ETV Bharat / sports

স্বদেশীকে পিছনে ফেলে এক নম্বরে, আইপিএলে ছক্কার নয়া রেকর্ড দ্রে রাসের - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 4:24 PM IST

Andre Russell Hits Fastest 200 IPL Sixes: আইপিএলে ক্যারিবিয়ান পাওয়ারের কথা বললেই প্রথম নামটা আসবে ক্রিস গেইলের ৷ আর তারপরেই আন্দ্রে রাসেল ৷ সেই ক্রিসের রেকর্ড ভেঙে ফেললেন কলকাতা নাইট রাইডার্সের ডে-রাস ৷
Image Courtesy: KKR X
Image Courtesy: KKR X

কলকাতা, 24 মার্চ: আইপিএলের মঞ্চে নয়া রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল ৷ শনিবার আইপিএলে দ্রুততম 200 ছক্কা হাঁকানোর নজির নিজের নামে করলেন তিনি ৷ সেইসঙ্গে স্বদেশী ক্রিস গেইলকে পিছনে ফেললেন রাসেল ৷ এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 25 বলে 64 রানের অপরাজিত ইনিংস খেলার পথে 7টি ছয় মেরেছেন রাসেল ৷ সপ্তম ছক্কাটি হাঁকানোর সঙ্গে সঙ্গে ক্রিস গেইলের রেকর্ড ভাঙেন তিনি ৷

কেকেআর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের (পূর্বে কিংস ইলেভেন পঞ্জাব) হয়ে খেলা ক্রিস গেইল 1811 বলে 200টি ছয় মেরেছিলেন ৷ এতদিন দ্রুততম 200 ছক্কার রেকর্ড তাঁর নামেই ছিল ৷ 2014 সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজি থেকে কেকেআরে আসার পর আন্দ্রে রাসেলের পারফরম্যান্সে দারুণ উন্নতি লক্ষ্য করা যায় ৷ এবার তিনি মাত্র 1322 বলে 200টি ছয় মেরে গেইলকে ছাপিয়ে গিয়েছেন ৷ সানরাইজার্সের বিরুদ্ধে ইনিংসের 19 তম ওভারের শেষ বলে রেকর্ডের ছয়টি মারেন রাসেল ৷ কভার বাউন্ডারির উপর দিয়ে এই ছয়টি মারেন তিনি ৷

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন আরেক ক্যারিবিয়ান কায়রন পোলার্ড ৷ তিনি 2055 বলে 200 নম্বর ছয় মারেন আইপিএলে ৷ চতুর্থস্থানে এবি ডি’ভিলিয়ার্স 2790 বলে, এমএস ধোনি 3126 বলে এবং রোহিত শর্মা 3798 বলে টুর্নামেন্টের দু’শো নম্বর ছয় মেরেছেন ৷ আর তাঁদের সবাইকে ছাপিয়ে রাসেল এখন এক নম্বরে ৷

রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ে দৌলতে কেকেআর ঘরের মাঠে 7 উইকেট হারিয়ে 208 রান তোলে নির্ধারিত 20 ওভারে ৷ তবে, তিনি একা নন ৷ শুরুতে পরপর চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নাইটরা ৷ সেখান থেকে 40 বলে 54 রানের ইনিংস খেলে পরিস্থিতি সামাল দেন ফিল সল্ট ৷ এরপর রমনদীপ সিং 17 বলে 35 রান করেন ৷ রিঙ্কু সিং করেছেন 15 বলে 23 রান ৷ ম্যাচটি 4 রানে জিতে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্স তৃতীয়স্থানে রয়েছে ৷

আরও পড়ুন:

  1. ক্রিকেট মাঠে ফের বিতর্কে শাহরুখ, ইডেনের হসপিটালিটি বক্সে ধূমপানরত 'জওয়ান'!
  2. মোতেরায় প্লে-অফস, মহারণ কোথায় ? আইপিএল ফাইনালের দিনক্ষণ ঘোষণা বোর্ডের
  3. মেগা ম্যাচে মুম্বইয়ের সামনে গুজরাট, প্রত্যাবর্তনই লক্ষ্য ‘ঘরশত্রু’ পান্ডিয়ার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.