ETV Bharat / politics

পঞ্চায়েত দখলের হুমকি, সৌমিত্রকে পালটা দিল তৃণমূলও

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 7:46 PM IST

Updated : Mar 8, 2024, 11:04 PM IST

Etv Bharat
Etv Bharat

TMC Slams Saumitra Khan: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ফের সৌমিত্র খাঁয়ের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি ৷ তারপরেই পঞ্চায়েত দখলের হুমকি দিয়ে বিতর্কে বিষ্ণুপুরের সাংসদ ৷ মাসকয়েক আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে সোনামুখী থানার আইসি’কে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ।

পঞ্চায়েত দখলের হুমকি, সৌমিত্রকে পালটা দিল তৃণমূলও

বাঁকুড়া, 8 মার্চ: লোকসভা ভোটের পর সব পঞ্চায়েত দখল করে নেওয়ার হুমকি দিয়ে ফের বিতর্কে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ । একই সঙ্গে জয়পুর থানার ওসিকে জব্দ করার হুশিয়ারিও দিয়েছেন তিনি । আজ সকালে বাঁকুড়ার জয়পুর থানার হেতিয়া ব্রাহ্মণপাড়ায় প্রচারে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন বিজেপি প্রার্থী । এই বক্তব্য সামনে আসতেই তৃণমূল সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে ।

কয়েকমাস আগের কথা ৷ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে সোনামুখী থানার আইসি’কে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ । ফের লোকসভা নির্বাচনের মুখে পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা গেল সৌমিত্র খাঁ’কে । এদিন বাঁকুড়ার জয়পুর থানার হেতিয়া গ্রামের ব্রাহ্মণপাড়ায় প্রচারে গেলে দলীয় কর্মীরা তাঁকে জয়পুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানায় । এরপরই সৌমিত্র’কে বলতে শোনা যায়, জয়পুর থানার ওসি রাম পালকে জব্দ করতে আমার দু’মিনিট সময় লাগবে । অপর একটি জায়গায় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় সৌমিত্র’কে বলতে শোনা যায়, ‘‘লোকসভা নির্বাচনের পর সমস্ত গ্রাম পঞ্চায়েত দখল করে নেব ।’’

এই দুই বক্তব্যের সমর্থনে পরে সৌমিত্র খাঁ বলেন, ‘‘জয়পুর থানার ওসি রাম পাল গত পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি । নিজে দাঁড়িয়ে থেকে বিজেপির দেওয়াল লিখন মুছে দিয়েছেন । তাঁকে অবিলম্বে সরাতে হবে ৷ না-হলে নির্বাচন ঘোষণার পর তাঁর বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব । গ্রাম পঞ্চায়েত দখল প্রসঙ্গে তাঁর যুক্তি, তৃণমূল এমন অত্যাচার করেছে যে লোকসভার পরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা হয় দল ছেড়ে বিজেপিতে চলে আসবেন । না-হলে পালিয়ে যাবেন ।

সৌমিত্র খাঁ’র এই বক্তব্যের কড়া নিন্দা করেছে তৃণমূল । রাজ্যের শাসকদলের দাবি, পুলিশ ও প্রশাসনকে এভাবে আক্রমণ করা যায় না । এরজন্য পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে । গ্রাম পঞ্চায়েত দখল সম্পর্কে তৃণমূল বলছে, নির্বাচিত পঞ্চায়েত গায়ের জোরে যে এভাবে দখল করা যায় না, তা সৌমিত্র খাঁ’র জানা দরকার ।

আরও পড়ুন:

  1. শ্রীঘরে শাহজাহান, এক যুগ পর নারীদিবসে মুক্ত বাতাস সন্দেশখালির আকাশে
  2. নাম ঘোষণার আগেই অভিজিতের সমর্থনে নন্দীগ্রামে দেওয়াল লিখন বিজেপির
  3. মহুয়ার সাংসদ পদ খারিজ নিয়ে সোমবার শুনানি সুপ্রিম কোর্টে
Last Updated :Mar 8, 2024, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.