ETV Bharat / politics

নয়া চমক! সুদীপের প্রচারে জন্য গান বাঁধলেন দলীয় কর্মী; দেখুন ভিডিয়ো - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 10:32 PM IST

Song for Sudip Bandyopadhyay Election Campaign: উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারের জন্য গান লিখলেন দলের ছাত্র সংগঠনের এক সদস্য ৷ নতুন প্রজন্মের এমন কর্মকাণ্ডে আপ্লুত সুদীপ।

Etv Bharat
Etv Bharat

সুদীপের প্রচারে নয়া চমক

কলকাতা, 10 এপ্রিল: ভোট প্রচার হোক কিংবা সরকার বিরোধী আন্দোলন- বামেদের অন্যতম প্রধান হাতিয়ার গণসঙ্গীত ৷ এবার সেই ছোঁয়া লাগল তৃণমূলেও । উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারের জন্য গান লিখলেন দলের ছাত্র সংগঠনের এক সদস্য ৷ নতুন প্রজন্মের এমন কর্মকাণ্ডে আপ্লুত বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী ৷ গানটি হল, "মানুষের জন্য লড়ে কে? প্রয়োজনে পাশে থাকে কে? মানুষের ভোটে জেতে কে? দিল্লিতে হুঙ্কার তোলে কে? সে তুমি, সে তুমি, সে তুমি তুমি তুমি সুদীপ দা...।"

একসময় বামেদের 'পথে এবার নামো সাথী' গানেই উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি । আগে মে দিবস এলেই শোনা যেত জন হেনরি । সময় বদলের সঙ্গে সঙ্গে বদলেছে গানের ধরনও। সম্প্রতি ব্রিগেডকে কেন্দ্র করে শোনা গিয়েছে "তোকে নিয়ে বিগ্রেড যাব টুম্পা" ৷ বামেদের বিভিন্ন কর্মসূচি প্রচারের মাধ্যম গান, সেটা বলার অবকাশ রাখে না । তবে সেই সংস্কৃতি ধীরে ধীরে রপ্ত করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । বলা চলে এই বিষয়ে তৃণমূল ধীর গতিতে হাঁটছে সেই ফেলে আসা বাম-পথে।

উত্তর কলকাতার তৃণমূল ছাত্র পরিষদ সদস্য সাহেব সাহা । পেটের তাগিদে কাজ করতে হলেও পড়া বাদে ধ্যান-জ্ঞান সবটাই গান, গিটার । গান পাগল ছেলেটি এবার তাঁর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী সুদীপের ভোট প্রচারের জন্য লিখলেন গান । কথা এবং সুর লিখলেন নিজেই ৷ এর আগে ২১ জুলাই সমাবেশে গান গেয়েছেন তিনি । সে দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি 'জয়ী' ব্যান্ডের সদস্য হন । এরপর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও গান গেয়েছেন সাহেব। এবার গান গাইলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থীর জন্য ।

সাহেব বলেন, "শুধু বক্তব্য নয়, গানের মাধ্যমে মানুষের মনে আরও গভীর ভাবে পৌঁছানো যায় । বামেদের মতো আমিও তেমন চিন্তাভাবনা করি । গানের মাধ্যমে আন্দোলন থেকে শুরু করে ভোট প্রচার ভালোভাবে করা যায় । শুধু উত্তর কলকাতার জন্য নয় আরও বেশ কয়েকটি কেন্দ্রের জন্য গান বানাচ্ছি । যাতে দলের প্রচার করতে আমার গান কাজে লাগে ।"

স্বরচিত গানের কয়েক লাইন গেয়েও শোনালেন সাহেব । এদিকে, তাঁর জন্যে গান লেখায় আপ্লুত তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, "আমার নিজের সন্তান নেই। এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরাই আমার ভরসা ৷ ওদের নিয়েই আমি চলাফেরা করি ৷ ওরা যা করে তাতেই আমার আনন্দ ।"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.