ETV Bharat / state

সন্দেশখালি যাওয়ার আগে ফের রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজভবনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 1:45 PM IST

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose

Governor CV Ananda Bose: সন্দেশখালির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কিন্তু তার আগে তিনি এই নিয়ে নবান্নের কাছে আবারও রিপোর্ট তলব করেন রাজ্যপাল ৷ তার উত্তর এসেছে কি না, সেই নিয়ে এখনও সংশয় রয়েছে ৷

কলকাতা, 12 ফেব্রুয়ারি: সন্দেশখালি নিয়ে ফের নবান্নের কাছে রিপোর্ট চাইল রাজভবন । সূত্রের খবর, রবিবার রাতে রাজভবন থেকে নবান্নের কাছে সন্দেশখালি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে । কেরালা থেকে সন্দেশখালি যাওয়ার সিদ্ধান্তের পর পরই রাজ্যপালের নির্দেশে নবান্নে রিপোর্ট চাওয়া হয়েছে । এই নিয়ে চারবারের বেশি নবান্নের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে । তার ভিত্তিতে কতবার নবান্ন রাজভবনকে রিপোর্ট দিয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে ।

রবিবার রাত ন'টা নাগাদ রাজভবন থেকে অফিসিয়ালি জানানো হয় যে, রাজ্যপালের কেরালার কর্মসূচিতে কাটছাঁট করা হয়েছে । ওখানে বেঙ্গল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন তিনি । সন্দেশখালির ভয়াবহতার কারণে ওখানে অনুষ্ঠান কাটছাঁট করে ফিরে আসছেন রাজ্যপাল । রাজ্যপাল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ আধিকারিক ও কেন্দ্রের চিফ ভিজিল্যান্স কমিশনারের সঙ্গেও এই নিয়ে আলোচনা করেছেন ৷

এই খবর জানানোর পরপরই রাজভবন থেকে নবান্নের রিপোর্ট চাওয়া হয়েছে বলে সূত্র জানা গিয়েছে । সন্দেশখালি ইস্যুতে রাজভবনের লাগাতার রিপোর্ট তলবে নবান্ন কতটুক সদুত্তর দিয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে । কারণ, আজ সকালে দমদম বিমানবন্দরে এই বিষয়ে রাজ্যপালকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও উত্তর দেননি ।

গত 5 ফেব্রুয়ারির পর 10 তারিখে ফের রাজভবনের তরফে নবান্নকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয় । ওইদিন দুপুরে বিধানসভা থেকে বিধায়কদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী । কিন্তু রাজ্যপাল কলকাতায় না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি বিরোধী দলনেতার । প্রাথমিকভাবে নিজেদের দাবিপত্র রাজ্যপালের ওএসডির হাতে তুলে দিয়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান শুভেন্দু অধিকারী । তার ঘণ্টা দুয়েকের মধ্যে রাজভবনের তরফে নবান্নকে কড়া বার্তা দেওয়া হয় । যদিও রাজভবনের তরফে সে বিষয়ে অফিসিয়ালি কোনও তথ্য দেওয়া হয়নি । এরপরেই রাজ্যপালের সন্দেশখালি যাওয়ার সিন্ধান্তের কথা রবিবার রাতেই জানানো হয় ।

উল্লেখ্য, উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলা ও পরবর্তী ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি । মুখ্যসচিব বিপি গোপালিকাকে একাধিকবার চিঠি পাঠানো হয় রাজভবনের তরফে । কিন্তু তারপরও পরিস্থিতির কোনও বদল না হওয়ায় আবারও বার্তা পাঠানো হয়েছে বলে সূত্রের দাবি ।

আরও পড়ুন:

  1. আইএএস অফিসার শূন্য রাজভবন, কর্মী সংকটে রাজ্যপাল !
  2. সন্দেশখালির প্রকৃত 'সন্দেশ' জানতে কেরল থেকে ফিরেই অগ্নিগর্ভ এলাকার পথে রাজ্যপাল
  3. সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু-সহ 6 বিজেপি বিধায়ক সাসপেন্ড
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.