ETV Bharat / state

আসানসোলে দেওয়াল লিখন শুরু পবন সিংয়ের, শুভেচ্ছা জানালেন তৃণমূলের শত্রুঘ্ন

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 7:51 AM IST

Lok Sabha Elections 2024: আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে প্রচার ও দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে ৷ এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন বর্তমান তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷

ETV Bharat
আসানসোলে লোকসভা নির্বাচনের প্রচার শুরু

আসানসোলে বিজেপি প্রার্থী ভোজপুরী গায়ক ও নায়ক পবন সিংকে নিয়ে তাঁর মতামত জানালেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা

আসানসোল, 3 মার্চ: বিহারিবাবু শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে আসানসোলে বিজেপি প্রার্থী ভোজপুরী গায়ক-নায়ক পবন সিং ৷ গেরুয়া শিবির প্রাথমিক প্রার্থীতালিকা ঘোষণা করতেই তাঁকে শুভেচ্ছা ও শুভাশিস জানালেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ শনিবার বিকেলেই বিজেপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে, আসানসোল লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী পবন সিং ৷ এদিন রাতেই দেখা গেল, পবন সিংয়ের নাম প্রচার হচ্ছে, দেওয়াল লিখনও শুরু হয়েছে ৷

আসানসোলে ভোজপুরী গায়ক-নায়কের সম্পর্কে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা কী মনে করছেন ? তিনি বলেন, "বিজেপি যাকেই প্রার্থী করুক না কেন, তৃণমূল আবার নতুন কৃতিত্ব স্থাপন করবে এই লোকসভা কেন্দ্রে ৷" তিনি আরও বলেন, "আমি ওকে (পবন সিং) ভালোভাবে জানি না ৷ তিনি বিহারের নাকি উত্তরপ্রদেশের, তাও জানি না ৷ শুধু এইটুকু জানি, তিনি একজন শিল্পী ৷ তবে এই গণতান্ত্রিক দেশে সবারই প্রার্থী হওয়ার অধিকার রয়েছে ৷"

অন্যদিকে বিজেপি প্রার্থী ঘোষণা নিয়ে কটাক্ষ করে বিহারিবাবু শত্রুঘ্ন সিনহার অভিমত, "বিজেপি যেভাবে নাম ঘোষণা করেছে এবং যাঁদের যাঁদের নাম ঘোষণা করেছে, তাতে বিজেপি শুধু নিজেদের নয়, তৃণমূলেরও ভালো চাইছে ৷ এইজন্য ওদের প্রশংসা করছি ৷"

আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে শত্রুঘ্ন সিনহার দাবি, "বিজেপি যাই করুক না কেন, যাঁকেই প্রার্থী করুন, কাউকে এদিক থেকে নিয়ে এসে ওদিকে প্রার্থী করুন, কিন্তু এবার 400 পার, যেটা কোনওদিনই সম্ভব নয় ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করেও তাঁর সমালোচনা করেন শত্রুঘ্ন সিনহা ৷ তিনি বলেন, "আমার বন্ধু তথা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন ৷ বাংলায় এসে দু'দিন ধরে তিনি যে ভাষার প্রয়োগ করেছেন, তা নিন্দনীয় ৷ প্রধানমন্ত্রী পদের জন্য তা শোভা পায় না ৷ বাংলার জনতা যেমন গতবারও তার 'দিদি, ও দিদি' ডাক ক্ষমা করেনি ৷ এবারও ঠিক জবাব দেবে ৷"

2021 সালের অক্টোবরে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দেন ৷ পরে তিনি তৃণমূলে যোগ দেন ৷ এরপরেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয় এবং সেখানে শত্রুঘ্নর হাত ধরে প্রথমবার খাতা খোলে তৃণমূল ৷ তাও রেকর্ড ভোটে ৷ আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রায় 3 লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন চিত্রাভিনেতা ৷

আরও পড়ুন:

  1. ঘাটালে কি দেব বনাম হিরণ! চোর সাংসদ মুক্ত কেন্দ্রই লক্ষ্য, টিকিট পেয়ে বললেন প্রার্থী
  2. 19-র ছায়ায় 24! বারাণসীতেই মোদি-গান্ধিনগরে শাহ, প্রার্থীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
  3. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.