ETV Bharat / sports

ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর কালীঘাট মন্দিরে পুজো নাইটদের - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 3:51 PM IST

KKR at Kolkata: ঈদের ছুটিতে অন্য মেজাজে নাইটরা ৷ নিজেদের মতো করে সময় কাটালেন তাঁরা ৷ সকাল সকাল চার ক্রিকেটার গিয়ে পুজো দিলেন কালীঘাট মন্দিরে ৷

KKR at Kalighat Temple, কালীঘাট মন্দিরে কেকেআর
কালীঘাট মন্দিরে পুজো নাইটদের

কলকাতা, 11 এপ্রিল: লখনউ সুপারজায়ান্টের বিরুদ্ধে মাঠে নামার আগে কালীঘাটে মায়ের মন্দিরে গেলেন কলকাতা নাইট রাইডার্সের চার ক্রিকেটার । রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায় ও বরুণ চক্রবর্তী বৃহস্পতিবার সাত সকালে কালীঘাটে গিয়ে পুজো দেন। ঈদের দিন কেকেআরের পুরো দলকে ছুটি দিয়েছেন গৌতম গম্ভীর । ক্রিকেটাররা তাঁদের মত করে সময় কাটালেন । নাইট শিবিরে ঈদের উৎসব উদযাপন হয়েছে। ক্রিকেটাররা পরস্পরকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন ।

উৎসবের আবহে নাইট শিবিরে অবশ্য রবিবারের ম্যাচ নিয়ে প্রস্তুতি চলছে । জয়ের হ্যাটট্রিকের পরে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হয় কেকেআর। লম্বা সময়ের টুর্নামেন্টে একটা কিংবা দুটো হার স্বাভাবিক । কিন্তু যেভাবে পুরো দল চেন্নাইয়ের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করেছে সেটা অবশ্যই চিন্তার বিষয়। বিশেষ করে মিচেল স্টার্কের পারফরম্যান্স কেকেআরের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে ।

আইপিএলের সবচেয়ে দামি এই ক্রিকেটার কোনও ম্যাচেই প্রভাব ফেলতে পারেননি । মেন্টর গৌতম গম্ভীর আগেই বলেছিলেন তিনি স্টার্কের প্রাইস ট্যাগ নিয়ে চিন্তিত নন । পাত্তাও দিচ্ছেন না । আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স কেকেআরের জার্সিতে স্টার্ক করতে পারলেই তিনি খুশি হবেন । কিন্তু গম্ভীরের আশা এখনও পূরণ হয়নি । অজি পেসার প্রতিপক্ষের ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে ব্যর্থ । এবার ঘরের মাঠে নামছে কেকেআর । প্রথম ম্যাচে জয়ের পর বাইরের মাটিতে দুটো ম্যাচ জিতেছিল নাইটরা । ঘরের মাঠে জয়ের অভ্যাস বজায় রাখাই এখন পাখির চোখ নাইটদের । তাই ঈদের আনন্দ, কালীঘাটের পুজোর মাঝে আইপিএলের রবিবারের ম্যাচ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে । মাঠে নেমে নাইটরা শুক্রবার থেকে সেই কাজই শুরু করবেন।

আরও পড়ুন :

  1. 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের
  2. পরপর 2 ম্যাচে হার, কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠের সুবিধা নিতে মরিয়া ধোনিরা
  3. রামনবমীর দিন নিরাপত্তা নিয়ে জটিলতা, ইডেনে কি হবে না নাইটদের ম্যাচ !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.