ETV Bharat / sports

মুম্বইয়ের কাছেও হার, নামতে নামতে দশে বিবর্ণ লাল-হলুদ

ISL 2023-24: সরস্বতী পুজোর আনন্দের আবহে লাল হলুদ সমর্থকরা ফিরলেন পরাজয়ের দুঃখ নিয়ে । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই জয়ের ফলে 25 পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 10:40 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 13 ফেব্রুয়ারি: ছ'টি বদল প্রথম একাদশে । দুই বিদেশি বলতে রক্ষণে হিজাজি মাহের এবং আক্রমণে ফেলিসিও ব্রাউন । 4-5-1 ছকে দল সাজানোয় প্রতি আক্রমণে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসিকে ভাঙার পরিকল্পনা । বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কার্লেস কুয়াদ্রাতের সিদ্ধান্ত সঠিক । কিন্তু কৌশল তখনই সফল হয় যখন সাফল্য আসে। কিন্তু স্প্যানিশ কোচের কৌশল ব্যর্থ করে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধেও হার ইস্টবেঙ্গলের। ম্যাচের ফল 1-0।

মুম্বই সিটি এফসি'র হয়ে গোল ইকের গুয়ারেক্সেনা। গুয়াহাটিতে নর্থ-ইস্টের কাছে হারের পর হার এবার ঘরের মাঠে। সবমিলিয়ে ফের হারের হ্যাটট্রিকের সামনে ইস্টবেঙ্গল । 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লাল হলুদ দশ নম্বরে । গতবছর এফসি গোয়ার জার্সিতে ইকের হ্যাটট্রিক করেছিলেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে । মঙ্গলবার ফের গোল করলেন । যা প্রমাণ করে লাল হলুদ জার্সির বিরুদ্ধে সফল স্পেনের এই স্ট্রাইকার । 24 মিনিটে পিছিয়ে পড়ার পরে বাকি সময়ে ইস্টবেঙ্গল শোধ করতে ব্যর্থ । অথচ গোল হজমের পরে ইস্টবেঙ্গল প্রত্যাঘাতের সুযোগ পেয়েছিল । কিন্তু তা থেকে গোল করতে পারেননি ফেলিসিও ব্রাউন।

রক্ষণে টালমাটাল পরিস্থিতি এড়াতে চুংনুঙ্গা এলেন দ্বিতীয়ার্ধে এডুইন ভন্সপালের বদলে । নিশু কুমারের বদলে এলেন মহম্মদ রাকিপ । বিরতির পরে ইস্টবেঙ্গল অনেকটা গোছানো । কিন্তু তা মুম্বইকে টেক্কা দেওয়ার মত নয় । পুরো ম্যাচ জুড়েই মুম্বইয়ের আধিপত্য । তবে সবসময় যে গোল করার মত পরিস্থিতি তৈরি করতে পেরেছে তা নয় । প্রতিপক্ষের আক্রমণের ঢেউ সামলে এক গোলে পরাজয়ে কুয়াদ্রাত ইতিবাচক দিক খুঁজতে পারেন । তবে তাঁকে নতুনভাবে কৌশল সাজাতে হবে । সুপার কাপে ছয় বিদেশি ব্যবহারের সুবিধা আইএসএলে নেই । দুই বিদেশির অভাব আইএসএলে ধরা পড়ছে । তার উপর বোরহার দলবদল, ক্রেসপোর চোট সমস্যা বাড়িয়েছে । ফেলিসিও আক্রমণে একা পড়ে যাচ্ছিলেন এবং বল সরবরাহের অভাবে ভুগলেন ।

ফলস্বরূপ গোলের পরিস্থিতি সেভাবে তৈরি হল না ইস্টবেঙ্গলের । যদিও সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত জানালেন, টপ সিক্সের সুযোগ এখনও আছে ৷ ক্রেসপোও হায়দরাবাদ ম্যাচের পর বল পায়ে অনুশীলনে নামবেন বলে জানালেন তিনি ৷ শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ । কার্ড সমস্যায় মহেশ নওরেম সিং নেই । ভিক্টর ভাসকুয়েজ শেষ 30 মিনিট খেললেন কিন্তু বলার মতো একটি পাস বাড়ানো ছাড়া কিছু নেই । ফলে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইনস ডে'র আবহে লাল-হলুদ সমর্থকরা ফিরলেন পরাজয়ের দুঃখ নিয়ে । এই জয়ের ফলে 25 পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি ।

আরও পড়ুন :

  1. মুম্বই সিটি'র বিরুদ্ধে বদলের ইঙ্গিত, প্রতিটি ম্যাচকে ফাইনাল ধরে এগোতে চান কুয়াদ্রাত
  2. 'তিন গোল হজম করে পয়েন্ট জেতা যায় না', নর্থ-ইস্টের বিরুদ্ধে হেরে ক্ষুব্ধ কুয়াদ্রাত

