ETV Bharat / sports

মুম্বইয়ের জয়েও অধিনায়ক হার্দিককে ব্যঙ্গ, ওয়াংখেড়েকে শান্ত করলেন কোহলি - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 11:00 AM IST

Image Courtesy: RCB and MI X
Image Courtesy: RCB and MI X

IPL 2024: আরও একটি হার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নামের পাশে যোগ হল ৷ পরপর চার ম্যাচ হেরে আইপিএল 2024-এর প্লে-অফের রাস্তা ক্রমশ কঠিন হয়ে উঠছে বিরাট কোহলিদের জন্য ৷ অন্যদিকে, চোট সারিয়ে মাঠে নেমে দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব ৷

মুম্বই, 12 এপ্রিল: বিরাট কোহলি মাঠে নেমে যেমন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করেন ৷ তেমনি প্রতিপক্ষের কোনও খেলোয়াড়ের সঙ্গে অনৈতিক কিছু হতে দেখলেও, তিনি সবার আগে সরব হন ৷ আর সেটা যদি জাতীয় দলের সতীর্থ হার্দিক পান্ডিয়া হন, তাহলে তো আরও বেশি করে ৷ মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকরা হার্দিককে ব্যঙ্গ করায় প্রতিবাদ জানালেন বিরাট ৷ স্টেডিয়ামকে চুপ করিয়ে, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের নামে চিয়ার করালেন প্রতিপক্ষের এই কিংবদন্তি ক্রিকেটার ৷

বৃহস্পতিবার হার্দিক যখন ব্যাট করতে নামেন 4 নম্বরে, তখন ওয়াংখেড়ের একাংশ দর্শক ফের ব্যঙ্গ করতে থাকেন তাঁকে ৷ সেই দৃশ্য দেখে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি বিরাট কোহলি ৷ মাঠেই নিজের বিরক্তি প্রকাশ করেন প্রাক্তন আরসিবি অধিনায়ক ৷ হাত নাড়িয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকদের প্রথমে চুপ করান ৷ এরপর হার্দিকের নামে চিয়ার করালেন তিনি ৷ কোহলির এই স্পোর্টসম্যানশিপ ফের একবার মন কাড়ল ক্রিকেট বিশ্বের ৷

তবে, এটা প্রথমবার নয় ৷ এর আগে ভারত-আফগানিস্তান টি-20 সিরিজেও পেসার নবীন-উল-হকের পাশে দাঁড়িয়েছিলেন ৷ বিরাটের সঙ্গে নবীনের আইপিএল মাঠের ঝামেলার রেশ জাতীয় দলের ম্যাচে দর্শকদের মধ্যে দেখা যায় ৷ সেই সময় বিরাট সবার আগে প্রতিবাদ জানিয়েছিলেন সমর্থকদের আচরণের ৷ আর এবার হার্দিক পান্ডিয়ার সমর্থনে মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদেরও চুপ করালেন তিনি ৷

তবে, ক্রিকেট বিশ্বের মন জিতলেও, আরসিবির হয়ে ম্যাচ জিততে পারলেন না বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসিসরা ৷ প্রথমে জসপ্রীত বুমরার আগুনে বোলিং ৷ আর ব্যাটহাতে ঈশান কিষাণ (34 বলে 69 রান), রোহিত শর্মা (24 বলে 38 রান), সূর্যকুমার যাদবের 17 বলে হাফ-সেঞ্চুরির দৌলতে 196 রানের বিশাল টার্গেও 27 বল বাকি থাকতে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ বৃহস্পতিবার রাতের ম্যাচ টস জিতে ব্যাটিং নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ৷ আর শুরুতে জসপ্রীত বুমরা রাজস্থানের বিরুদ্ধে সেঞ্চুরি করা বিরাট কোহলিকে মাত্র 3 রানে ফেরান ৷ এরপর রজত পাতিদার (50) এবং অধিনায়ক ফাফ ডু’প্লেসিস (61) আরসিবির ইনিংস সামলান ৷ সঙ্গে স্লগ ওভারে দীনেশ কার্তিকের 23 বলে 53 রানের ইনিংস খেলেন ৷

কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষাণ শুরুর 2 ওভার সামলে নিয়ে, বিস্ফোরক ব্যাটিং শুরু করেন ৷ বিশেষত, ঈশান কিষাণ ৷ তাঁর 34 বলে 69 রানের ইনিংসের দৌলতে 9 ওভারেই একশো রানের গণ্ডি পেরিয়ে যায় এমআই ৷ বাকি কাজটা করেন রোহিত, সূর্যকুমার যাদব (19 বলে 52 রান) এবং হার্দিক (6 বলে 21 রান) ৷ মাত্র 15.3 ওভারে 3 উইকেট হারিয়ে 199 রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স ৷ এই জয়ের ফলে মুম্বই 7 নম্বরে উঠে এসেছে ৷ অন্যদিকে, ফের একবার বেঙ্গালুরুর বোলিং নিয়ে একাধিক প্রশ্ন থেকে গেল ৷

আরও পড়ুন:

  1. বুমরার পঞ্চবাণে ব্যর্থ বিরাট, ডু’প্লেসি-পাতিদারের ব্যাটে বড় রান বেঙ্গালুরুর
  2. পন্তের প্রত্যাবর্তন, বিশ্বকাপের নীল জার্সিতে ‘নিশ্চিত’ বিরাটও
  3. ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর কালীঘাট মন্দিরে পুজো নাইটদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.