ETV Bharat / politics

পাঁচ বছরে বর্ধমান দুর্গাপুরে একটা বাতিস্তম্ভও দেননি আলুওয়ালিয়া, অভিযোগ প্রদীপ মজুমদারের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 1:01 PM IST

Updated : Mar 8, 2024, 1:45 PM IST

Pradip Mazumder
Pradip Mazumder

Lok Sabha Elections 2024: আড়াই বছর আগে আসানসোল থেকে উপ-নির্বাচনে জিতেছিলেন শত্রুঘ্ন সিনহা ৷ তৃণমূল কংগ্রেসের এই সাংসদের দাবি, এই সময়ের মধ্যে তিনি 13 কোটি টাকা খরচ করেছেন ৷ অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, আসানসোলে তৃণমূল সাংসদ কাজ করলেও বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া কোনও কাজ করেননি ৷

পাঁচ বছরে বর্ধমান দুর্গাপুরে একটা বাতিস্তম্ভও দেননি আলুওয়ালিয়া, অভিযোগ প্রদীপ মজুমদারের

আসানসোল, 8 মার্চ: তিন লক্ষ ভোটে আসানসোলে লোকসভা আসন থেকে উপ-নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা । এরপর গত আড়াই বছর ধরে তাঁর সাংসদ কোটার টাকায় নানা কাজ করেছেন । তারই পরিসংখ্যান তুলে ধরলেন সাংসদ নিজেই ।

প্রায় 13 কোটি টাকার উন্নয়নমূলক কাজ তিনি আসানসোল লোকসভার জন্য গত আড়াই বছরে করেছেন । আর এই পরিসংখ্যান দিতে গিয়ে পার্শ্ববর্তী সংসদীয় এলাকার সাংসদ এসএস আলুওয়ালিয়ার সমালোচনা করলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার । কার্যত এক সাংসদ শত্রুঘ্ন সিনহাকে পাশে বসিয়ে আরেক সাংসদের সমালোচনা করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার ।

শুক্রবার প্রদীপ মজুমদার আসানসোল সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি পার্শ্ববর্তী এলাকার বিধায়ক আপনারা জানেন । আমাদের এলাকায় অন্য আরেকটি দলের একজন সাংসদ আছেন । আমরা তাঁর দ্বারা গত 5 বছরে একটি বাতিস্তম্ভও পাইনি ।"

শুধু তাই নয়, তিনি আরও বলেন, "আমি দুঃখ করে বলি কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্প আছে, যেখানে সাংসদের অনুমোদনের প্রয়োজন হয় । আমাদের সাংসদ 76 হাজার ভোটে জনসমর্থন পেয়েছিলেন । কিন্তু তারপরেও একটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের অনুমোদন তিনি করতে পারেননি । প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় এই রাস্তাটি হতো । কিন্তু সাংসদ অনুমোদন করে দেননি ।’’

তিনি আরও বলেন, ‘‘দুর্গাপুরে ভালুককোন্দা থেকে গোপালপুর মিতালি সংঘ পর্যন্ত এই 5 কিলোমিটার রাস্তার সংস্কারের জন্য আসিবাসীরা জাতীয় সড়ক অবরোধও করেছিল । কিন্তু সাংসদের অনুমোদনের জন্য 3 বছরের অপেক্ষা করেও রাস্তা আর হয়নি । শেষপর্যন্ত রাজ্য সরকারের কোষাগার থেকে অর্থ খরচ করে মুখ্যমন্ত্রী এই রাস্তা নির্মাণ করে দিয়েছেন ।" প্রদীপ মজুমদারের আরও দাবি, সাংসদ অনুমোদন করলেই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ওই রাস্তাটি নির্মিত হতো । কিন্তু সংসদের অবহেলা ও গাফিলতির কারণে রাস্তাটি তৈরি হতে পারেনি ।

আরও পড়ুন:

  1. ব্যবধান শুনেই পালিয়েছেন বিজেপির মনোনীত প্রার্থী, পবন সিংকে কটাক্ষ মলয়ের
  2. আসানসোলে দেওয়াল লিখন শুরু পবন সিংয়ের, শুভেচ্ছা জানালেন তৃণমূলের শত্রুঘ্ন
  3. প্রথম ভোটপ্রচারেই মোদিকে 'বন্ধু' কটাক্ষ বিহারীবাবুর
Last Updated :Mar 8, 2024, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.