কলকাতা, 13 ফেব্রুয়ারি: নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয়ে ঢুকে পড়ল অচেনা গাড়ি । যা নিয়ে রাজভবনের তরফে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তা গুরুতর ৷ রাজ্যপালের কনভয়ে যে গাড়ি প্রবেশ করেছে তার পিছনে শেখ শাহজাহানবাহিনীর হাত রয়েছে বলেই মনে করছে রাজভবন ।
মঙ্গলবার রাতে রাজভবনের তরফে জানানো হয়েছে, আজ দিল্লিতে থাকাকালীন অজানা গাড়ি পশ্চিমবঙ্গের রাজ্যপালের কনভয়ে ঢুকে পড়ে । এই ঘটনার পরই রাজ্যপালের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । এই ঘটনায় সন্দেশখালির অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানবাহিনীর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে । কারণ গতকাল সোমবার সন্দেশখালিতে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে এসেছেন সিভি আনন্দ বোস । স্থানীয় মহিলাদের অভিযোগও শুনেছেন । যা নিয়ে তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করবেন বলেও কথা দিয়ে এসেছেন । তারপরের দিন দিল্লিতে তাঁর কনভয়ে আচমকা অজ্ঞাতকারী প্রবেশ নিয়ে শাহজাহান বাহিনীর কাণ্ড বলেই মনে করা হচ্ছে ৷
উল্লেখ্য, উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা ও পরবর্তী ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি । গতকাল কেরল থেকে সোজা কলকাতা বিমানবন্দর হয়ে সন্দেশখালিতে পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানকার মহিলারা রাজ্যপালকে কাছে পেয়ে নিজেদের করুণ অভিজ্ঞতার কথা জানান । স্থানীয় পুলিশ প্রশাসনে যে কোনও ভরসা নেই সে কথাও শোনেন রাজ্যপাল । অভিযোগকারীদের মধ্যে চকোলেট বিতরণের পাশাপাশি তাদের আশ্বস্ত করেন যে আইনত যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা যায় তিনি সার্বিকভাবে তার ব্যবস্থা করবেন । অর্থাৎ, এলাকাবাসী শেখ শাহজাহানের বিরুদ্ধে যে ভূরি ভূরি অভিযোগ রাজ্যপালের কাছে করেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন বোস । ফলে আজকে দিল্লিতে তাঁর কনভয়ে অজানা গাড়ির প্রবেশে শাহজাহানবাহিনীর হাত থাকতে পারে বলেই মনে করছে রাজভবন ৷
আরও পড়ুন :