ETV Bharat / state

পুলিশের গাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আহত আধিকারিক-সহ বেশ কয়েকজন

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 7:39 PM IST

Police injured
পুলিশের গাড়িতে হামলা

BJP attacks on Police Car: সভা চলাকালীন সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে ৷ আহত বেশ কয়েকজন পুলিশের কর্মী হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ৷ পালটা পুলিশের ঘাড়ে দোষ চাপিয়েছেন কাঁথির বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী ৷

কাঁথি, 11 মার্চ: পুলিশের গাড়িকে লক্ষ্য করে বিজেপি কর্মীদের হামলা চালানোর অভিযোগ ৷ ঘটনায় আহত হয়েছেন আধিকারিক-সহ একাধিক পুলিশকর্মী ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দু'নম্বর ব্লকের শ্যামপুর মোড়ে । রবিবার বিকেলে এই এলাকায় কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে বিজেপির সভা চলছিল । যার জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে । সেসময় ওই রাস্তার উপর দিয়ে যাচ্ছিল পুলিশের বেশ কয়েকটি ৷ বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও লাঠিসোটা দিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ । পুলিশের তরফে এই অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ৷

কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী ৷ তিনি এ দিনের ঘটনা নিয়ে বলেন, "আমরা পুলিশের অনুমতি নিয়ে এই জায়গায় একটি সভা করছিলাম । সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বেশ কয়েকটি গাড়ি রাস্তার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে । যার জেরে বিজেপি কর্মী সমর্থকদের চারজনের আঘাত লাগে । ইচ্ছাকৃতভাবে পরিকল্পনামাফিক মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই কাজ করেছে ।"

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । শাসকদলের দাবি, "আজকে ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে । কাঁথি লোকসভা কেন্দ্রে থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন উত্তম বারিক । তাঁরর নাম শুনে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে । তাই তারা উত্তম বারিকের নাম শুনে ভয়ে কাঁপছে ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দিন হামলার ঘটনায় আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী-সহ আধিকারিক হাসপাতালে ভরতি রয়েছেন । তবে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী বলেন, "যদি আমাদের কার্যকর্তাদের পুলিশ মিথ্যা অভিযোগে গ্রেফতার করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ।"

আরও পড়ুন:

  1. ইউসুফ-শত্রুঘ্ন-কীর্তিরা কোন কালে বাঙালি হলেন ? বহিরাগত প্রসঙ্গে তৃণমূলকে তোপ শুভেন্দুর
  2. সুন্দর মুখ দেখে ভোট দেবে না মানুষ, জুন মালিয়াকে কটাক্ষ দিলীপের
  3. হুগলিতে দুই অভিনেত্রীর রাজনৈতিক লড়াই, লকেটের পালটা তৃণমূলের চ্য়ালেঞ্জ রচনা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.