কলকাতা, 9 এপ্রিল: ক্ষীণ হলেও, আশা রয়েছে আইএসএলের শেষ ছয়ে যাওয়ার ৷ কথা হচ্ছে ইস্টবেঙ্গলের ৷ শেষ দুই ম্যাচে জিতে, শেষ ছয়ে যাওয়ার রাস্তা খুলে রেখেছে লাল-হলুদ ক্লাব ৷ তবে, লড়াইটা কঠিন ৷ নিজেদের ম্যাচ জয়ের পাশাপাশি, অন্য দলের পারফর্ম্যান্সের দিকেও তাকিয়ে থাকতে হবে ক্লেইটন সিলভাদের ৷
কী বলছে, পরিসংখ্যান ? কোন অঙ্কে শেষ ছয়ে যেতে পারবে ইস্টবেঙ্গল ? বেঙ্গালুরু রবিবার হেরে যাওয়ায় প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে ৷ ফলে ইস্টবেঙ্গলকে তাদের শেষ ম্যাচে জিততেই হবে ৷ তবে, 10 এপ্রিল পঞ্জাব এফসিকে হারালেও হবে না ৷ ম্যাচ জেতার পরেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে ৷ তবে, দিল্লিতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে, কোচ কার্লেস কুয়াদ্রাত পাবেন না, তাঁর দলের দুই নির্ভরযোগ্য ফুটবলারকে ৷ ফলে সমস্যায় পড়তে পারে লাল-হলুদ শিবির ৷
এক নজরে দেখে নেওয়া যাক কোন অংকে লাল-হলুদ প্লে-অফে পৌঁছতে পারে:
- নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ ড্র
- এফসি গোয়া হারাল চেন্নাইয়িন এফসিকে
- ওড়িশা এফসি হারাল নর্থ ইস্ট ইউনাইটেডকে
- ইস্টবেঙ্গল হারাল পাঞ্জাব এফসিকে
পঞ্জাব ম্যাচে যে কোনও মূল্যে জয় চাই ইস্টবেঙ্গলের ৷ কিন্তু, গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল তাদের দু’জন ফুটবলারকে পাবে না ৷ 10 এপ্রিল বুধবার, পঞ্জাব ম্যাচে খেলতে পারবেন না গোলরক্ষক প্রভসুখন গিল ৷ বেঙ্গালুরু ম্যাচে তো বটেই, গোটা মরশুমে তেকাঠির নিচে তিনিই ভরসা দিয়ে গিয়েছেন ৷ প্লে অফে ওঠার লড়াইয়ে শেষ ম্যাচে তাঁকে পাবেন না কার্লেস ৷ ঘরের মাঠে রবিবার 2-1 গোলে এগিয়ে থাকা অবস্থায় সময় নষ্টের জন্য রেফারি তেজাস নাভেঙ্কর তাঁকে হলুদ কার্ড দেখান ৷ ফলে পরের ম্যাচ থেকে সাসপেন্ড হয়ে গেলেন গিল ৷
এখানেই শেষ নয়, রেফারির সঙ্গে তর্ক-জুড়ে ম্যাচের ইনজুরি টাইমে হলুদ কার্ড দেখেন আরও এক ফুটবলার সৌভিক চক্রবর্তী ৷ ফলে সমস্যা বাড়ল লাল-হলুদের ৷ এই অবস্থায় পরিবর্ত হিসেবে কুয়াদ্রাতের হাতে রয়েছেন কমলজিৎ সিং ৷ গত মরশুমে ইস্টবেঙ্গলের গোলরক্ষার দায়িত্ব সামলালেও, চলতি মরশুমে কোনও ম্যাচ খেলেননি ৷ এবার গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গলের স্বপ্ন বাঁচানোর দায়িত্ব তাঁর হাতে ৷ এখন দেখার বছরভর উপেক্ষার জবাব কমলজিৎ দিতে পারেন কি না ৷
আরও পড়ুন: