ETV Bharat / politics

শাহজাহানের ফোনের কললিস্টে নাম 2 ঘনিষ্ঠের, তাঁদের বাড়িতে ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 6:20 PM IST

Updated : Mar 8, 2024, 7:49 PM IST

ETV BHARAT
ETV BHARAT

CBI raid at two accomplices of Shahjahan: ইডির উপর হামলার তদন্তে শাহজাহানের কললিস্টে যে দুই ঘনিষ্ঠের নাম পাওয়া গিয়েছে, তাঁদের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা । চলল ম‍্যারাথন তল্লাশি অভিযান ।

শাহজাহানের ঘনিষ্ঠদের বাড়িতে ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের

সন্দেশখালি, 8 মার্চ: শেখ শাহজাহানের ফোনের কললিস্টে তাঁর ঘনিষ্ঠ আবু হোসেন মোল্লার নাম ! এ বার সেই কললিস্টের তথ্য পেতে ফোনের খোঁজে শাহজাহান ঘনিষ্ঠ ওই ব‍্যক্তির বাড়িতে পৌঁছে গেল সিবিআই । শুক্রবার দুপুরের দিকে সিবিআইয়ের একটি টিম হানা দেয় সন্দেশখালির ডুগরিপাড়া গ্রামে । এখানেই বাড়ি আবু হোসেন মোল্লার । যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে পৌঁছে শাহজাহান ঘনিষ্ঠ ওই ব‍্যক্তির হদিশ পায়নি । মেলেনি তাঁর ফোনটিও । তবে, বাড়ির বিভিন্ন জিনিসপত্র এবং বিছানা উলটে পালটে দেখা হয় । বাড়ির এক সদস্য বলেন, "কেন সিবিআইয়ের তদন্তকারী দল এখানে এসেছে তা কিছুই বুঝতে পারছি না । দেখে মনে হল, কিছু একটা খুঁজছেন সিবিআইয়ের সদস্যরা । কিন্তু, কী খুঁজছেন সেটা বলতে পারব না ।"

সূত্রের খবর,গত 5 জানুয়ারি সন্দেশখালিতে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর যে হামলা হয়েছিল, তা তৃণমূল নেতা শেখ শাহজাহানের মস্তিষ্কপ্রসূত তা একপ্রকার নিশ্চিত সিবিআইয়ের আধিকারিকরা । কারণ, ঘটনার সময় তিন মিনিটে একাধিক ব‍্যক্তিকে ফোন করেছিলেন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' শাহজাহান । ইতিমধ্যে সেই কললিস্টের তথ্যও এসেছে সিবিআইয়ের হাতে ।

আরও খবর, ওই তিন মিনিটে শাহজাহান যাঁদেরকে ফোন করেছিলেন, তার মধ্যে ডুগরিপাড়া গ্রামের বাসিন্দা আবু হোসেন মোল্লাও রয়েছেন । তিনি শাহজাহানকে 'ভাই' বলে ডাকতেন । শুধু তিনি নন ! সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতও রয়েছেন এই তালিকায় । ঘটনার পর এই দু'জনের সঙ্গে প্রায় দেড় মিনিট কথা হয় শেখ শাহজাহানের । এমনই খবর ইডি সূত্রে । সেই কললিস্ট ঘেঁটে তথ্য পেতে এ বার তদন্তে নেমেছে সিবিআই ।

প্রথমেই কেন্দ্রীয় তদন্তকারী দল পৌঁছে যান ডুগরিপাড়া গ্রামে আবু হোসেন মোল্লার বাড়িতে । যদিও বাড়ির মালিক দুরন্ত আলি মোল্লা । যিনি সম্পর্কে আবু হোসেনের বাবা হন । সিবিআই পৌঁছতেই এ দিন কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়িটি ঘিরে ফেলে । এরপর শুরু হয় তল্লাশি অভিযান । এই বিষয়ে বাড়ির মহিলাদের জিজ্ঞাসাবাদ করা হয় । ডেকে বাড়ির ছাদে নিয়ে আসা হয় আবু হোসেন মোল্লার ছেলেকেও । সেখানে ওই কিশোরের সঙ্গে একান্তে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারীরা । তবে, তদন্তে কী তথ্য উঠে এল তা এখনও স্পষ্ট নয় ৷

এ দিকে, আবু হোসেনের বাড়িতে প্রায় দু'ঘণ্টা তল্লাশি চালিয়ে সেখান থেকে বেরিয়ে সিবিআইয়ের আধিকারিকরা হানা দেন শাহজাহান ঘনিষ্ঠ সফিকুল মোল্লার বাড়িতে । তাঁর বাড়িও ডুগরিপাড়া গ্রামে । সূত্রের খবর, শেখ শাহজাহানের ফোনের কললিস্টে তৃণমূল কর্মী সফিকুলের নাম রয়েছে । সেই সূত্রেই এ বার আবু হোসেনের পর তাঁর বাড়িতেও হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ।

সেই সময় বাড়িতে ছিলেন না সফিকুল । পরিবর্তে তাঁর আত্মীয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ফিরে যেতে হয় তাঁদের । এখানেও তল্লাশিতে সিবিআইয়ের আধিকারিকদের হাতে কী তথ্য উঠে এসেছে তা স্পষ্ট হয়নি ।

অন‍্যদিকে, বাড়ির পাশাপাশি এ দিন সরবেড়িয়াতে 'শেখ শাহজাহান মার্কেট'-এ শাহজাহানের অফিসেও তল্লাশি চালিয়েছে সিবিআই । এর আগে, ওই অফিসে ইডি তল্লাশি চালিয়েছিল । বাজারের বিভিন্ন দোকান থেকে টাকা তুলে এই অফিসেই রাখতেন শাহজাহান ও তাঁর অনুগামীরা । অফিসটি এতদিন তালাবন্ধ অবস্থায় ছিল । শুক্রবার সিবিআইয়ের আধিকারিকরা গিয়ে চাবি জোগাড় করে এবং তালা খুলে ভিতরে ঢোকেন ।

আরও পড়ুন:

  1. বিচারের আশায় শাহজাহান, গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন সন্দেশখালির ‘ত্রাস’
  2. শ্রীঘরে শাহজাহান, এক যুগ পর নারীদিবসে মুক্ত বাতাস সন্দেশখালির আকাশে
  3. শাহজাহানের বাড়ির তালা ভাঙল সিবিআই, তথ্য সংগ্রহে কেন্দ্রীয় ফরেন্সিক টিমও
Last Updated :Mar 8, 2024, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.