ETV Bharat / politics

ইউসুফ-শত্রুঘ্ন-কীর্তিরা কোন কালে বাঙালি হলেন ? বহিরাগত প্রসঙ্গে তৃণমূলকে তোপ শুভেন্দুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 9:36 PM IST

Etv Bharat
Etv Bharat

Suvendu Slams TMC on External Issue: বহিরাগত ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ প্রার্থী তালিকায় ভিন রাজ্যের বাসিন্দাদারা থাকায় শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু ৷

বনগাঁ, 10 মার্চ: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছে তাতে তিনজন অবাঙালি রয়েছেন। সেই তিনজনের নাম তুলে ধরে রবিবার বহিরাগত ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান কোন কালে বাঙালি হলেন ? এমনই প্রশ্ন তুললেন শুভেন্দু ।

রবিবার সন্দেশখালির সভা শেষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানে তিনি গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, চা চক্রের আমন্ত্রণে ঠাকুর বাড়িতে এসেছিলেন ।

এরপরই তৃণমূলের প্রার্থী তালিকায় প্রকাশ নিয়ে শুভেন্দু বলেন, "আমাদের আনন্দ লাগছে ! তৃণমূল বলে, বিজেপি বলে কিছু নেই । কিন্তু পাঁচজনকে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে ৷" বহিরাগত ইস্যুতে তাঁর বক্তব্য, "আজকেও তৃণমূল বলেছে গুজরাতিদের তাড়িয়ে দাও। কিন্তু গুজরাতিরা কি ভারতীয় নয় ? এভাবে ভাবলে মহাত্মা গান্ধি ও সর্দার বল্লভভাই প্যাটেলকেও তাড়িয়ে দিতে হয় । যারা সারাদিন বাংলা বাংলা করে আর বিজেপিকে বহিরাগত বলে তাদের প্রার্থী তালিকায় শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান রয়েছেন ৷ এঁরা কোথাকার লোক ? আমরা জানতে চাই । এঁরা কোন কালে বাঙালি হলেন সেটাও আমি জানতে চাই ।" রবিবার ব্রিগেডের মঞ্চ থেকেই 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল ৷ সেই তালিকায় ভিন রাজ্যের প্রার্থীও রয়েছেন ৷ সেই বিষয়েই এবার শাসকদলকে বহিরাগত ইস্যুতে দুষলেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন :

  1. কথা রাখলেন না অভিষেক, তোপ অর্জুনের; জিইয়ে রাখলেন দলবদলের সম্ভাবনা
  2. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন
  3. ব্রিগেডের মঞ্চে কর্পোরেট লুক, চমকের মাঝে কি সারল্য হারাচ্ছে মমতার 'সাদামাটা' ঘাসফুল ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.