ETV Bharat / sports

ফের শীর্ষে ওঠার হাতছানি, হাফটাইমে এক গোলে এগিয়ে বাগান

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 8:44 PM IST

Updated : Mar 13, 2024, 9:19 PM IST

Etv Bharat
Etv Bharat

Mohun Bagan in ISL 2024: ডার্বি জয়ের জনগর্জন এখনও থিতিয়ে যায়নি । এরই মধ্যে ‘আন্তেনিও লোপেজ হাবাস অ্যান্ড ব্রিগেডে’র মিশন কেরালা । 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট ।

কোচি, 13 মার্চ: দুরন্ত আর্মান্দো সাদিকু ৷ আন্তেনিও লোপেজ হাবাসের হাতে পড়ে ছন্দে ফিরছেন মোহনবাগানের বিদেশী খেলোয়াড়েরা ৷ ইস্টবেঙ্গল ম্যাচ অতীত ৷ ম্যাচ ধরে এগোতে চাইছেন মোহনবাগানের হেডস্যর হাবাস ৷ কেরালা ম্যাচের শুরু থেকেই কোচের সেই মনোভাব ফুটে উঠছে দলের খেলায় ৷ কেরালার বিরুদ্ধে ম্যাচে 4 মিনিটে গোল সাদিকুর ৷ হাফটাইমে এক গোলে এগিয়ে গঙ্গাপাড়ের ক্লাব ৷ মোহনবাগানে যেমন কেরালার প্রাক্তনী সাহাল আব্দুল সামাদ খেলছেন, তেমনই কেরালার হয়ে মাঠে রয়েছেন মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম কোটাল ।

কেরালার মাটিতে ইয়েলো আর্মির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া কার্যত সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের সামিল । শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে কেরালা । কিন্তু শেষ ম্যাচে 81 মিনিট পর্যন্ত 1-2 গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে কেরালা 4-2 গোলে জিতেছিল । ফলে কোচির মাঠ যেকোনও প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্নের । হাবাসের কোচিংয়ে বদলে যাওয়া সুপার জায়ান্ট ব্রিগেড প্রতিকূল পরিবেশে জয় ছিনিয়ে নেওয়াকেই পাখির চোখ করতে চাইছে ।

মঙ্গলবার নর্থ-ইস্ট ইউনাইটেডকে 4-1 গোলে হারিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে মুম্বই সিটি এফসি ৷ 19 ম্যাচে 39 পয়েন্ট পাওয়া মুম্বইয়ের গোলপার্থক্য 17 ৷ এই মুহূর্তে 17 ম্যাচে বাগানের সংগ্রহ 36 পয়েন্ট ৷ এই ম্যাচ জিতলে এক ম্যাচ কম খেলে পয়েন্টের বিচারে মুম্বইকে ছোঁবে গঙ্গাপাড়ের ক্লাব ৷ মোহনবাগান দু’গোলের ব্যবধানে কেরালাকে হারালে মুম্বইকে গোলপার্থক্যে ছুঁয়ে ফেলবে ৷ তিন গোলের ব্যবধানে কেরালা ‘বধ’ করলে ফের পয়েন্ট টেবিলের মগডালে উঠে যাবে ‘হাবাস অ্যান্ড কোং’ ৷

আরও পড়ুন:

  1. নাপোলিকে হারিয়ে চার বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনা
  2. যুবভারতীতে ভারত-কুয়েত দ্বৈরথ, স্টিম্যাচের ‘অনুরোধে’ রাজি কল্যাণ
  3. 'দ্বিতীয় গোলটা এলে ফলাফল অন্য হতে পারত', এখনও প্লে-অফের আশা আঁকড়ে কুয়াদ্রাত
Last Updated :Mar 13, 2024, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.