ETV Bharat / sports

দুরন্ত বেগে ছুটছে মোহনতরী, কোচিতে গিয়ে কেরালা ‘বধ’ সবুজ-মেরুনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 9:32 PM IST

Updated : Mar 13, 2024, 10:02 PM IST

Etv Bharat
Etv Bharat

Mohun Bagan in ISL: ডার্বি জয়ের জনগর্জন এখনও থিতিয়ে যায়নি । তারই মধ্যে ঘরে ঢুকে কেরালা ‘বধ’ করল মোহনবাগান ।

কোচি, 13 মার্চ: আরব সাগরের তীরের দুরন্ত মোহনবাগান ৷ প্রতিকূল পরিবেশে জয় ছিনিয়ে নেওয়াকেই পাখির চোখ করেছিল সবুজ-মেরুন ব্রিগেড । কেরালার মাটিতে ইয়েলো আর্মির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া কার্যত সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের সামিল । ডার্বিতে ইস্টবেঙ্গল ‘বধ’ করার পর সেই অসাধ্যসাধন করল হাবাসের কোচিংয়ে বদলে যাওয়া সুপার জায়ান্ট ব্রিগেড ৷ বুধসন্ধ্যায় কোচিতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 4-3 গোলে জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ।

ডার্বির পরে মিশন কেরালাতেও সবুজ-মেরুন গর্জন মোহনবাগানকে অধরা লিগ-শিল্ড জয়ের স্বপ্নপূরণের দিকে এগিয়ে দিল । খেলা শুরুর চার মিনিটে এবং ম্যাচের ষাট মিনিটে আর্মান্দো সাদিকুর জোড়া গোলের সঙ্গে দীপক টাঙরি ও জেসন কামিংসের গোলে কোচিতে জয়ের ধ্বজা ওড়াল আন্তেনিও লোপেজ হাবাসের ছেলেরা । ভিবিন এবং দিয়ামান্টাকোসের জোড়া গোলে কেরালা ব্যবধান কমালেও ঘরের মাঠে জয়ের কড়ি কুড়োতে ব্যর্থ কেরালা ব্লাস্টার্স ।

ডার্বির 48 ঘণ্টার মধ্যে কোচিতে কেরালা ব্লাস্টার্সের চ্যালেঞ্জ সহজ না হওয়ার আশঙ্কা করেছিলেন হাবাস । গ্যালারিতে হলুদ জার্সি পরিহিত দর্শকদের সশব্দ উপস্থিতি সবসময় অ্যাওয়ে দলের কাছে প্রতিকূল পরিবেশ । হাবাস বলেছিলেন, প্রতিকূল পরিবেশ থেকেই তাদের উদ্বুদ্ধ হওয়ার রসদ খুঁজতে হবে । বাস্তব বলছে, বছর সাতষট্টির স্প্যানিশ ফুটবল চাণক্যর হাতে পড়ে মোহনবাগান সুপার জায়ান্ট বদলে গিয়েছে । জুয়ান ফেরান্দোর ঝিমিয়ে পড়া ফুটবলাররাই এখন টাট্টু ঘোড়া । ঘনঘন ম্যাচ খেলার ঝক্কি এড়াতে ডার্বির একাদশে কয়েকটি বদল করেছিলেন হাবাস । আক্রমনভাগে জেসন কামিংসকে প্রথম একাদশে না-রেখে আর্মান্দো সাদিকুকে রেখেছিলেন । আলবেনিয়ান ফুটবলার কোচের আস্থায় মর্যাদা রাখলেন জোড়া গোল করে ।

চার মিনিটে পিছন থেকে বাড়ানো বল ধরে লম্বা দৌড় এবং বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন । প্রথমার্ধে কেরালা ব্লাস্টার্স সমতায় ফেরার চেষ্টা করলেও ব্যর্থ । দ্বিতীয়ার্ধে তারা মরিয়া হয়ে ওঠে । ফলশ্রুতিতে ভিবিনের গোলে সমতায় ফেরে ইয়েলো আর্মি । কিন্তু ফের এগিয়ে যায় মোহনবাগান । 60 মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত সাইড ভলিতে ফের দলকে এগিয়ে দেন ম্যাচের সেরা সাদিকু । কিন্তু ফের প্রত্যাঘাত কেরালার । এবার গোল করেন দিয়ামান্টাকোস ।

এই সময় মনে হচ্ছিল ম্যাচ হয়তো ড্রয়ের পথে । কিন্তু হাবাসের তূণে একাধিক স্কোরার রয়েছেন । ফলে সুযোগ তৈরি হতে থাকলে গোল করার লোকের অভাব নেই । দীপক টাঙরির গোল যেন সবুজ-মেরুন আক্রমনভাগের শাণিত প্রতিফলনের ছবি । জোড়া গোল করে মিশন কেরালায় নায়ক সাদিকু । কার্ড সমস্যা কাটিয়ে ম্যাচে ফিরে দীপকের গোল দলের চোয়াল চাপা প্রতিজ্ঞার অভিজ্ঞান । ফলে কেরালা সমতায় ফেরার মরিয়া চেষ্টা করলেও তা ব্যর্থ । সাদিকু জোড়া গোল করে ম্যাচের নায়ক । সুযোগ নষ্ট না-করলে হ্যাটট্রিকও সেরে ফেলতে পারতেন । একইভাবে মোহনবাগান নিশ্চিত পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত । সাদিকুর জোড়া গোলের দিনের সহজতম সুযোগ নষ্ট করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা কামিংস । একইভাবে একাধিক সুযোগ নষ্ট করলেন জনি কাউকো-পেত্রাতোসরাও । তবে ম্যাচের অতিরিক্ত সময়ে স্কোরকার্ডে নাম তুললেন কামিংস । আইএসএলে নিজের 9 নম্বর গোল করে ফেললেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার । একেবারে শেষ মিনিটে ব্যবধান কমায় কেরালা । এই জয়ের ফলে 18 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে মগডালের লক্ষ্যে আরও জাকিয়ে বসল মোহনবাগান সুপার জায়ান্ট ।

আরও পড়ুন:

  1. ফের শীর্ষে ওঠার হাতছানি, হাফটাইমে এক গোলে এগিয়ে বাগান
  2. যুবভারতীতে ভারত-কুয়েত দ্বৈরথ, স্টিম্যাচের ‘অনুরোধে’ রাজি কল্যাণ
  3. 'দ্বিতীয় গোলটা এলে ফলাফল অন্য হতে পারত', এখনও প্লে-অফের আশা আঁকড়ে কুয়াদ্রাত
Last Updated :Mar 13, 2024, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.