ETV Bharat / sports

ধরমশালায় জোড়া রেকর্ডে ‘যশ’ বাড়াল যশস্বীর

Yashasvi Jaiswal Bags Double Record: ধরমশালার ছবির মতো সুন্দর স্টেডিয়ামে ভয়ংকর যশস্বী জয়সওয়াল ৷ জোড়া রেকর্ডে টপকালেন বিরাট কোহলি, সুনীল গাভাসকরের মতো দুই কিংবদন্তিকে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 4:52 PM IST

Updated : Mar 7, 2024, 5:48 PM IST

Etv Bharat
Etv Bharat

ধরমশালা, 7 মার্চ: যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেটের নতুন তারা ৷ দায়িত্বজ্ঞানহীন শট খেলে প্যাভিলিয়নে ফিরলেও নিজের নামের পাশে জোড়া রেকর্ড জুড়ে ফেললেন যশস্বী ৷ মাত্র 9টি টেস্ট খেলে ব্যক্তিগত 1000 রানের গণ্ডি পেরিয়েছেন মুম্বইকর ৷ দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড ছোঁয়ার পথে টপকেছেন ক্রিকেটের কুলীন ফর্ম্যাটের দুই কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর ও চেতেশ্বর পূজারাকে ৷ দুই ব্যাটারই 1000 রানের গণ্ডি পেরিয়েছিলেন 11তম টেস্টে ৷

পাশাপাশি, ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডও এখনও যশস্বীর ৷ 2016 সালে ইংরেজদের বিরুদ্ধে 655 রান করেছিলেন বিরাট কোহলি ৷ চার নম্বর টেস্টেই সেই রান ছুঁয়েছিলেন দলের উঠতি তারকা ৷ পঞ্চম টেস্টে খাতা খুলেই নয়া রেকর্ড গড়লেন যশস্বী ৷ এই মুহূর্তে যশস্বীর সংগ্রহ 712 রান ৷

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে সেই রানটা আরও খানিকটা বাড়ানোর রাস্তাই শুধু নয়, আরেক নজির গড়ার দরজাও খোলা রয়েছে জয়সওয়ালের সামনে ৷ দ্বিপাক্ষিক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সুনীল মনোহর গাভাসকরের ৷ 1971 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে 774 রান করেছিলেন গাভাসকর ৷ দ্বিতীয় ইনিংসে 63 রান করতে পারলেই সেই কীর্তিও ছাপিয়ে যাবেন জয়সওয়াল ৷

দেশের জার্সিতে খেলতে নেমে ইতিমধ্যেই একাধিক রেকর্ডের মালিক হয়েছেন জয়সওয়াল ৷ ভারতীয় ব্যাটারদের মধ্যে একটি ইনিংসে সর্বাধিক ছয় ও একটি সিরিজে সর্বাধিক ছয়, দু’টি রেকর্ডের মালিকই এখন যশস্বী ৷ পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে শতরান করতে পারলে নয়া রেকর্ডের মালিক হবেন তিনি ৷ এই সিরিজে ইতিমধ্যে দু’টি দ্বি-শতরান করা যশস্বী কোহলিকে টপকে একটি ইনিংসে সর্বাধিক শতরানের নজির গড়বেন ৷ ছোঁবেন মহম্মদ আজহারউদ্দীন ও দলের হেডস্যর রাহুল দ্রাবিড়কে ৷

আরও পড়ুন:

ধরমশালা, 7 মার্চ: যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেটের নতুন তারা ৷ দায়িত্বজ্ঞানহীন শট খেলে প্যাভিলিয়নে ফিরলেও নিজের নামের পাশে জোড়া রেকর্ড জুড়ে ফেললেন যশস্বী ৷ মাত্র 9টি টেস্ট খেলে ব্যক্তিগত 1000 রানের গণ্ডি পেরিয়েছেন মুম্বইকর ৷ দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড ছোঁয়ার পথে টপকেছেন ক্রিকেটের কুলীন ফর্ম্যাটের দুই কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর ও চেতেশ্বর পূজারাকে ৷ দুই ব্যাটারই 1000 রানের গণ্ডি পেরিয়েছিলেন 11তম টেস্টে ৷

পাশাপাশি, ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডও এখনও যশস্বীর ৷ 2016 সালে ইংরেজদের বিরুদ্ধে 655 রান করেছিলেন বিরাট কোহলি ৷ চার নম্বর টেস্টেই সেই রান ছুঁয়েছিলেন দলের উঠতি তারকা ৷ পঞ্চম টেস্টে খাতা খুলেই নয়া রেকর্ড গড়লেন যশস্বী ৷ এই মুহূর্তে যশস্বীর সংগ্রহ 712 রান ৷

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে সেই রানটা আরও খানিকটা বাড়ানোর রাস্তাই শুধু নয়, আরেক নজির গড়ার দরজাও খোলা রয়েছে জয়সওয়ালের সামনে ৷ দ্বিপাক্ষিক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সুনীল মনোহর গাভাসকরের ৷ 1971 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে 774 রান করেছিলেন গাভাসকর ৷ দ্বিতীয় ইনিংসে 63 রান করতে পারলেই সেই কীর্তিও ছাপিয়ে যাবেন জয়সওয়াল ৷

দেশের জার্সিতে খেলতে নেমে ইতিমধ্যেই একাধিক রেকর্ডের মালিক হয়েছেন জয়সওয়াল ৷ ভারতীয় ব্যাটারদের মধ্যে একটি ইনিংসে সর্বাধিক ছয় ও একটি সিরিজে সর্বাধিক ছয়, দু’টি রেকর্ডের মালিকই এখন যশস্বী ৷ পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে শতরান করতে পারলে নয়া রেকর্ডের মালিক হবেন তিনি ৷ এই সিরিজে ইতিমধ্যে দু’টি দ্বি-শতরান করা যশস্বী কোহলিকে টপকে একটি ইনিংসে সর্বাধিক শতরানের নজির গড়বেন ৷ ছোঁবেন মহম্মদ আজহারউদ্দীন ও দলের হেডস্যর রাহুল দ্রাবিড়কে ৷

আরও পড়ুন:

Last Updated : Mar 7, 2024, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.