ETV Bharat / sports

গোল করলেন কামিংস, চার ম্যাচ পর জিতে চারে উঠে এল মোহনবাগান

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 11:09 PM IST

Updated : Feb 11, 2024, 7:50 AM IST

ISL 2023-24: খরা কাটিয়ে অবশেষে আইএসএলে জয়ে ফিরল মোহনবাগান সুপারজায়ান্ট ৷ হায়দরাবাদের বিরুদ্ধে জোড়া গোল অনিরুদ্ধ থাপা এবং জেসন কামিংসের ৷ হাবাসের ছেলেরা পরবর্তী ম্যাচ খেলবে গোয়ার বিরুদ্ধে ৷

Etv Bharat
গোলের পর কামিংসের উচ্ছ্বাস

কলকাতা, 10 ফেব্রুয়ারি: অবশেষে জয় ফিরল মোহনবাগান সুপারজায়ান্ট। আইএসএলে চার ম্যাচ পর জয় এল বাগানে ৷ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসিকে 2-0 গোলে হারাল আন্তোনিও হাবাসের ছেলেরা ৷ প্রথমার্ধে গোলদু'টি করলেন অনিরুদ্ধ থাপা এবং জেসন কামিংস ৷ এই জয়ের ফলে 12 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চারে উঠে এল সবুজ-মেরুন।

শনিবার সকাল থেকেই সরগরম বাগান শিবির। হুগো বুমোসকে বিদায় জানিয়ে আইএসএলের বাকি ম্যাচের জন্য জনি কাউকোকে নথিভুক্ত করা হয় । তাঁকে হাবাস পরিবর্ত হিসেবে ব্যবহার করলেন। প্রত্যাবর্তনের ম্যাচে জনি কাউকো দুরন্ত খেলেছেন বলা যাবে না। তবে বুমোসকে বিদায় দিয়ে পুরো দলের জন্যই স্প্যানিশ কোচ যেন বার্তা দিলেন, 'হয় পারফরম্যান্স কর না হলে রাস্তা দেখ।' ফলত বিদেশিহীন হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে প্রথম থেকেই মোহনবাগান তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করে ।

অর্থকষ্টে বেকায়দায় থাকা হায়দরাবাদ দলে একঝাঁক তরুণ ফুটবলার হারলেও দ্বিতীয়ার্ধে লড়াই ছুড়ে দেয় বাগানকে। পরিছন্ন ফুটবলে নজর কাড়লেন থাংবোই সিংটোর ছেলেরা। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট চোট এবং কার্ড সমস্যা সরিয়ে জয়ের খোঁজে মরিয়া ছিল। পেত্রাতোসের কর্নার থেকে প্রথম গোল অনিরুদ্ধ থাপার। এরপর একাধিক আক্রমণের ঢেউ হায়দরাবাদ রক্ষণে আছড়ে পড়তে থাকে। কিন্তু তা জালে পৌঁছয়নি কারণ পেত্রাতোস, কামিংসরা লক্ষ্যে অবিচল থাকতে পারেননি।

মোহনবাগানের দ্বিতীয় গোল ম্যাচের সেরা মনবীর সিংয়ের পাস থেকে জেসন কামিংসের। দু’গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে হায়দরাবাদ সমতায় ফেরার চেষ্টা করেছিল। কিন্তু সম্ভব হয়নি। হাবাস বলেছেন, "তিনি দলের জয়ে খুশি। বিশেষ করে তিন পয়েন্ট পেয়ে ভালো লাগছে। কারণ দিনের শেষে তিন পয়েন্টটাই আসল। দলকে গড়ে তোলা হচ্ছে। যা দ্রুত ফসল দেবে।" চোট সারিয়ে ফেরা জনি কাউকোর পারফরম্যান্সেও খুশি হাবাস। ম্যাচের শেষে সমর্থকদের অভিবাদন গ্রহণ করলেন ফুটবলাররা। প্রিয় দলের জয় দেখে অবশেষে হাসি মুখে ফিরলেন সমর্থকরাও।

আরও পড়ুন:

