ETV Bharat / sports

গোলাপি শহরে থেমে গেল 'দিল্লির দৌড়', ম্যাচে পাঁচ বিদেশি খেলানোয় বিতর্ক - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 8:40 AM IST

Updated : Mar 29, 2024, 9:13 AM IST

IPL 2024
IPL 2024

IPL 2024: প্রথম দু'ম্যাচ জিতে আইপিএলে স্বপ্নের শুরু রাজস্থান রয়্যালসের ৷ বৃহস্পতিবার রাতে গোলাপি শহরে দিল্লির ক্যাপিটালসকে হারিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল সঞ্জু স্যামসনের দল ৷ আর প্রথম দু'টি ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে সৌরভ-পন্টিংয়ের মস্তিষ্কপ্রসূত দিল্লি ক্যাপিটালস ৷

জয়পুর, 29 মার্চ: জয়পুর, 29 মার্চ: ম্যাচে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানো নিয়ে বিতর্ক ৷ রিয়ান পরাগ ও ট্রিস্টান স্টাবসের ধামাকাদার ব্যাটিং ৷ ঋষভ পন্তের ব্যাটে ঝলক দেখতে না-পারা ৷ এ সবই ছিল বৃহস্পতিবার রাতে গোলাপি শহরে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিট্যালের ম্যাচের সারবত্তা ৷

তিন দিন বিছানাায় শুয়ে থাকার পর মাঠে নেমে ঝোড়ো ব্যাটিং ৷ 45 বলে 85 রানের প্রায়াাগের এই ইনিংসে সোয়াই মান সিং স্টেডিয়াম দর্শকদের কাছে যেন হয়ে উঠেছিল তীর্থক্ষেত্র ৷ ইনিংসের শেষ ওভারে রিয়ানের 25 রান ছিল এই ম্যাচের ইউএসপি ৷ রয়্যালসের 185 রান তাড়া করতে গিয়ে 173 রানে থেমে যায় দিল্লি ৷ 12 রানে 'দিল্লি জয়' করে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল রাজস্থান ৷ প্রথম লখনউ সুপার জায়েন্টস ও দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটাসকে হারিয়ে স্বপ্নের আইপিএল শুরু সঞ্জু স্যামসনদের ৷

ম্যাচের সেরা হয়ে প্রয়াগ বলেন, "গত তিন দিন আমি বিছানায় শুয়ে ছিলাম ৷ পেনকিলার নিতে হত ৷ স্বাভাবিকভাবেই এই ইনিংস খেলতে পেরে আমি ভীষণ খুশি ৷ বছর বাইশের অসমের এই তরুণ একা হাতেই রয়্যালস ইনিংস টেনে নিয়ে যান ৷ শেয ওভারে প্রয়াগের 25 রানই ম্যাচের পার্থক্য গড়ে দেয় ৷

রান তাড়া করতে গিয়ে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ দারুণ শুরু করলেও দিল্লির শেষরক্ষা হয়নি ৷ 34 বলে 49 রানের ইনিংস খেলেন ওয়ার্নার ৷ 12 বলে 23 রান করেন মার্শ ৷ তবে চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে নেমে ব্যাটে ঝলক দেখাতে ব্যর্থ পন্ত৷ প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে 18 আর এদিন রয়্যালসের বিরুদ্ধে 26 বলে 28 ৷ পন্ত ডাগ-আউটে ফেরার পর স্টাবস ঝড়ে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দিল্লি ৷ 23 বলে 44 রানের ইনিংস খেলেন দিল্লির এই প্রোটিয়া ব্যাটার ৷ তবুও জয় অধরা থেকে যায় দিল্লির ৷ প্রথম দু'ম্যাচ হেরে লিগ তালিকায় আট নম্বরে পন্তের দল ৷

এদিন ম্যাচে পাঁচ বিদেশি খেলানো নিয়ে বিতর্ক দেখা দেয় ৷ রাজস্থান প্রথম একাদশে 3 বিদেশি জস বাটলার, শিমরন হেটমায়ার ও ট্রেন্ট বোল্টকে রাখলেও পরে আরও 2 জনকে মাঠে নামায় বলে অভিযোগ দিল্লির ৷ যা নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক বাঁধে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং ও ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ নিয়ম অনুযায়ী ইমপ্যাক্ট প্লেয়ার-সহ চার জনের বেশি বিদেশি খেলানো যায় না ৷ কিন্তু দিল্লি ক্যাপিটালসের অভিযোগ, এক সময় মাঠে রয়্যালসের পাঁচ বিদেশি ক্রিকেটার ছিলেন ৷ যদিও আম্পায়ার এই অভিযোগ অস্বীকার করেছেন ৷

আরও পড়ুন:

Last Updated :Mar 29, 2024, 9:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.