ETV Bharat / politics

ভোটের ময়দানে 'প্যারোডি'র লড়াই, বামেদের নয়া অস্ত্র অ্যানিম্যাল খ্যাত 'জামাল কুদু' - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 1:56 PM IST

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

CPM Election Parody: ভোট এলেই গানের অস্ত্রে শান দেয় রাজনৈতিক দলগুলি ৷ 'টুম্পা সোনা' থেকে 'আন্টাভার' পরে এবারের লোকসভা নির্বাচনকে ঘিরে নতুন 'প্যারোডি' নিয়ে হাজির বামেরা ৷ অ্যানিম্যাল খ্যাত 'জামাল কুদু'র তালে তালে শাসক-বিরোধীদের বিঁধছে সিপিএম ৷

কলকাতা, 15 এপ্রিল: ভোটের ময়দানে দেওয়াল লিখন স্লোগান কিংবা প্রচারের নানা কৌশল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে লড়াই চলে। যার মধ্যে অন্যতম হাতিয়ার হল গান। এবারের লোকসভা নির্বাচনেও সেই গানের লড়াই অব্যাহত । 'প্যারোডি' দিয়েই রাজ্যের শাসক-বিরোধীদের 'কাবু' করতে চাইছে বঙ্গের বামেরা । এবার তাই হিন্দি সিনেমা অ্যানিম্যাল খ্যাত 'জামাল কুদু' গানের সুরে তৃণমূল-বিজেপির কড়া সমালোচনা করল সিপিএম । একই সঙ্গে বামেদের গানের মাধ্যমে সাধারণ মানুষের 'হক রুজি রুটি'র কথা তুলে ধরতে চেয়েছেন শিল্পীরা।

'প্যারোডি' তৈরিতে কাজ করা শিল্পীদের কথায়, "প্রতিবাদের কথা, হকের কথা বলতেই গান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ।" রবিবার রাতে অফিসিয়ালে বামেদের এই গান প্রকাশ করা হয়েছে । যে গানে রাজ্যের চাকরি চুরি, কয়লা চুরির বিরুদ্ধে জোরাল আওয়াজ-সহ লুঠের খতিয়ানের কথা বলা হয়েছে । 'অভিযুক্তরা' রাজনৈতিক দল বদল করলে 'তদন্ত স্থগিত' হয়ে যাওয়ার ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে বামেরা । ঠিক তেমনই সিন্ডিকেট রাজের কারণে অবৈধ বেআইনি হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে । যার অন্যতম ক্ষতি অবৈধ নির্মাণ ভেঙে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে । সেই সামগ্রিক বিষয় নিয়ে শিল্পীরাও মুখ খুলেছেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এবারের সিপিএমের এই গান লিখেছেন রাহুল পাল । তিনি বলেন,"আমরা যে কোনো পরিস্থিতিতে গানের মাধ্যমে আমাদের লড়াইয়ের কথা তুলে ধরি । প্যারোডি তার অন্যতম অস্ত্র । মানুষের চেনা গানের সুরে দাবিদাওয়ার কথা নিয়ে গান আমরা আগেও বানিয়েছি । দেশ এবং রাজ্যের শাসকদল যা পরিস্থিতি তৈরি করেছে তাতে যেকোনো ফর্মে এর বিরুদ্ধে বলতেই হবে । আমরা গান বাঁধতে পারি, তাই গানের মাধ্যমে আমরা আমাদের কথা বলবই ।"

'প্যারোডি'টি গেয়েছেন রিয়া দে । তাঁর বক্তব্য,"গান প্রতিবাদের অন্যতম হাতিয়ার । লাল ঝান্ডার লড়াইতে গান আগেও ছিল । এখনও আছে । আমরা বিভিন্ন ধরনের গান নিয়ে কাজ করি, প্যারোডি তারই একটা অংশ । এই গানের মাধ্যমে আমরা মানুষের কাছে এবার নির্বাচনের বার্তা পৌঁছে দিতে চাই ।" এই গানে গলা মিলিয়েছেন নীলাব্জ নিয়োগীও । তিনি বলেন,"একজন শিল্পী হিসেবে গানের মাধ্যমে আমি আমার প্রতিবাদের কথা ও হকের কথা বলবই ।"

আরও পড়ুন:

  1. 'দিদির দেখা নাই রে, দিদির দেখা নাই !' ফের ভাইরাল বিজেপি বিধায়কের প্যারোডি
  2. 'বসন্ত এসে গেছে'-র সুরে পার্থ-পরেশকে নিয়ে সিপিএমের নতুন প্যারোডি
  3. ফের প্যারোডি অস্ত্রে শান, পুষ্পার ও আন্টাভার তালে পৌরসভার প্রচারে বাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.