৷ একুশের ভোটের সময় করোনায় আক্রান্ত হয়ে আমি ভেন্টিলেশনে ছিলাম ৷ তবু জিতেছি ৷ ভোটের আগে আমার বিরুদ্ধে অর্গানাইজড ক্যাম্পেইন এসব ৷ রাস্তায় কিছু কুকুর আমাকে কামড়াতে আসলে আমি নিশ্চয়ই কুকুরকে কামড়াতে যাব না ৷"

দক্ষিণ মালদার আম জগদ্বিখ্যাত ৷ রেশম চাষেও নাম রয়েছে এই জেলার ৷ তবে আম বা রেশম নিয়ে আন্তর্জাতিক স্তরের কোনও পদক্ষেপ করেনি রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার ৷ এনিয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা বিদায়ী সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে প্রশ্ন করার নিদান দেন ৷ তাঁর কথায়, “বাংলা তথা মালদার মানুষ লোক সংস্কৃতি, সাহিত্যে বিশ্বাস করে৷ এখানে মানুষ সংস্কৃতি ও রাজনীতি, সবেতেই সচেতন ৷ এখানে গলায় অঙ্গবস্ত্র পরে, ফুল ছেটাতে ছেটাতে চলে গেলে রাজনৈতিক রূপান্তর আশা করা যায় না ৷ গত 12 বছর ধরে নির্ভয়াদি একটি জায়গাতেই লেগে রয়েছে ৷ আমাকে অনেকেই ভালো আসনের প্রস্তাব দিয়েছিলেন ৷ যে কেন্দ্রে জয় নিশ্চিত ৷ কিন্তু আমি মনে করি, দেশের প্রতিটি লোকসভা আসনই গুরুত্বপূর্ণ ৷ রাজনীতির মধ্যে লুকিয়ে রয়েছে সমাজনীতি ৷ তাই সমাজের কল্যাণ করতে হলে আমাদের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতেই হবে ৷ এই রাজ্যে শিল্প, পরিকাঠামো, সংস্কৃতি প্রভৃতির পরিবর্তন করতে হলে রাজনৈতিক রূপান্তরের প্রয়োজন রয়েছে ৷”

দক্ষিণ মালদা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রত্যেকেই শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছেন শ্রীরূপা ৷ তিনি বলেন, “আমার বিষয়ে জনগণের স্লোগান, শীত-গ্রীষ্ম-বর্ষা, নির্ভয়াদিই ভরসা৷ ছোটতে সামসীর কাণ্ডারণে থাকতাম ৷ বৃষ্টি হলে স্কুলে ছুটি হয়ে যেত ৷ আমার নির্ভয় লেখা একটা ছাতা আছে ৷ অর্থাৎ যত দুর্যোগই হোক না কেন, আমরা পথে আছি, পথে থাকব ৷ বামফ্রন্টের কাছে অধিকারের কথা, মানুষের কথা, সর্বহারার কথা শুনতে ও বলতে শিখেছি ৷ ছাত্রজীবনে ক্যালকাটা ইউথ কয়্যারের গানে উদ্বুদ্ধ হয়েছি ৷ নিজে ইউথ কয়্যারের গান, মানুষের গান গাইতাম৷ অনেক কিছু শিখতাম৷ অনেক অনুপ্রেরণা পেয়েছি ৷ তখন নেতারা মাঠে, পথে থাকতেন ৷ তখন তাঁরা বিজনেস ক্লাসের টিকিটে ফ্লাইটে চাপতেন না ৷ এটাই বাংলার রাজনীতি ৷ অন্যান্য জায়গার থেকে আলাদা ৷ আমরাও মানুষের পাশে থাকি, কাছে থাকার চেষ্টা করি ৷ মানুষের সঙ্গে থাকতে, মানুষের কথা বলতে, মানুষের গান গাইতেই নির্ভয়াদি ১২ বছর ধরে এই কেন্দ্রে বনবাস বেছে নিয়েছে ৷”

আরও পড়ুন:

  1. ‘বিজেপিকে ভোট দিন’, আর্জি অধীরের ! ভিডিয়ো ভুয়ো, জানাল পুলিশ
  2. খাস কলকাতায় রাতে একাধিক ছুরির কোপ বিজেপি কর্মীকে, হামলায় আটক 3
  3. খুনের চক্রান্তের আশঙ্কা করেও লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ বলাগড়ের মনোরঞ্জন
Last Updated :May 4, 2024, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.