ETV Bharat / sports

ডেভিড উইজের দাবিকে খারিজ করে পণ্ডিতের পাশে রাসেল, রেকর্ডের সামনে কোহলি - IPL 2024

IPL 2024: ডেভিড উইজের 'মিলিট্যান্ট কোচ' মন্তব্যকে খারিজ করে চন্দ্রকান্ত পণ্ডিতের পাশে দাঁড়ালেন আন্দ্রে রাসেল ৷ জানালেন, পেশাদার ক্রিকেটে নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে জানতে হয় ৷ অন্যদিকে, ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নয়া রেকর্ডের সামনে রয়েছেন বিরাট কোহলি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 12:28 PM IST

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 29 মার্চ: চন্দ্রকান্ত পণ্ডিতের বিরুদ্ধে বিদেশি ক্রিকেটারদের প্রতি 'মিলিট্যান্ট' অর্থাৎ, জঙ্গিদের মতো আচরণের অভিযোগ তুলেছিলেন প্রাক্তন নাইট ক্রিকেটার ডেভিড উইজে ৷ তবে, নাইট কোচের বিরুদ্ধে উইজের সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করলেন আন্দ্রে রাসেল ৷ জানালেন, পেশাদার ক্রিকেটারকে কোচের দর্শনের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বললেন তিনি ৷ এমনকি নাইটরা পণ্ডিত স্যারের অধীনে সফল বলেও মনে করেন তিনি ৷

শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে ডেভিজ উইজের মন্তব্যে প্রশ্ন তৈরি হয়েছে নাইট শিবিরের পরিবেশ নিয়ে ৷ কিন্তু, বৃহস্পতিবার সন্ধেয় উইজের সেই দাবিকে খারিজ করে বিতর্কের সমাপ্তি ঘটানোর চেষ্টা করলেন কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী অলরাউন্ডার রাসেল ৷ তিনি বলেন, "আমরা গত একবছর ধরে ওনার সঙ্গে কাজ করছি ৷ আমি মনে করি যখন কোনও কোচের অধীনে প্রথমবার কেউ কাজ করেন, তাঁর দর্শনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয় ৷ তার সঙ্গে মানিয়ে নিতে হয় ৷ একজন পেশাদার ক্রিকেটার হিসেবে নিয়মটা মানতেই হয় ৷ দোষারোপ করার জায়গা নেই ৷"

পাশাপাশি, পণ্ডিতের কোচিংয়ে নাইটরা গতবার ভালো পারফর্ম্যান্স করেছিল বলেও জানান ড্রে-রাস ৷ তাঁর কথায়, "আমি আমার ফ্র্যাঞ্চাইজির জন্য সেরাটা নিংড়ে দিতে তৈরি এবং সেটাই করেছি ৷ পণ্ডিত স্যার দারুণ কাজ করে এসেছেন ৷ সেই কারণেই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে ৷" সম্প্রতি ক্রীড়া ওয়েবসাইট স্পোর্টকিডাকে দেওয়া সাক্ষাৎকারে, চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং ও তাঁর নিয়মানুবর্তিতাকে 'মিলিট্যান্ট কোচিং' বলে উল্লেখ করেছিলেন অতীতে দক্ষিণ আফ্রিকা ও বর্তমানে নামিবিয়ার হয়ে খেলা ডেভিড উইজে ৷

চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝেই শুক্রবার আরসিবির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নামছে কেকেআর ৷ দুই দলই তাদের শেষ ম্যাচ জিতেছে ৷ ফলে চিন্নাস্বামীর মাঠে আজ সেয়ানে-সেয়ানে লড়াই হবে বলে মনে করা হচ্ছে ৷ উল্লেখ্য, চিন্নাস্বামীর পিচ এবার গতে বাঁধা ব্যাটিং স্বর্গ নয় ৷ সেখানে প্রথম ম্যাচে 178 রান তাড়া করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল বিরাট কোহলিদের ৷ ফলে আজকের ম্যাচে পিচ কেমন হয়, সেদিকে অবশ্যই নজর থাকবে ৷ যেখানে নতুন বলে বিরাট কোহলি বনাম মিচেল স্টার্কের দ্বৈরথে নজর থাকবে সকলের ৷

উল্লেখ্য, এই ম্যাচে আরসিবি-র হয়ে নয়া রেকর্ড গড়ার সামনে বিরাট কোহলি ৷ আর তিনটি ছয় মারতে পারলে, আরসিবির হয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড গড়বেন বিরাট (237টি ছয়) ৷ তাঁর সামনে এই মুহূর্তে রয়েছেন এবি ডি’ভিলিয়ার্স 238টি এবং ক্রিস গেইল 239টি ছয় ৷ আন্দ্রে রাসেলের সামনেও কেকেআরের জার্সিতে দু’শোটি ছয় মারার সুযোগ রয়েছে ৷ তিনি 3টি ছয় মারলে আইপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে দু’শো ওভার-বাউন্ডারি মারা ক্রিকেটাদের ক্লাব ঢুকে যাবে ৷ যে তালিকায় এই মুহূর্তে গেইল, এবিডি, বিরাট, কায়রন পোলার্ড, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির নাম রয়েছে ৷

আরও পড়ুন:

