ETV Bharat / sports

পন্তের প্রত্যাবর্তন, বিশ্বকাপের নীল জার্সিতে ‘নিশ্চিত’ বিরাটও - T20 World Cup

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 7:28 PM IST

Updated : Apr 11, 2024, 7:44 PM IST

Etv Bharat
Etv Bharat

Virat Kohli-Rishabh Pant: বিশ্বকাপের দলে তাঁকে রাখা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন নির্বাচকরা ৷ বলা হয়েছিল, আইপিএল তাঁর জন্য লিটমাস টেস্ট ৷ টুর্নামেন্ট শুরু হতেই যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন বিরাট কোহলি ৷ ইটিভি ভারতের প্রতিনিধি সঞ্জীব গুহকে বিসিসিআইয়ের বিশেষ সূত্র জানিয়েছে, কোহলির বিশ্বকাপের টিমে থাকা কার্যত নিশ্চিত ৷

কলকাতা, 11 এপ্রিল: চলতি আইপিএলে ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ বিসিসিআই সূত্র জানিয়েছে, বিশ্বকাপের দলে কার্যত নিশ্চিত কোহলি ৷ মাত্র তিন ম্যাচেই রানমেশিন বুঝিয়ে দিয়েছেন, কেন তিনি ক্রিকেট বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার ৷

আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর মোট 80টি সেঞ্চুরি ৷ এর মধ্যে টেস্টে 29, ওয়ান-ডে'তে 50 ও টি20 ক্রিকেটে একটি ৷ ভারতীয় ক্রিকেটের সেরা তারকা বিশ্বকাপের দলে থাকবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল বিভিন্ন মহলে ৷ বিশেষ সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সূত্র ইটিভি ভারতকে জানিয়েছিল, জুনের বিশ্বকাপ স্কোয়াডে বিরাটকে রাখা তাঁর আইপিএল পারফর্ম্যান্সের উপর নির্ভর করবে ৷

চলতি টুর্নামেন্টে 5 ম্যাচ শেষে কোহলির রানসংখ্যা 316 ৷ স্ট্রাইক রেট 146.229 ৷ ঝুলিতে একটি শতরান ও দু’টি অর্ধ-শতরান ৷ ফলে আইপিএল শুরু হওয়ার আগে যতটা দ্বিধায় ছিলেন কোহলি-ভক্তরা, পাঁচ ম্যাচ পরে তাদেরই মুখে আকর্ণবিস্তৃত হাসি ৷ জুন মাসের 2-29 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-20 বিশ্বকাপের আসর ৷ সেখানে কিং কোহলিকে দলে রেখেই ট্রফির সন্ধানে নামবে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷

নিজের শেষ দশটি আন্তর্জাতিক টি-20 ম্যাচে 62 গড়ে চারটি অর্ধ-শতরান রয়েছে বিরাটের ৷ বিসিসিআই'য়ের এক সূত্র ইটিভি ভারতকে জানিয়েছিল, "অধিনায়ক রোহিত শর্মা বা নির্বাচকরা, কেউই এত তাড়াতাড়ি বিশ্বকাপে বিরাট কোহলিকে বাদ দেওয়ার পক্ষে নয় ৷ দু’পক্ষই তাঁকে দলে চাইছে ৷" যদিও বিসিসিআই-এর একাংশ মনে করছে বিরাট কোহলি খেলার সবচেয়ে ক্ষুদ্রতম সংস্করণে আর নিজের সেরাটা দিতে পারছেন না ৷ তাই তিনি যেন, ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটগুলিতে বেশি করে মনোনিবেশ করেন ৷ একমাসের মধ্যেই তাঁদের যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন রানমেশিন ৷

জাতীয় দলের জার্সি গায়ে 2022 সালের নভেম্বরের পর মাত্র দু’টি টি-20 খেলেছেন কোহলি ৷ তাও দু’টি ম্যাচই খেলেছেন আফগানিস্তানের বিরুদ্ধে ৷ তা সত্ত্বেও দেশের হয়ে কুড়ি-বিশের ফরম্যাটে 4037 রান করা খেলোয়াড়কে অগ্রাহ্য করা অত্যন্ত কঠিন ৷ 117টি ইনিংসে 138 স্ট্রাইক রেট, 51.75 গড়ে নিজের জায়গা তৈরি করে রেখেছেন খোদ কোহলি ৷

পন্তের প্রত্যাবর্তন:

শুধু বিরাটই নন, নীল জার্সিতে ফিরছেন ঋষভ পন্তও ৷ 2022 সালের ডিসেম্বরে দুর্ঘটনায় বেঁচে ফেরা পন্ত আইপিএলে বাইশ গজে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ৷ এবার সমস্ত কিছু ঠিক থাকলে বিশ্বকাপের দলের ফিরতে চলেছেন স্টাম্পার-ব্যাটারা ৷ বিসিসিআই’য়ের ওই সূত্র জানিয়েছে, আইপিএল শেষ হতে এখনও অনেক দেরি ৷ পন্তের উপর কড়া নজর রাখছে বিসিসিআই ৷

অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও টিমে নিশ্চিত যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল । গুজরাত অধিনায়ক মিডল অর্ডারে খেলবেন না ইনিংস ওপেন করবেন, তা নিয়ে দ্বিধা রয়েছে ৷ জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ দলে নিশ্চিত ৷ মহম্মদ শামির অনুপস্থিতিতে বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং দৌড়ে এগিয়ে রয়েছেন । সূর্যকুমার যাদব, রিংকু সিং ও স্পিনার অক্ষর প্যাটেল 15 সদস্যের দলে থাকতে পারেন ।

আরও পড়ুন:

  1. গোলাপি শহরে প্রথম শতরানে উজ্জ্বল কোহলি, গড়লেন 'বিরাট' নজিরও
  2. হাসিমুখে আলিঙ্গন ! বিরাট দর্শনে আর ‘গম্ভীর’ নন গৌতম
  3. ক্যাচ মিসের ফুলঝুরি, বিরাট-ব্যাটে বড় রান বেঙ্গালুরুর
Last Updated :Apr 11, 2024, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.