ETV Bharat / politics

মণিপুরে নীরব, সন্দেশখালি নিয়ে চোখের জল! মোদিকে পালটা তৃণমূল

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 5:58 PM IST

Updated : Mar 1, 2024, 6:32 PM IST

TMC Target Narendra Modi by Citing Manipur Issue: সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আরামবাগে মোদির সেই আক্রমণের পালটা জবাবে মণিপুর প্রসঙ্গ তুলে ধরল তৃণমূল ৷ সোশাল মিডিয়ায় মণিপুর ইস্যু নিয়ে বিজেপি তথা নরেন্দ্র মোদিকে বিঁধল শাসকদল ৷

ETV BHARAT
ETV BHARAT

মোদিকে পালটা তৃণমূল

কলকাতা, 1 মার্চ: হ্যাশট্যাগ 'আয়ে হো তো বাতাকে যাও' ৷ সোশাল মিডিয়ায় এভাবেই নরেন্দ্র মোদির আরামবাগের জনসভার পালটা প্রচারে নামল তৃণমূল কংগ্রেস ৷ যেখানে সন্দেশখালি নিয়ে মোদির বক্তব্যের, পালটা মণিপুর প্রসঙ্গ টেনে আনল শাসকদল ৷ সেখানে উঠে এল ভারতের কুস্তি ফেডারেশনের প্রসঙ্গও ৷ প্রশ্ন তোলা হল, প্রধানমন্ত্রীর উদ্বেগ কি বাছাই করা ঘটনাতেই বেড়ে ওঠে ? এমন নানান প্রশ্ন তৃণমূলের সোশাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে ৷

উল্লেখ্য, সন্দেশখালিতে মহিলাদের বিরুদ্ধে শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারের অভিযোগ নিয়ে আজ আরামবাগে বিজেপির জনসভায় সরব হন মোদি ৷ তিনি বলেন, "সন্দেশখালির বোনদের উপর তৃণমূল অনেক অত্যাচার করেছে ৷ তাঁদের অসম্মান করা হয়েছে ৷ যা উদ্বেগজনক ৷" মোদির এই উদ্বেগপ্রকাশের পালটা কয়েকটি প্রশ্ন এ দিন সোশাল মিডিয়া পোস্টে তুলে ধরে তৃণমূল ৷

সেখানে লেখা হয়,

"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পুরো দেশ আক্রোশে ফেটে পড়েছিল,

যখন মণিপুরে মেয়েদের বিবস্ত্র করার পর, প্যারেড করে হাঁটানো হয়েছিল ৷

যখন উত্তরপ্রদেশে বাচ্চা মেয়েদের পাশবিকভাবে ধর্ষণ করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল ৷

যখন মহিলা কুস্তিগীররা একজন বিজেপি সাংসদের হাতে নিগৃহীত হয়েছিলেন ৷

আপনার উদ্বেগ কি ঘটনা বেছে বেছে আসে, মোদিজি ?

দেশের মেয়েরা কি আপনার নিছক রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার ?"

পাশাপাশি, মোদির আরামবাগের জনসভায় ভিড় নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল ৷ সোশাল মিডিয়া পোস্টে লেখা হয়, "প্রধানমন্ত্রীকে বাংলায় এনে চমক দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি ৷ কিন্তু, তাদের এই প্রয়াস পুরোপুরি ব্যর্থ হয়েছে ৷ প্রধানমন্ত্রী যখন মঞ্চে তখন দেখা গেল সভাস্থলের একটা অর্ধেক অংশই ফাঁকা ৷ আরামবাগ স্পষ্ট করে দেখিয়ে দিল যে বাংলার মানুষের হৃদয়ে বিজেপির কোনও জায়গা নেই ৷" তবে, আসন্ন লোকসভা নির্বাচনে সন্দেশখালি যে বিজেপির এরাজ্যে একটা বড় অস্ত্র হতে চলেছে, তা এদিন স্পষ্ট করে দিলেন মোদি ৷

আরও পড়ুন:

  1. 'আজ অনেক কিছু বলার আছে আমার', 7 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করে বার্তা মোদির
  2. বারাসতে মোদির সভার একদিন আগেই কলকাতায় মিছিল মমতার
  3. সব সীমা পার তৃণমূলের! মোদির হুঙ্কার 'চোটের জবাব, ভোটে দেবেন মানুষ'
Last Updated :Mar 1, 2024, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.