  1. গোলাপি শহরে থেমে গেল 'দিল্লির দৌড়', ম্যাচে পাঁচ বিদেশি খেলানোয় বিতর্ক
  2. রোহিতের নজিরের দিনেই লজ্জার রেকর্ড মুম্বইয়ের, হার্দিকের ‘হাতেই’ দলের সর্বনাশ ?
  3. প্যারিসে তেরঙা বাহকের দায়িত্বে শরথ, অধরা স্বপ্নপূরণের অনুভূতি জানালেন ইটিভি ভারতে

কলকাতা, 29 মার্চ: চন্দ্রকান্ত পণ্ডিতের বিরুদ্ধে বিদেশি ক্রিকেটারদের প্রতি 'মিলিট্যান্ট' অর্থাৎ, জঙ্গিদের মতো আচরণের অভিযোগ তুলেছিলেন প্রাক্তন নাইট ক্রিকেটার ডেভিড উইজে ৷ তবে, নাইট কোচের বিরুদ্ধে উইজের সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করলেন আন্দ্রে রাসেল ৷ জানালেন, পেশাদার ক্রিকেটারকে কোচের দর্শনের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বললেন তিনি ৷ এমনকি নাইটরা পণ্ডিত স্যারের অধীনে সফল বলেও মনে করেন তিনি ৷

শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে ডেভিজ উইজের মন্তব্যে প্রশ্ন তৈরি হয়েছে নাইট শিবিরের পরিবেশ নিয়ে ৷ কিন্তু, বৃহস্পতিবার সন্ধেয় উইজের সেই দাবিকে খারিজ করে বিতর্কের সমাপ্তি ঘটানোর চেষ্টা করলেন কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী অলরাউন্ডার রাসেল ৷ তিনি বলেন, "আমরা গত একবছর ধরে ওনার সঙ্গে কাজ করছি ৷ আমি মনে করি যখন কোনও কোচের অধীনে প্রথমবার কেউ কাজ করেন, তাঁর দর্শনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয় ৷ তার সঙ্গে মানিয়ে নিতে হয় ৷ একজন পেশাদার ক্রিকেটার হিসেবে নিয়মটা মানতেই হয় ৷ দোষারোপ করার জায়গা নেই ৷"

পাশাপাশি, পণ্ডিতের কোচিংয়ে নাইটরা গতবার ভালো পারফর্ম্যান্স করেছিল বলেও জানান ড্রে-রাস ৷ তাঁর কথায়, "আমি আমার ফ্র্যাঞ্চাইজির জন্য সেরাটা নিংড়ে দিতে তৈরি এবং সেটাই করেছি ৷ পণ্ডিত স্যার দারুণ কাজ করে এসেছেন ৷ সেই কারণেই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে ৷" সম্প্রতি ক্রীড়া ওয়েবসাইট স্পোর্টকিডাকে দেওয়া সাক্ষাৎকারে, চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং ও তাঁর নিয়মানুবর্তিতাকে 'মিলিট্যান্ট কোচিং' বলে উল্লেখ করেছিলেন অতীতে দক্ষিণ আফ্রিকা ও বর্তমানে নামিবিয়ার হয়ে খেলা ডেভিড উইজে ৷

চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝেই শুক্রবার আরসিবির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নামছে কেকেআর ৷ দুই দলই তাদের শেষ ম্যাচ জিতেছে ৷ ফলে চিন্নাস্বামীর মাঠে আজ সেয়ানে-সেয়ানে লড়াই হবে বলে মনে করা হচ্ছে ৷ উল্লেখ্য, চিন্নাস্বামীর পিচ এবার গতে বাঁধা ব্যাটিং স্বর্গ নয় ৷ সেখানে প্রথম ম্যাচে 178 রান তাড়া করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল বিরাট কোহলিদের ৷ ফলে আজকের ম্যাচে পিচ কেমন হয়, সেদিকে অবশ্যই নজর থাকবে ৷ যেখানে নতুন বলে বিরাট কোহলি বনাম মিচেল স্টার্কের দ্বৈরথে নজর থাকবে সকলের ৷

উল্লেখ্য, এই ম্যাচে আরসিবি-র হয়ে নয়া রেকর্ড গড়ার সামনে বিরাট কোহলি ৷ আর তিনটি ছয় মারতে পারলে, আরসিবির হয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড গড়বেন বিরাট (237টি ছয়) ৷ তাঁর সামনে এই মুহূর্তে রয়েছেন এবি ডি’ভিলিয়ার্স 238টি এবং ক্রিস গেইল 239টি ছয় ৷ আন্দ্রে রাসেলের সামনেও কেকেআরের জার্সিতে দু’শোটি ছয় মারার সুযোগ রয়েছে ৷ তিনি 3টি ছয় মারলে আইপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে দু’শো ওভার-বাউন্ডারি মারা ক্রিকেটাদের ক্লাব ঢুকে যাবে ৷ যে তালিকায় এই মুহূর্তে গেইল, এবিডি, বিরাট, কায়রন পোলার্ড, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির নাম রয়েছে ৷

আরও পড়ুন:

  1. গোলাপি শহরে থেমে গেল 'দিল্লির দৌড়', ম্যাচে পাঁচ বিদেশি খেলানোয় বিতর্ক
  2. রোহিতের নজিরের দিনেই লজ্জার রেকর্ড মুম্বইয়ের, হার্দিকের ‘হাতেই’ দলের সর্বনাশ ?
  3. প্যারিসে তেরঙা বাহকের দায়িত্বে শরথ, অধরা স্বপ্নপূরণের অনুভূতি জানালেন ইটিভি ভারতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.