ETV Bharat / sports

700 টেস্ট উইকেট নিয়ে ইতিহাসে অ্যান্ডারসন, সামনে শুধু স্পিনের দুই মহারথী

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 10:36 AM IST

Updated : Mar 9, 2024, 11:15 AM IST

India vs England 5th Test at Dharamshala: পেসার হিসেবে এক অনন্য নজির গড়লেন জেমস অ্যান্ডারসন ৷ টেস্ট ক্রিকেটে প্রথম পেসার হিসেবে 700 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন 41 বছরের এই ব্রিটিশ পেসার ৷ ধরমশালা টেস্টে এই মাইলস্টোন ছুঁয়েছেন জিমি ৷

ETV BHARAT
ETV BHARAT

ধরমশালা, 9 মার্চ: টেস্ট ক্রিকেটে স্পিনারদের সাতশো বা তার বেশি উইকেট নেওয়ার নজির অনেক পুরনো ৷ কিন্তু বিশ্বের প্রথম পেসার হিসেবে 700 উইকেটের মাইলস্টোন ছুঁলেন জেমস অ্যান্ডারসন ৷ ভারতের বিরুদ্ধে ধরমশালা টেস্টের তৃতীয় দিনের সকালেই রেকর্ড গড়লেন 41 বছরের এই ইংরেজ পেসার ৷ শনিবার সকালে কুলদীপ যাদবের উইকেট নিয়ে এই নজির গড়লেন তিনি ৷ 187 টেস্টে 348 ইনিংসে 700 উইকেট নিয়েছেন জিমি ৷

আন্তর্জাতিক স্তরে জেমস অ্যান্ডারসন তৃতীয় বোলার হিসেবে 700 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন ৷ এই মুহূর্তে অ্যান্ডারসনের আগে প্রয়াত অজি লেগস্পিনার শেন ওয়ার্ন (708) এবং শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার মুথাইয়া মুরলীধরন (800) রয়েছেন ৷ 187 টেস্ট ম্যাচ খেলে 348 ইনিংসে 2.79 ইকনমিতে 26.52 গড়ে 700 উইকেট নিয়েছেন তিনি ৷ স্ট্রাইক-রেট 56.97 ৷ অ্যান্ডারসনের ইনিংসে সেরা বোলিং 42 রানে 7 উইকেট ৷ আর ম্যাচে সেরা বোলিং 71 রানে 11 উইকেট ৷ মোট 32 বার ইনিংসে 5 উইকেট নিয়েছেন জিমি ৷ আর ম্যাচে 10 উইকেট নিয়েছে তিন বার ৷

কিংবদন্তি এই পেসারের বাবা আজ ধরমশালা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৷ ছেলের 700 টেস্ট উইকেটে নেওয়ার মুহূর্তের সাক্ষী থাকতে মাঠে হাজির ছিলেন তিনি ৷ এদিন কুলদীপ যাদবকে উইকেটের পিছনে ক্যাচ-আউট করানোর পর গ্যালারিতে তাঁর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ ছেলের কৃতিত্বে গর্বিত ৷

অন্যদিকে, বছর কুড়ির শোয়েব বশির ভারতের শেষ উইকেট নিয়ে সিরিজ ও কেরিয়ারে দ্বিতীয়বার 5 উইকেট নিলেন ৷ ইংল্যান্ড দল মাঠ ছাড়ার সময়ও এক সুন্দর দৃশ্য ফুটে ওঠে ৷ মাঠ ছাড়ার সময় অ্যান্ডারসন ম্যাচ বল হাতে নিয়ে দলকে লিড করেন ৷ কিন্তু, কয়েক পা চলার পরেই, তরুণ বশিরকে তিনি ডেকে নেন ৷ তাঁকে সামনে এগিয়ে দেন ৷ কিন্তু, কিংবদন্তি পেসারের এই মুহূর্তটাকে নষ্ট করতে চাননি শোয়েব বশির ৷ তাই ইতস্ততবোধ করছিলেন ৷ সেটা বুঝতে পেরে, জুনিয়র সতীর্থকে সঙ্গে নিয়ে একসঙ্গে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান অ্যান্ডারসন ৷

ইংলিশ পেসারের এই কৃতিত্ব উচ্ছ্বসিত কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ অ্যান্ডারসনকে 700 উইকেটের অভিনন্দন জানিয়ে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "প্রথমবার আমি অ্যান্ডারসনকে দেখেছিলাম 2002 সালে অস্ট্রেলিয়ায় ৷ আর বলের উপর ওর নিয়ন্ত্রণ ছিল খুবই বিশেষ ৷ নাসের হোসেন সেই সময় ওর প্রশংসা করেছিল ৷ আর আজ আমি নিশ্চিত নাসের বলবে 'আমি বলেছিলাম'- এটা ও অনেক আগেই বলেছিল ৷"

22 বছর ধরে ইংল্যান্ড ক্রিকেটে বোলিংয়ের স্তম্ভ অ্যান্ডারসন ৷ যা নিয়ে সচিন লিখেছেন, "700 টেস্ট উইকেট একটা অসাধারণ কৃতিত্ব ৷ একজন ফাস্ট বোলার 22 বছর ধরে খেলে এবং 700 উইকেট নিতে সফল হয়েছেন ৷ ধারাবাহিকভাবে পারফর্ম করাটা অ্যান্ডারসন বাস্তবে না করলে, কল্পকাহিনীর মতো শোনাত ৷" ভারত প্রথম ইনিংসে ইংল্যান্ডের 218 রানের জবাবে 477 রান করেছে ৷ প্রথম ইনিংসে 259 রানের লিড রোহিত শর্মাদের ৷

আরও পড়ুন:

  1. রোহিত-গিলের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড ভারতের
  2. বিনামূল্যে রঞ্জি ফাইনাল, দর্শকদের জন্য ওয়াংখেড়ের দরজা খুলে দিল এমসিএ
  3. ধরমশালায় জোড়া রেকর্ডে ‘যশ’ বাড়াল যশস্বীর
Last Updated : Mar 9, 2024, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.