ETV Bharat / sports

ব্যর্থ শ্রেয়স-আইয়ার, শার্দূলের ব্যাটে দু’শো পেরল মুম্বই; ব্যাটে নেমে চাপে বিদর্ভও

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 3:20 PM IST

Updated : Mar 10, 2024, 8:15 PM IST

Mumbai vs Vidarbha in Ranji Final: বল হাতে বিধ্বংসী বিদর্ভের বোলাররা ৷ হর্ষ দুবে, যশ ঠাকুরের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না মুম্বইয়ের ব্যাটাররা ৷ রঞ্জি ফাইনালের প্রথমদিন চাপে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ৷

Etv Bharat
বিদর্ভের বিধ্বংসী বোলিংয়ে চাপে মুম্বই

মুম্বই, 10 মার্চ: রঞ্জি ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়স আইয়ার-অজিঙ্ক রাহানে ৷ শার্দূল ঠাকুরের অর্ধ-শতরানের দৌলতে দু’শোর গণ্ডি পেরল 41 বারের রঞ্জি চ্যাম্পিয়নরা ৷ বিদর্ভের দুরন্ত বোলিংয়ে ঐতিহাসিক ম্যাচে চাপে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দল ৷ প্রথম ইনিংসে 224 রানে গুটিয়ে গেল ‘রাহানে অ্যান্ড কোং’ ৷

পালটা ব্যাট করতে নেমে চাপে বিদর্ভও ৷ 31 রানেই 3 উইকেট হারিয়েছে দু’বারের রঞ্জি চ্যাম্পিয়নরা ৷ ক্রিজ ছেড়েছেন ধ্রুব শোরে, আমান মোখাদে, করুণ নায়ার ৷ দু’উইকেটে নিয়েছেন ধবল কুলকার্নি, একটি উইকেট গিয়েছে শার্দূল ঠাকুরের দখলে ৷

টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদর্ভ অধিনায়ক অক্ষয় ওয়াদেকর ৷ ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন পৃথ্বী শ ও ভূপেন লালওয়ানি ৷ ব্যক্তিগত 37 রানে লালওয়ানি ফিরতেই ধস নামে মুম্বই ব্যাটিংয়ে ৷ দলের 89 রানের মাথায় ক্রিজ ছাড়েন দলের আরেক ওপেনার ৷ পৃথ্বীর অবদান 46 রান ৷ তারপর বাইশ গজে নামা মুম্বইয়ের মিডল অর্ডারের মিলিত অবদান 25 রান ৷ মুশির খান (12 বলে 6 রান), অজিঙ্ক রাহানে (35 বলে 7 রান), শ্রেয়স আইয়ার (15 বলে 7 রান), হার্দিক তামোরে (41 বলে 5 রান) দলের স্কোরকার্ডে অবদান রাখতে ব্যর্থ ৷

সেখান থেকে খেলাটা ধরেন গত সেমি-ফাইনালের নায়ক ৷ তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জির সেমিফাইনালে 9 নম্বরে নেমে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন ৷ এদিনও তাঁর 75 রানের দৌলতেই লড়াইয়ের জায়গায় পৌঁছল মুম্বই ৷ 34 বল খেলে 14 রান করেন তুষার দেশপাণ্ডে ৷ তানুষ কতিয়ানের অবদান 12 বলে 8 রান ৷

1970-71 সালে ফাইনালে মুখোমুখি হয়েছিল বোম্বে (এখন মুম্বই) ও মহারাষ্ট্র ৷ 53 বছর পর ফের একবার রঞ্জি ট্রফির ফাইনালে খেলছে একই রাজ্যের দুই দল ৷ ঐতিহাসিক ম্যাচে দর্শকদের জন্য স্টেডিয়াম খুলে দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷

আরও পড়ুন:

  1. বিনামূল্যে রঞ্জি ফাইনাল, দর্শকদের জন্য ওয়াংখেড়ের দরজা খুলে দিল এমসিএ
  2. ঘরোয়া টুর্নামেন্ট ক্রিকেটারদের ভুলত্রুটি শুধরে নিতে সাহায্য করে: সচিন
  3. জীবনে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে: সৌরভ
Last Updated : Mar 10, 2024, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.