ETV Bharat / sports

চলল তিলক-নেহালের ব্যাট, মুম্বইকে হারাতে রাজস্থানের চাই 179 রান - IPL 2024

RR vs MI: পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল রাজস্থানের সোমবার খেলতে নেমেছে সাত নম্বরে থাকা মুম্বইয়ের সঙ্গে ৷ টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ তাতে খানিকটা অবাক হন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ কারণ প্রথমে বল করে সব দলই চান রানে বিঁধতে ৷ তবে যাই হোক প্রথমে রান করতে নেমে এদিন অধিনায়ক ফের 'খামোশ' থাকেন ৷ ব্যাট চলে তিলক বর্মা ও নেহাল অধেরার ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 10:01 PM IST

Updated : Apr 22, 2024, 10:59 PM IST

RR vs MI
RR vs MI

জয়পুর, 22 এপ্রিল: প্রথমে ব্যাট করে 9 উইকেটে 179 রান তুলল মুম্বই । ব্যাটের দাপট দেখালেন তিলক বর্মা ও নেহাল অধেরা ৷ ইনিংসের শুরুতে ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মাদের দাপটে চাপে বাড়ে মুম্বই শিবিরের ৷ তবে টপে থাকা দলকে বাগে আনতে এই রানের খুব একটা প্রভাব পড়বে না রাজস্থান রয়্যালসের ৷

এই ম্যাচ আইপিএল 2024-এর 38তম লিগ ম্যাচ ব্যক্তিগতভাবে স্মরণীয় হয়ে থাকল বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে-

  • রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে হার্দিকের শততম আইপিএল ম্যাচ। ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলেন হার্দিক পান্ডিয়া।
  • মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 4 ওভার বল করে এদিন 48 রান দিয়ে 1টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের তারকা স্পিনারের এই উইকেট নেওয়া মাত্রই আইপিএলের ইতিহাসে প্রথম ও একমাত্র বোলার হিসেবে 200 উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন যুজবেন্দ্র চাহাল।
  • মুম্বই শিবিরের চার নম্বরে ব্যাট করতে নেমে এদিন দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন তিলক বর্মা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপুটে অর্ধশতরান করার পথে আইপিএলের ইতিহাসে 1000 রানের মাইলস্টোন টপকে যান তিলক।
  • সন্দীপ শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে 4 ওভার বল করে 18 রানের বিনিময়ে 5টি উইকেট দখল করেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত এটিই কোনও বোলারের সেরা বোলিং পারফরম্যান্স।

এদিন মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন তিলক বর্মাই ৷ 45 বলে 65 রান করেন তিনি ৷ 5টি চার ও 6টি ছয় আসে তাঁর ব্যাট থেকে ৷ তাঁকে সঙ্গ দেন নেহাল ওয়াধেরা ৷ 24 বলে 49 রান করেন তিনি ৷ 179 রান তুলতে খানিকটা দায়ভার নেন মহম্মদ নবিও ৷ 23 রান করে যুজবেন্দ্র চাহালের বলে আউট হন এই ব্যাটার ৷ বাকি 10 রানের গণ্ডি পার করতে পারেননি ৷ অন্যদিকে, পিঙ্ক সিটির দলের সন্দীপ শর্মা এদিন পাঁচটি উইকেট নেন ৷ 2টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট ৷ একটি করে উইকেট নেন আবেশ খান ও যুজবেন্দ্র চাহাল ৷

আরও পড়ুন:

  1. 'বিরাট' বিতর্ক ইডেনে, জরিমানা দিয়ে খেসারত দিতে হল কোহলিকে
  2. জয়পুরে 'রয়্যাল বোলিং' বনাম পলটনদের 'পাওয়ার-প্যাক' ব্যাটিং দ্বৈরথ
  3. হেরেই চলেছে পঞ্জাব, কিশোরের 4 উইকেটে জয়ের সরণিতে গুজরাত

জয়পুর, 22 এপ্রিল: প্রথমে ব্যাট করে 9 উইকেটে 179 রান তুলল মুম্বই । ব্যাটের দাপট দেখালেন তিলক বর্মা ও নেহাল অধেরা ৷ ইনিংসের শুরুতে ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মাদের দাপটে চাপে বাড়ে মুম্বই শিবিরের ৷ তবে টপে থাকা দলকে বাগে আনতে এই রানের খুব একটা প্রভাব পড়বে না রাজস্থান রয়্যালসের ৷

এই ম্যাচ আইপিএল 2024-এর 38তম লিগ ম্যাচ ব্যক্তিগতভাবে স্মরণীয় হয়ে থাকল বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে-

  • রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে হার্দিকের শততম আইপিএল ম্যাচ। ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলেন হার্দিক পান্ডিয়া।
  • মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 4 ওভার বল করে এদিন 48 রান দিয়ে 1টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের তারকা স্পিনারের এই উইকেট নেওয়া মাত্রই আইপিএলের ইতিহাসে প্রথম ও একমাত্র বোলার হিসেবে 200 উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন যুজবেন্দ্র চাহাল।
  • মুম্বই শিবিরের চার নম্বরে ব্যাট করতে নেমে এদিন দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন তিলক বর্মা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপুটে অর্ধশতরান করার পথে আইপিএলের ইতিহাসে 1000 রানের মাইলস্টোন টপকে যান তিলক।
  • সন্দীপ শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে 4 ওভার বল করে 18 রানের বিনিময়ে 5টি উইকেট দখল করেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত এটিই কোনও বোলারের সেরা বোলিং পারফরম্যান্স।

এদিন মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন তিলক বর্মাই ৷ 45 বলে 65 রান করেন তিনি ৷ 5টি চার ও 6টি ছয় আসে তাঁর ব্যাট থেকে ৷ তাঁকে সঙ্গ দেন নেহাল ওয়াধেরা ৷ 24 বলে 49 রান করেন তিনি ৷ 179 রান তুলতে খানিকটা দায়ভার নেন মহম্মদ নবিও ৷ 23 রান করে যুজবেন্দ্র চাহালের বলে আউট হন এই ব্যাটার ৷ বাকি 10 রানের গণ্ডি পার করতে পারেননি ৷ অন্যদিকে, পিঙ্ক সিটির দলের সন্দীপ শর্মা এদিন পাঁচটি উইকেট নেন ৷ 2টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট ৷ একটি করে উইকেট নেন আবেশ খান ও যুজবেন্দ্র চাহাল ৷

আরও পড়ুন:

  1. 'বিরাট' বিতর্ক ইডেনে, জরিমানা দিয়ে খেসারত দিতে হল কোহলিকে
  2. জয়পুরে 'রয়্যাল বোলিং' বনাম পলটনদের 'পাওয়ার-প্যাক' ব্যাটিং দ্বৈরথ
  3. হেরেই চলেছে পঞ্জাব, কিশোরের 4 উইকেটে জয়ের সরণিতে গুজরাত
Last Updated : Apr 22, 2024, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.