  1. বুমরার ইচ্ছে না জেনেই 'সাদা বলের বিশেষজ্ঞ' তকমা, মন্তব্য শাস্ত্রীর
  2. তিন মাস পর ফের বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, রোহিতদের হারের বদলা নিতে মুখিয়ে ভাইরা
  3. অভিষেকের লক্ষ্যে আকাশ দীপ, ভারতীয় দলে আবারও একসঙ্গে বাংলার দুই ক্রিকেটার

কলকাতা, 10 ফেব্রুয়ারি: অবশেষে জয় ফিরল মোহনবাগান সুপারজায়ান্ট। আইএসএলে চার ম্যাচ পর জয় এল বাগানে ৷ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসিকে 2-0 গোলে হারাল আন্তোনিও হাবাসের ছেলেরা ৷ প্রথমার্ধে গোলদু'টি করলেন অনিরুদ্ধ থাপা এবং জেসন কামিংস ৷ এই জয়ের ফলে 12 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চারে উঠে এল সবুজ-মেরুন।

শনিবার সকাল থেকেই সরগরম বাগান শিবির। হুগো বুমোসকে বিদায় জানিয়ে আইএসএলের বাকি ম্যাচের জন্য জনি কাউকোকে নথিভুক্ত করা হয় । তাঁকে হাবাস পরিবর্ত হিসেবে ব্যবহার করলেন। প্রত্যাবর্তনের ম্যাচে জনি কাউকো দুরন্ত খেলেছেন বলা যাবে না। তবে বুমোসকে বিদায় দিয়ে পুরো দলের জন্যই স্প্যানিশ কোচ যেন বার্তা দিলেন, 'হয় পারফরম্যান্স কর না হলে রাস্তা দেখ।' ফলত বিদেশিহীন হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে প্রথম থেকেই মোহনবাগান তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করে ।

অর্থকষ্টে বেকায়দায় থাকা হায়দরাবাদ দলে একঝাঁক তরুণ ফুটবলার হারলেও দ্বিতীয়ার্ধে লড়াই ছুড়ে দেয় বাগানকে। পরিছন্ন ফুটবলে নজর কাড়লেন থাংবোই সিংটোর ছেলেরা। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট চোট এবং কার্ড সমস্যা সরিয়ে জয়ের খোঁজে মরিয়া ছিল। পেত্রাতোসের কর্নার থেকে প্রথম গোল অনিরুদ্ধ থাপার। এরপর একাধিক আক্রমণের ঢেউ হায়দরাবাদ রক্ষণে আছড়ে পড়তে থাকে। কিন্তু তা জালে পৌঁছয়নি কারণ পেত্রাতোস, কামিংসরা লক্ষ্যে অবিচল থাকতে পারেননি।

মোহনবাগানের দ্বিতীয় গোল ম্যাচের সেরা মনবীর সিংয়ের পাস থেকে জেসন কামিংসের। দু’গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে হায়দরাবাদ সমতায় ফেরার চেষ্টা করেছিল। কিন্তু সম্ভব হয়নি। হাবাস বলেছেন, "তিনি দলের জয়ে খুশি। বিশেষ করে তিন পয়েন্ট পেয়ে ভালো লাগছে। কারণ দিনের শেষে তিন পয়েন্টটাই আসল। দলকে গড়ে তোলা হচ্ছে। যা দ্রুত ফসল দেবে।" চোট সারিয়ে ফেরা জনি কাউকোর পারফরম্যান্সেও খুশি হাবাস। ম্যাচের শেষে সমর্থকদের অভিবাদন গ্রহণ করলেন ফুটবলাররা। প্রিয় দলের জয় দেখে অবশেষে হাসি মুখে ফিরলেন সমর্থকরাও।

আরও পড়ুন:

  1. বুমরার ইচ্ছে না জেনেই 'সাদা বলের বিশেষজ্ঞ' তকমা, মন্তব্য শাস্ত্রীর
  2. তিন মাস পর ফের বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, রোহিতদের হারের বদলা নিতে মুখিয়ে ভাইরা
  3. অভিষেকের লক্ষ্যে আকাশ দীপ, ভারতীয় দলে আবারও একসঙ্গে বাংলার দুই ক্রিকেটার
Last Updated : Feb 11, 2024, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.