ETV Bharat / state

হুডখোলা গাড়িতে নয়, সাধারণের কাছে পৌঁছতে ট্রেনেই প্রচার অগ্নিমিত্রার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 6:42 PM IST

BJP Candidate Agnimitra Paul
BJP Candidate Agnimitra Paul

Agnimitra Paul Election Campaign: লোকসভার প্রচারে এবার ট্রেনকে হাতিয়ার করল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ বললেন, বাঁচা মরার লড়াই ৷ আমাদের জিততেই হবে ৷

সাধারণের কাছে পৌঁছতে প্রচারে ট্রেনই পছন্দ অগ্নিমিত্রার

মেদিনীপুর, 1 মে: 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়...' ভোট এলে মাঠে-ময়দানে রঙ্গ দেখা যায় বটে ৷ নির্বাচনে জিততে কেউ হেঁটে, আবার কেউ হুডখোলা গাড়িতে সওয়ার হয়ে সারেন প্রচার ৷ এবার সেসব থেকে একঘাট এগিয়ে ট্রেনে করে জনসংযোগ সারলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷

ব্যস্ত রোজনামচায় মানুষের হাতে সময় কম ৷ রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময়টুকুও হয়তো নেই ৷ তাই ট্রেনে বসে-দাঁড়িয়ে থাকা যাত্রীদের কাছে পৌঁছে গেলেন খোদ পদ্মপ্রার্থী ৷ বুধবার সকাল 10টা নাগাদ দলের কর্মীদের নিয়ে খড়গপুর থেকে লোকাল ট্রেনে ওঠেন অগ্নিমিত্রা ৷ ট্রেনে করে দাঁতন পর্যন্ত যান তিনি । দাঁতনে নেমে সোনাকনিয়া হাটে গিয়ে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী ।

ট্রেনে জনসংযোগ কর্মসূচি নিয়ে অগ্নিমিত্রা পল বলেন, "ট্রেনে সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত মানুষজন যাতায়াত করে । আর তাদের মধ্যে প্রচার করাটা জরুরি ।" এরপরও কি গরম এড়াতে ট্রেনে কর্মসূচি করবেন তিনি ? প্রশ্নের জবাবে প্রার্থী বলেন, "মানুষের কাছে পৌঁছনোটাই আমার প্রথম কাজ ৷ তাই এই লোকাল ট্রেনকে বেছে নিয়েছি আমি ৷ কারণ এই লোকাল ট্রেনে করেই জেলার নিম্ন-মধ্যবিত্ত মানুষরা যাতায়াত করে ৷ তাদের কাছে আমাকে পৌঁছতে হবে ।"

Agnimitra Paul in Train
যাত্রীদের সঙ্গে তুললেন সেলফিও

অগ্নিমিত্রার কথায়, "প্রায় 'দুমাস ধরে আমরা প্রচার করছি। একমাস হয়ে গিয়েছে আরও প্রায় 20-25 দিন বাকি রয়েছে । এই লড়াই আমাদের বাঁচা-মরার লড়াই আমাদের জিততেই হবে ।" তিনি এও বলেন." এক্সপ্রেসের তুলনায় লোকাল ট্রেনে সাধারণ মানুষেরা বেশি যাতায়াত করে । মূলত আমি দাঁতন পর্যন্ত যাব ৷ ওখান থেকে নেমে সোনাকোনিয়ার হাটে গিয়ে জনসংযোগে যোগ দেব । এরপর কেশিয়াড়িতে আমার একটি কর্মসূচি রয়েছে । ওখানে গতকাল বিজেপির এসটি সেলের নেতৃত্ব এবং কর্মীদের মারধর করেছে তৃণমূল । ওদের বাড়িতে গিয়ে দেখা করব, পাশে দাঁড়াব ।"

Agnimitra Paul in Train
ট্রেনে যাত্রীদের সঙ্গে জনসংযোগ বিজেপি প্রার্থীর

উল্লেখ্য, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট আগামী 25 মে । যদিও আগামী 3 মে নমিনেশন জমা দেবেন অগ্নিমিত্রা পল । সূত্রের খবর, ওইদিন শুভেন্দু অধিকারির হাত ধরে মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা এবং ঘাটাল লোকসভার প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেবেন নির্বাচনী আধিকারিকের কাছে ।

আরও পড়ুন:

  1. তীব্র দহনে প্রচারে গানের সুরে স্বস্তির খোঁজ, প্যারোডিই হাতিয়ার জুন-অগ্নিমিত্রার
  2. 'ভোটের পরে চৌরাস্তায় কাপড় খুলে দেব', হুঁশিয়ারি দিলীপের
  3. 41 ডিগ্রি উপেক্ষা করে দুই প্রার্থীকে নিয়ে মালদায় চার কিমি হাঁটলেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.