ETV Bharat / sports

পিছিয়ে রাহুল-পন্ত, বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ সঞ্জু! - T20 WC

author img

By ANI

Published : Apr 29, 2024, 8:50 PM IST

Etv Bharat
Etv Bharat

Team India Probable XI for T20 WC: আগামী বুধবার আইসিসি'র কাছে স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন ৷ তার আগে ভারতের টি-20 বিশ্বকাপের দল কেমন হতে পারে, তা নিয়ে পর্যালোচনা তুলে ধরল একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ৷ একনজরে সেই পর্যালোচনা ৷

মুম্বই, 29 এপ্রিল: আসন্ন টি-20 বিশ্বকাপে স্টাম্পার-ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দ কে হতে চলেছেন? এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, সব ঠিকঠাক থাকলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনই সম্ভবত আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের প্রথম স্টাম্পার-ব্য়াটার হতে চলেছেন ৷

জনপ্রিয় ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 2022 সালের পথ দুর্ঘটনার পর চলতি আইপিএলের মধ্যে দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্ত ৷ তাই ব্যাট হাতে ছন্দ খুঁজে পেলেও পন্তকে প্রথম পছন্দ হিসেবে দেখতে নারাজ বোর্ড ৷ এছাড়া দৌড়ে রয়েছে আরও দু'টি নাম কেএল রাহুল এবং ঈশান কিষাণ ৷ তবে অধিনায়ক হিসেবে নজর কাড়ার পাশাপাশি ব্যাট হাতেও স্যামসন টেক্কা দিচ্ছেন বাকিদের ৷ চারটি হাফসেঞ্চুরি-সহ 385 রান করে আপাতত সর্বাধিক রানস্কোরারের তালিকায় চতুর্থস্থানে রাজস্থান অধিনায়ক ৷ সর্বাধিক রানসংগ্রাহকের তালিকায় যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠস্থানে রয়েছেন রাহুল (378) এবং পন্ত (371) ৷

তালিকায় চতুর্থ নামটি ঈশান কিষাণের। ব্যাট হাতে তো চলতি আইপিএলে সফল নন। তাছাড়া বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাদও পড়েছেন ৷ আইপিএলের পারফরম্য়ান্স বিশ্বকাপের দলে ডাক পাওয়ার চূড়ান্ত মাপকাঠি না-হলেও সার্বিক দিক বিবেচনা করে সঞ্জুই হতে চলেছে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম উইকেটরক্ষক ৷ আইপিএল বিশ্বকাপে সুযোগের মাপকাঠি না-হলেও চলতি লিগে ময়াঙ্ক যাদবের গতি এবং নিয়ন্ত্রণ মুগ্ধ করেছে নির্বাচকদের ৷ কিন্তু চোটের জন্য আর বিবেচনায় আসবেন না ময়াঙ্ক ৷

সংশ্লিষ্ট ওয়েবসাইটের পর্যালোচনা অনুযায়ী বিশ্বকাপ স্কোয়াডের প্রথম চার কমবেশি এরকম- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব ৷ একাদশে অলরাউন্ডার হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সুযোগের পথ যে একেবারে মসৃণ, তেমনটা নয় ৷ স্কোয়াডে তাঁর লড়াইটা মূলত শিবম দুবে এবং রিঙ্কু সিংয়ের সঙ্গে ৷ স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলকে ছাপিয়ে রবীন্দ্র জাদেজাকেই এগিয়ে রাখছে ওয়েবসাইটটি ৷ সেক্ষেত্রে একমাত্র রিস্ট স্পিনার হিসেবে স্কোয়াডে জায়গা পাবেন 'চায়নাম্য়ান' কুলদীপ যাদব ৷

সবশেষে পেস বিভাগে যথারীতি নেতৃত্ব থাকবে জসপ্রীত বুমরার কাঁধেই ৷ প্রশ্ন হচ্ছে তাঁর সঙ্গী কারা হবেন? চলতি আইপিএলে ডেথ ওভারগুলোতে আশানরূপ পারফরম্য়ান্স না-হওয়া সত্ত্বেও মহম্মদ সিরাজের সঙ্গে নির্বাচকদের বিবেচনায় থাকবেন আবেশ খান ৷ বাঁ-হাতি আর্শদীপের সম্ভাবনা ভীষণ উজ্জ্বল ৷ সেইসঙ্গে নাইটদের হর্ষিত রানা এবং লখনউ সুপার জায়ান্টের মহসিন খানের মধ্যে একজন দাবিদার হিসেবে উঠে আসতে পারেন স্কোয়াডে সুযোগ পাওয়ার নিরিখে ৷

একনজরে ভারতের সম্ভাব্য স্কোয়াড: রোহিত (অধিনায়ক), যশস্বী, বিরাট, সূর্যকুমার, সঞ্জু (উইকেটরক্ষক), ঋষভ (উইকেটরক্ষক), হার্দিক, জাদেজা, অক্ষর, শিবম, রিঙ্কু, কুলদীপ, বুমরা, আর্শদীপ, আবেশ/সিরাজ ৷

আরও পড়ুন:

  1. ফিরল 99'র রেট্রো জার্সি, কনওয়েকে রেখেই টি-20 বিশ্বযুদ্ধের দলঘোষণা নিউজিল্যান্ডের
  2. জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে খড়কুটো গুজরাত, টানা দ্বিতীয় জয় আরসিবি'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.