বেঙ্গালুরু, 29 মার্চ: আইপিএলের মঞ্চে প্রথমবার মুখোমুখি বিরাট কোহলি এবং মিচেল স্টার্ক ৷ এতদিন স্টার্ক আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলেছেন ৷ এবার প্রথমবার স্টার্ক আরসিবির বাইরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে বিরাট কোহলিদের বিরুদ্ধে নামছেন ৷ চিন্নাস্বামীতে টস জিতে বল করছে কেকেআর ৷
নাইট শিবিরে এই দুই ক্রিকেটারই এখন চিন্তার বিষয় ৷ প্রথম কারণ বিরাট কোহলির চলতি ফর্ম ৷ আর মিচেল স্টার্কের প্রথম ম্যাচের ফর্ম কেকেআরের জন্য মাথাব্যথা ৷ ওপেন করতে নেমে বিরাট আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন ৷ শেষ ম্যাচে বিরাট 49 বলে 77 রান করেছিলেন রান-তাড়া করতে নেমে ৷ যেখানে পাওয়ার-প্লেতে প্রতিপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করেন বিরাট ৷ অন্যদিকে, মিচেল স্টার্ক নাইটদের হয়ে প্রথম ম্যাচেই 4 ওভারে 53 রান দিয়েছিলেন ৷ যেখানে 19 নম্বর ওভারে 26 রান দিয়েছিলেন অজি বাঁ-হাতি পেসার ৷ পাশাপাশি, রান ডিফেন্ড করার ক্ষেত্রে নাইটদের যে দুর্বলতা রয়েছে, তা গত ম্যাচে দেখা গিয়েছে ৷
একইভাবে টপ-অর্ডার ও মিডল-অর্ডার দুই জায়গাতেই সমস্যায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার কেউই রান পাননি ৷ একমাত্র ওপেনে ফিল সল্ট এবং লোয়ার-অর্ডারে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এবং রমনদীপ সিং ৷ তবে, বোলিং দুর্বলতা বড় চিন্তা নাইট শিবিরের ৷
নাইটদের একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, অনুকুল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
আরসিবি একাদশ: ফ্যাফ’ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, ময়ঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ, যশ দয়াল
আরও পড়ুন: