ETV Bharat / sports

হেরেই চলেছে পঞ্জাব, কিশোরের 4 উইকেটে জয়ের সরণিতে গুজরাত - IPL 2024

IPL 2024: গত ম্যাচে 89 রানে শেষ হয়ে যাওয়ার পর জয়ে ফিরল গুজরাত ৷ বোলারদের সৌজন্যে পঞ্জাবকে রবিবার 142 রানে অল-আউট করে দেয় তারা ৷ এরপর পাঁচ বল বাকি থাকতেই রান তুলে দেয় তারা ৷ 4 উইকেট নিয়ে ম্যাচের সেরা সাই কিশোর ৷

author img

By PTI

Published : Apr 22, 2024, 7:41 AM IST

IPL 2024
জয়ের সরণিতে গুজরাত

মোহালি, 22 এপ্রিল: মুল্লানপুরে লো-স্কোরিং ম্যাচে পঞ্জাবকে 3 উইকেটে হারিয়ে জয়ের সরণিতে প্রত্যাবর্তন করল গুজরাত টাইটান্স ৷ গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র 89 রানে গুটিয়ে যাওয়ার পর শুভমন গিল অ্যান্ড কোম্পানির জয়ে ফেরার বিষয়টি ভীষণই গুরুত্বপূর্ণ ৷ পাশাপাশি টানা চতুর্থ ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পঞ্জাব কিংস প্লে-অফ থেকে আরও দূরে সরল বলা যায় ৷ এদিন গুজরাতের জয়ে নায়ক সাই কিশোর 33 রান দিয়ে নেন 4 উইকেট ৷ প্রথমে ব্যাট করে পঞ্জাবের ছুড়ে দেওয়া 143 রানের লক্ষ্যমাত্রা পাঁচ বল বাকি থাকতেই তুলে নেয় গুজরাত ৷

পঞ্জাবের হয়ে এদিন সর্বাধিক রান ওপেনার প্রভসিমরন সিংয়ের ৷ 21 বলে 35 রান আসে তাঁর ব্যাটে ৷ শেষদিকে হরপ্রীত ব্রারের 12 বলে 29 রান পঞ্জাবকে দেড়শো রানের কাছাকাছি পৌঁছতে সাহায্য করে ৷ সাই কিশোরের 4 উইকেটের পাশাপাশি 2টি করে উইকেট নিয়ে স্যাম কারেনের দলকে স্বল্প রানে বেঁধে রাখার কাজটা করেন পেসার মোহিত শর্মা এবং আফগান স্পিনার নুর আহমেদ ৷ 20 ওভারে 142 রানে অল-আউট হয়ে যায় প্রীতির দল ৷

যদিও মুল্লানপুরের বাইশ গজে স্বল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করা খুব সহজ হয়নি গুজরাতের ৷ অধিনায়ক শুভমনের 35 রান এবং সাই সুদর্শনের 31 রান সত্ত্বেও একসময় 103 রানে পাঁচ উইকেট হারিয়ে বসে তারা ৷ তবে রাহুল তেওয়াটিয়ার 18 বলে অপরাজিত 36 রান গুজরাতকে পৌঁছে দেয় ইপ্সিত লক্ষ্যে ৷ 19.1 ওভারে 7 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা ৷ পঞ্জাবের হর্ষল প্যাটেল নেন 15 রানে 3 উইকেট ৷ 19 রানে 2টি উইকেট নেন লিয়াম লিভিংস্টোন ৷ অষ্টম ম্যাচে চতুর্থ জয়ের পর আপাতত লিগ টেবলে ছ'য়ে গুজরাত ৷ অন্যদিকে সমসংখ্যক ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ন'য়ে পঞ্জাব ৷

আরও পড়ুন:

  1. ইডেনে লাস্ট-ওভার থ্রিলারে নাইটদের জয়, আরসিবির আইপিএল অভিযান কার্যত শেষ
  2. কোহলির আউট ঘিরে বিতর্ক, পঞ্চম জয়েও নাইট শিবিরের চিন্তা ছন্দহীন স্টার্ক

মোহালি, 22 এপ্রিল: মুল্লানপুরে লো-স্কোরিং ম্যাচে পঞ্জাবকে 3 উইকেটে হারিয়ে জয়ের সরণিতে প্রত্যাবর্তন করল গুজরাত টাইটান্স ৷ গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র 89 রানে গুটিয়ে যাওয়ার পর শুভমন গিল অ্যান্ড কোম্পানির জয়ে ফেরার বিষয়টি ভীষণই গুরুত্বপূর্ণ ৷ পাশাপাশি টানা চতুর্থ ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পঞ্জাব কিংস প্লে-অফ থেকে আরও দূরে সরল বলা যায় ৷ এদিন গুজরাতের জয়ে নায়ক সাই কিশোর 33 রান দিয়ে নেন 4 উইকেট ৷ প্রথমে ব্যাট করে পঞ্জাবের ছুড়ে দেওয়া 143 রানের লক্ষ্যমাত্রা পাঁচ বল বাকি থাকতেই তুলে নেয় গুজরাত ৷

পঞ্জাবের হয়ে এদিন সর্বাধিক রান ওপেনার প্রভসিমরন সিংয়ের ৷ 21 বলে 35 রান আসে তাঁর ব্যাটে ৷ শেষদিকে হরপ্রীত ব্রারের 12 বলে 29 রান পঞ্জাবকে দেড়শো রানের কাছাকাছি পৌঁছতে সাহায্য করে ৷ সাই কিশোরের 4 উইকেটের পাশাপাশি 2টি করে উইকেট নিয়ে স্যাম কারেনের দলকে স্বল্প রানে বেঁধে রাখার কাজটা করেন পেসার মোহিত শর্মা এবং আফগান স্পিনার নুর আহমেদ ৷ 20 ওভারে 142 রানে অল-আউট হয়ে যায় প্রীতির দল ৷

যদিও মুল্লানপুরের বাইশ গজে স্বল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করা খুব সহজ হয়নি গুজরাতের ৷ অধিনায়ক শুভমনের 35 রান এবং সাই সুদর্শনের 31 রান সত্ত্বেও একসময় 103 রানে পাঁচ উইকেট হারিয়ে বসে তারা ৷ তবে রাহুল তেওয়াটিয়ার 18 বলে অপরাজিত 36 রান গুজরাতকে পৌঁছে দেয় ইপ্সিত লক্ষ্যে ৷ 19.1 ওভারে 7 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা ৷ পঞ্জাবের হর্ষল প্যাটেল নেন 15 রানে 3 উইকেট ৷ 19 রানে 2টি উইকেট নেন লিয়াম লিভিংস্টোন ৷ অষ্টম ম্যাচে চতুর্থ জয়ের পর আপাতত লিগ টেবলে ছ'য়ে গুজরাত ৷ অন্যদিকে সমসংখ্যক ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ন'য়ে পঞ্জাব ৷

আরও পড়ুন:

  1. ইডেনে লাস্ট-ওভার থ্রিলারে নাইটদের জয়, আরসিবির আইপিএল অভিযান কার্যত শেষ
  2. কোহলির আউট ঘিরে বিতর্ক, পঞ্চম জয়েও নাইট শিবিরের চিন্তা ছন্দহীন স্টার্ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.