কলকাতা, 13 ফেব্রুয়ারি: ছ'টি বদল প্রথম একাদশে । দুই বিদেশি বলতে রক্ষণে হিজাজি মাহের এবং আক্রমণে ফেলিসিও ব্রাউন । 4-5-1 ছকে দল সাজানোয় প্রতি আক্রমণে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসিকে ভাঙার পরিকল্পনা । বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কার্লেস কুয়াদ্রাতের সিদ্ধান্ত সঠিক । কিন্তু কৌশল তখনই সফল হয় যখন সাফল্য আসে। কিন্তু স্প্যানিশ কোচের কৌশল ব্যর্থ করে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধেও হার ইস্টবেঙ্গলের। ম্যাচের ফল 1-0।

মুম্বই সিটি এফসি'র হয়ে গোল ইকের গুয়ারেক্সেনা। গুয়াহাটিতে নর্থ-ইস্টের কাছে হারের পর হার এবার ঘরের মাঠে। সবমিলিয়ে ফের হারের হ্যাটট্রিকের সামনে ইস্টবেঙ্গল । 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লাল হলুদ দশ নম্বরে । গতবছর এফসি গোয়ার জার্সিতে ইকের হ্যাটট্রিক করেছিলেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে । মঙ্গলবার ফের গোল করলেন । যা প্রমাণ করে লাল হলুদ জার্সির বিরুদ্ধে সফল স্পেনের এই স্ট্রাইকার । 24 মিনিটে পিছিয়ে পড়ার পরে বাকি সময়ে ইস্টবেঙ্গল শোধ করতে ব্যর্থ । অথচ গোল হজমের পরে ইস্টবেঙ্গল প্রত্যাঘাতের সুযোগ পেয়েছিল । কিন্তু তা থেকে গোল করতে পারেননি ফেলিসিও ব্রাউন।

রক্ষণে টালমাটাল পরিস্থিতি এড়াতে চুংনুঙ্গা এলেন দ্বিতীয়ার্ধে এডুইন ভন্সপালের বদলে । নিশু কুমারের বদলে এলেন মহম্মদ রাকিপ । বিরতির পরে ইস্টবেঙ্গল অনেকটা গোছানো । কিন্তু তা মুম্বইকে টেক্কা দেওয়ার মত নয় । পুরো ম্যাচ জুড়েই মুম্বইয়ের আধিপত্য । তবে সবসময় যে গোল করার মত পরিস্থিতি তৈরি করতে পেরেছে তা নয় । প্রতিপক্ষের আক্রমণের ঢেউ সামলে এক গোলে পরাজয়ে কুয়াদ্রাত ইতিবাচক দিক খুঁজতে পারেন । তবে তাঁকে নতুনভাবে কৌশল সাজাতে হবে । সুপার কাপে ছয় বিদেশি ব্যবহারের সুবিধা আইএসএলে নেই । দুই বিদেশির অভাব আইএসএলে ধরা পড়ছে । তার উপর বোরহার দলবদল, ক্রেসপোর চোট সমস্যা বাড়িয়েছে । ফেলিসিও আক্রমণে একা পড়ে যাচ্ছিলেন এবং বল সরবরাহের অভাবে ভুগলেন ।

ফলস্বরূপ গোলের পরিস্থিতি সেভাবে তৈরি হল না ইস্টবেঙ্গলের । যদিও সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত জানালেন, টপ সিক্সের সুযোগ এখনও আছে ৷ ক্রেসপোও হায়দরাবাদ ম্যাচের পর বল পায়ে অনুশীলনে নামবেন বলে জানালেন তিনি ৷ শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ । কার্ড সমস্যায় মহেশ নওরেম সিং নেই । ভিক্টর ভাসকুয়েজ শেষ 30 মিনিট খেললেন কিন্তু বলার মতো একটি পাস বাড়ানো ছাড়া কিছু নেই । ফলে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইনস ডে'র আবহে লাল-হলুদ সমর্থকরা ফিরলেন পরাজয়ের দুঃখ নিয়ে । এই জয়ের ফলে 25 পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি ।

আরও পড়ুন :

  1. মুম্বই সিটি'র বিরুদ্ধে বদলের ইঙ্গিত, প্রতিটি ম্যাচকে ফাইনাল ধরে এগোতে চান কুয়াদ্রাত
  2. 'তিন গোল হজম করে পয়েন্ট জেতা যায় না', নর্থ-ইস্টের বিরুদ্ধে হেরে ক্ষুব্ধ কুয়াদ্রাত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.