ETV Bharat / sports

'তিন গোল হজম করে পয়েন্ট জেতা যায় না', নর্থ-ইস্টের বিরুদ্ধে হেরে ক্ষুব্ধ কুয়াদ্রাত

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 6:56 AM IST

নর্থ-ইস্টের কাছে হেরে ক্ষুব্ধ কুয়াদ্রাত
ISL 2023-24

ISL 2023-24: লাল-হলুদ ব্রিগেডের একমাত্র লক্ষ্য এখন প্লে-অফে পৌঁছনো। গতকাল নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে হেরেছে তারা ৷ তিন গোল খেয়ে লাল-হলুদের মশাল নিভে গিয়েছে ৷ তাতে রেগে গিয়েছেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ ম্যাচের পর বিস্ফোরক হয়ে তিনি বলেন, "তিন গোল হজম করে পয়েন্ট জেতা যায় না ৷"

কলকাতা, 11 ফেব্রুয়ারি: পাহাড়ে নিভল মশাল। একইসঙ্গে থামল ইস্টবেঙ্গলের অপরাজিত দৌড়। আর শনিবার গুয়াহাটিতে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারের পর একরাশ ক্ষোভ উগরে দিলেন লাল-হলুদের হেডস্যর কার্লেস কুয়াদ্রাত ৷ দলের খেলায় অখুশি স্প্যানিয়ার্ড সাংবাদিক সম্মেলনে জানালেন তিন গোল হজম করে পয়েন্ট জেতা যায় না।

নয়া দুই বিদেশি ভিক্টর ভাসকুয়েজ ও ফেলিসিও ব্রাউনের আবির্ভাবের দিন গুয়াহাটিতে পেদ্রো বেনালির দলের কাছে 2-3 গোলে হারতে হল সুপার কাপ চ্যাম্পিয়নদের ৷ ম্যাচ হারের পর কুয়াদ্রাত এদিন বলেন, "ম্যাচের শুরুতেই জোড়া গোল হজমের বিষয়টি মেনে নেওয়া যায় না ৷ শুরুতেই আমরা দু'টো গোল খেয়ে গেলাম। আর দু'টোই রক্ষণের ভুলে হয়েছে। তবে দু'গোল হজমের পরেও আমার বিশ্বাস ছিল যে খেলায় ফিরব। গোলও করেছিলাম। আমরা ডার্বির দল নিয়েই নিয়েছিলাম। কিন্তু তারপরেই আবার গোল খেয়ে গেলাম। তিন নম্বর গোলটাই আমাদের হারিয়ে দিল। আমার রাগ কমছে না। ভেবেছিলাম, এই ধরনের ভুল করব না। কিন্তু মাঠে নেমে সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। কিন্তু যেভাবে গোল দুটো খেয়েছি সেটা মেনে নিতে পারছি না।"

এরপরই তাঁর সংযোজন, "আমি মোটেই খুশি নই। কোনও ম্যাচে তিন গোল হজম করলে পয়েন্ট পাওয়া খুব কঠিন। আমি আমার ফুটবলারদের পারফরম্যান্সে ক্ষুব্ধ। ম্যাচের শুরুটা খুব খারাপ ছিল। যদিও ফুটবলাররা ঐক্যবদ্ধ হতে এবং পালটা আক্রমণের চেষ্টা করছিল ৷ কিন্তু আমরা ম্যাচের শুরুতে বিপক্ষের কাজটা সহজ করে দিয়েছিলাম।"

শনিবার অ্যাওয়ে ম্যাচে হারের ফলে প্রথম ছ'য়ে প্রবেশের রাস্তা থেকে বেশ কিছুটা দূরে সরল ইস্টবেঙ্গল ৷ মঙ্গলবার ঘরের মাঠে গতবারের লিগ শিল্ড বিজয়ী মুম্বই সিটি এফসি'র মুখোমুখি হবে সুপার কাপ চ্যাম্পিয়নরা ৷ সেই ম্যাচে কার্ড সমস্যায় আবার ক্লেইটন সিলভাকে পাচ্ছে না লাল-হলুদ শিবির ৷

আরও পড়ুন:

  1. খরা কাটিয়ে অবশেষে জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট
  2. বাগানে শেষ বুমোস অধ্যায়! ফরাসি মিডফিল্ডারের পরিবর্তে বাগান স্কোয়াডে কাউকো
  3. 'প্রো-কবাডিতে খেলার মতো প্লেয়ার বাংলায় নেই', বিস্ফোরক বেঙ্গল ওয়ারিয়ার্স কোচ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.