ETV Bharat / sports

অপ্রতিরোধ্য নাইটরা, সল্ট-নারিনের দাপটে ‘বিরাট’ জয় কলকাতার - IPL 2024

Indian Premier League: প্রথম ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্সকে হারিয়ে শুরু হয়েছিল যাত্রা ৷ দ্বিতীয় ম্যাচ প্রতিপক্ষের মাটিতে হলেও জয়ের মন্ত্রটা ভোলেনি ‘শ্রেয়স অ্যান্ড কোং’ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 10:47 PM IST

Updated : Mar 29, 2024, 11:01 PM IST

Indian Premier League
সল্ট-নারিনের দাপটে ‘বিরাট’ জয় কলকাতার

বেঙ্গালুরু, 29 মার্চ: প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স তুলেছিল 182 রান । ভদ্রস্থ রান হলেও বর্তমানে কুড়ি-বিশের টুর্নামেন্টে যা তাড়া করা কঠিন কাজ নয় ৷ চিন্নাস্বামীর শব্দব্রহ্ম উপেক্ষা করে ধীরেসুস্থে সেই কাজটাই করলেন কেকেআর ব্যাটাররা ৷ ওপেন করতে নেমে ভীতটা তৈরি করে গিয়েছিলেন ফিল সল্ট ও সুনীল নারিন ৷ যা শেষ করলেন কলকাতার দুই আইয়ার ৷ 7 উইকেট জিতল ‘শ্রেয়স অ্যান্ড কোং’ ৷

ওপেন করতে নেমে ভালো শুরু করে সল্ট-নারিন জুটি ৷ সল্ট করেন 20 বলে 30 রান ৷ নারিনের অবদান 22 বলে ঝোড়ো 47 ৷ তাঁরা ডাগ-আউটে ফেরার পর খেলাটা ধরেন ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার ৷ ভেঙ্কটেশ খেলেন 30 বলে 50 রানের বিরাট ইনিংস ৷ শ্রেয়স করেন 24 বলে 39 রান ৷ শেষদিকে ভেঙ্কটেশ ক্রিজ ছাড়লেও ম্যাচ জিতে নিতে অসুবিধা হয়নি কেকেআরের ৷ টানা দু‘ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দু‘নম্বরে উঠে এল চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা ৷ শীর্ষে রয়েছে ধোনির সিএসকে ৷ নেট রান রেটের বিচারে এগিয়ে রয়েছে ইয়েলো আর্মি ৷

অন্যদিকে, সূত্র বলছে বিরাট কোহলি এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশের বিরাগভাজন ৷ তাঁকে আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে ছেঁটে ফেলার রব উঠেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক ৷ এক্ষেত্রে আইপিএল বিরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ জল্পনার মধ্যেই তিন ম্যাচে 181 রান করে ফেললেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ৷ এদিন জিততে না-পারলেও 83 রানের বিরাট ইনিংস যথেষ্ট দামী ৷

আরও পড়ুন:

  1. হাসিমুখে আলিঙ্গন ! বিরাট দর্শনে আর ‘গম্ভীর’ নন গৌতম
  2. ডেভিড উইজের দাবিকে খারিজ করে পণ্ডিতের পাশে রাসেল, রেকর্ডের সামনে কোহলি
  3. রোহিতের নজিরের দিনেই লজ্জার রেকর্ড মুম্বইয়ের, হার্দিকের ‘হাতেই’ দলের সর্বনাশ ?

বেঙ্গালুরু, 29 মার্চ: প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স তুলেছিল 182 রান । ভদ্রস্থ রান হলেও বর্তমানে কুড়ি-বিশের টুর্নামেন্টে যা তাড়া করা কঠিন কাজ নয় ৷ চিন্নাস্বামীর শব্দব্রহ্ম উপেক্ষা করে ধীরেসুস্থে সেই কাজটাই করলেন কেকেআর ব্যাটাররা ৷ ওপেন করতে নেমে ভীতটা তৈরি করে গিয়েছিলেন ফিল সল্ট ও সুনীল নারিন ৷ যা শেষ করলেন কলকাতার দুই আইয়ার ৷ 7 উইকেট জিতল ‘শ্রেয়স অ্যান্ড কোং’ ৷

ওপেন করতে নেমে ভালো শুরু করে সল্ট-নারিন জুটি ৷ সল্ট করেন 20 বলে 30 রান ৷ নারিনের অবদান 22 বলে ঝোড়ো 47 ৷ তাঁরা ডাগ-আউটে ফেরার পর খেলাটা ধরেন ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার ৷ ভেঙ্কটেশ খেলেন 30 বলে 50 রানের বিরাট ইনিংস ৷ শ্রেয়স করেন 24 বলে 39 রান ৷ শেষদিকে ভেঙ্কটেশ ক্রিজ ছাড়লেও ম্যাচ জিতে নিতে অসুবিধা হয়নি কেকেআরের ৷ টানা দু‘ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দু‘নম্বরে উঠে এল চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা ৷ শীর্ষে রয়েছে ধোনির সিএসকে ৷ নেট রান রেটের বিচারে এগিয়ে রয়েছে ইয়েলো আর্মি ৷

অন্যদিকে, সূত্র বলছে বিরাট কোহলি এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশের বিরাগভাজন ৷ তাঁকে আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে ছেঁটে ফেলার রব উঠেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক ৷ এক্ষেত্রে আইপিএল বিরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ জল্পনার মধ্যেই তিন ম্যাচে 181 রান করে ফেললেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ৷ এদিন জিততে না-পারলেও 83 রানের বিরাট ইনিংস যথেষ্ট দামী ৷

আরও পড়ুন:

  1. হাসিমুখে আলিঙ্গন ! বিরাট দর্শনে আর ‘গম্ভীর’ নন গৌতম
  2. ডেভিড উইজের দাবিকে খারিজ করে পণ্ডিতের পাশে রাসেল, রেকর্ডের সামনে কোহলি
  3. রোহিতের নজিরের দিনেই লজ্জার রেকর্ড মুম্বইয়ের, হার্দিকের ‘হাতেই’ দলের সর্বনাশ ?
Last Updated : Mar 29, 2024, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.