ETV Bharat / sports

'বিরাট' বিতর্ক ইডেনে, জরিমানা দিয়ে খেসারত দিতে হল কোহলিকে - IPL 2024

KKR vs RCB Match in Eden Gardens: ইডেনে কেকেআরের বিরুদ্ধে তখন ব্যাট হাতে মারমুখী আইপিএলে ফর্মে থাকা কোহলি ৷ দ্বিতীয় ইনিংসে 2 ওভার পরই হর্ষিত রানার একটি হাই-ফুলটস বলে নিশ্চিত না-হয়েই ব্যাটে লাগিয়ে বসেন কোহলি। বল চলে যায় রানার হাতে। আম্পায়ার কোহলিকে আউট ঘোষণা করেন। তাতেই রেগে লাল হয়ে যান বিরাট কোহলি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 7:19 PM IST

Virat Kohli
বিতর্ক ইডেনে, জরিমানা দিয়ে খেসারত দিতে হল কোহলিকে

কলকাতা, 22 এপ্রিল: কিছুতেই আউট হয়ে যাওয়াটা মেনে নিতে পারছিলেন না ৷ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে বিতর্কে জড়ালেন বিরাট কোহলি ৷ রবিবার ইডেনে দ্বিতীয় ইনিংসে 2 ওভার পরই হর্ষিত রানার একটি হাই-ফুলটস বলে নিশ্চিত না-হয়েই ব্যাট লাগিয়ে বসেন কোহলি। বল চলে যায় রানার হাতে। আম্পায়ার কোহলিকে আউট ঘোষণা করেন। আর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিরাট ৷ তাঁকে দেখা যায় বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারদের দিকে এগিয়ে যেতে । ডাগ-আউটে ফিরে যাওয়ার সময় ব্যাট দিয়ে মাটিতে আঘাত করেন ৷ তারপর রেগে লাল হয়ে ডাস্টবিন ফেলে দেন ৷ হাতের গ্লাভস ছুড়ে ফেলে দেন ৷ তাই তাঁকে এর শাস্তি হিসাবে জরিমানা করা হল ৷

এদিন আইপিএলের তরফে জারি করা একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ তাতে বলা হয়েছে, "কোহলি আইপিএলের আচরণ বিধির 2.8 ধারায় অভিযুক্ত হয়েছেন ৷ আরসিবি ক্রিকেটার লেভেল 1 পর্যায়ের অপরাধ করেছেন। খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি অমিত শর্মা কোহলিকে শুনানির জন্য ডেকে পাঠান । এই শুনানিতে আরসিবির প্রাক্তন দলনেতা প্রথমেই নিজের দোষ স্বীকার করে নেন। দুঃখপ্রকাশ করেও শাস্তির হাত থেকে রেহাই পেলে‌ না কিং কোহলি।" তাঁকে ম্যাচ ফি-র 50 শতাংশ জরিমানা করা হয়েছে ৷

স্টার স্পোর্টসের বিজ্ঞপ্তিতে লেখা হয় যে, কোহলিকে নিয়ম অনুযায়ী আউট ঘোষণা করা হয়েছে। নিয়মে বলা রয়েছে, ব্যাটার স্টেপিং ক্রিজে থাকা অবস্থায় কোমরের উচ্চতায় থাকলে ফুলটস ডেলিভারিকে নো-বল ঘোষণা করা হবে। কোহলির ক্ষেত্রে বল যখন ব্যাটে লাগে তখন তা ব্যাটারের কোমরের উচ্চতার উপরে ছিল। তবে স্টেপিং ক্রিজ ক্রস করার সময় বলটি কোমরের উচ্চতার নীচে থাকায় সেটি আইনসম্মত ডেলিভারি ছিল।

আরও পড়ুন:

  1. জয়পুরে 'রয়্যাল বোলিং' বনাম পলটনদের 'পাওয়ার-প্যাক' ব্যাটিং দ্বৈরথ
  2. হেরেই চলেছে পঞ্জাব, কিশোরের 4 উইকেটে জয়ের সরণিতে গুজরাত
  3. কোহলির আউট ঘিরে বিতর্ক, পঞ্চম জয়েও নাইট শিবিরের চিন্তা ছন্দহীন স্টার্ক

কলকাতা, 22 এপ্রিল: কিছুতেই আউট হয়ে যাওয়াটা মেনে নিতে পারছিলেন না ৷ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে বিতর্কে জড়ালেন বিরাট কোহলি ৷ রবিবার ইডেনে দ্বিতীয় ইনিংসে 2 ওভার পরই হর্ষিত রানার একটি হাই-ফুলটস বলে নিশ্চিত না-হয়েই ব্যাট লাগিয়ে বসেন কোহলি। বল চলে যায় রানার হাতে। আম্পায়ার কোহলিকে আউট ঘোষণা করেন। আর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিরাট ৷ তাঁকে দেখা যায় বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারদের দিকে এগিয়ে যেতে । ডাগ-আউটে ফিরে যাওয়ার সময় ব্যাট দিয়ে মাটিতে আঘাত করেন ৷ তারপর রেগে লাল হয়ে ডাস্টবিন ফেলে দেন ৷ হাতের গ্লাভস ছুড়ে ফেলে দেন ৷ তাই তাঁকে এর শাস্তি হিসাবে জরিমানা করা হল ৷

এদিন আইপিএলের তরফে জারি করা একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ তাতে বলা হয়েছে, "কোহলি আইপিএলের আচরণ বিধির 2.8 ধারায় অভিযুক্ত হয়েছেন ৷ আরসিবি ক্রিকেটার লেভেল 1 পর্যায়ের অপরাধ করেছেন। খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি অমিত শর্মা কোহলিকে শুনানির জন্য ডেকে পাঠান । এই শুনানিতে আরসিবির প্রাক্তন দলনেতা প্রথমেই নিজের দোষ স্বীকার করে নেন। দুঃখপ্রকাশ করেও শাস্তির হাত থেকে রেহাই পেলে‌ না কিং কোহলি।" তাঁকে ম্যাচ ফি-র 50 শতাংশ জরিমানা করা হয়েছে ৷

স্টার স্পোর্টসের বিজ্ঞপ্তিতে লেখা হয় যে, কোহলিকে নিয়ম অনুযায়ী আউট ঘোষণা করা হয়েছে। নিয়মে বলা রয়েছে, ব্যাটার স্টেপিং ক্রিজে থাকা অবস্থায় কোমরের উচ্চতায় থাকলে ফুলটস ডেলিভারিকে নো-বল ঘোষণা করা হবে। কোহলির ক্ষেত্রে বল যখন ব্যাটে লাগে তখন তা ব্যাটারের কোমরের উচ্চতার উপরে ছিল। তবে স্টেপিং ক্রিজ ক্রস করার সময় বলটি কোমরের উচ্চতার নীচে থাকায় সেটি আইনসম্মত ডেলিভারি ছিল।

আরও পড়ুন:

  1. জয়পুরে 'রয়্যাল বোলিং' বনাম পলটনদের 'পাওয়ার-প্যাক' ব্যাটিং দ্বৈরথ
  2. হেরেই চলেছে পঞ্জাব, কিশোরের 4 উইকেটে জয়ের সরণিতে গুজরাত
  3. কোহলির আউট ঘিরে বিতর্ক, পঞ্চম জয়েও নাইট শিবিরের চিন্তা ছন্দহীন স্টার্ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.