ETV Bharat / politics

ম্যারাথন বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত, লোকসভা নির্বাচনে বিজেপির প্রথম প্রার্থী তালিকা শীঘ্রই !

author img

By ANI

Published : Mar 1, 2024, 7:56 PM IST

ETV BHARAT
ETV BHARAT

BJP first candidate list: কেন্দ্রীয় নির্বাচন কমিটির ম্যারাথন বৈঠকে সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত বলে জানা যাচ্ছে ৷ সূত্রের দাবি, খুব শিগগিরই লোকসভা নির্বাচনের জন্য বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৷

নয়াদিল্লি, 1 মার্চ: শীঘ্রই লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি ৷ শুক্রবার ভোরে কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) ম্যারাথন বৈঠক শেষ হয়েছে । সেই বৈঠকেই বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংগঠনের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, রাজ্য সভাপতিরা, ইনচার্জ, সহ-ইনচার্জ এবং নির্বাচনের ইনচার্জরা এই বৈঠকে উপস্থিত ছিলেন । উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, অসম, উত্তরাখণ্ড এবং গোয়ার মুখ্যমন্ত্রী-সহ 17টি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন বৈঠকে ৷

বৈঠকে তেলেঙ্গানা, অসম, গোয়া এবং অন্যান্য বিষয়ে আলোচনা হয় । সূত্র বলছে, বৃহস্পতিবার রাতে প্রায় 155টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে । উত্তরপ্রদেশ বিজেপি সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের 50টি আসন নিয়ে আলোচনা হয়েছে ৷ তবে প্রথম তালিকায় অর্ধেক নাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে দল । এই আসনগুলির মধ্যে উত্তরপ্রদেশে জোটের শরিকদের দেওয়া হয়েছে ছয়টি । আপনা দল (সোনে লাল প্যাটেল) 2টি আসনের জন্য লড়বে, পশ্চিম উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় লোকদল 2টি আসন পেতে পারে, বিএসপি 1টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সঞ্জয় নিষাদের দল 1টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ।

উত্তরাখণ্ডের পাঁচটি আসন নিয়ে সিইসি-তে আলোচনা করা হয়েছে এবং দলের প্রথম তালিকায় নামগুলি ঘোষণা করা যেতে পারে । মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপি নেতা প্রহ্লাদ প্যাটেল এবং বিজেপির রাজ্য সভাপতি ভিডি শর্মাও উপস্থিত ছিলেন বৈঠকে । মধ্যপ্রদেশের সমস্ত অর্থাৎ 29টি আসনের প্রার্থীদের নাম নিয়েই আলোচনা হয়েছে । তেলেঙ্গানার 17 টি আসনের মধ্যে 4-5টি আসনের প্রার্থীদের নিয়ে আলোচনা হয়েছে এবং তাঁরা প্রথম তালিকায় স্থান পাবেন । তিন বর্তমান সাংসদ, জি কিষাণ রেড্ডি, বান্দি সঞ্জয় কুমার এবং অরবিন্দ ধর্মপুরীও আবার টিকিট পেতে পারেন ।

বিজেপি সূত্র আরও জানিয়েছে যে, বৈঠকে অসমের লোকসভা আসনের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে । অসমের 11টি আসনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডিব্রুগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । অসমের আসনগুলি বিজেপির জোট এজিপি এবং ইউপিপিএল-এর জন্যও বরাদ্দ করা হয়েছে । এজিপি বরপেটা এবং ধুবরি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, ইউপিপিএল কোকরাঝার আসন থেকে প্রার্থী দেবে । জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং গোয়ার আসন নিয়েও আলোচনা হয় বৈঠকে । সূত্র জানায়, গোয়ার দুটি আসনের একজন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে । শিগগিরই সিইসির আরও কয়েক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে । (এএনআই)

আরও পড়ুন:

  1. মণিপুরে নীরব, সন্দেশখালি নিয়ে চোখের জল! মোদিকে পালটা তৃণমূল
  2. বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী, প্রার্থী তালিকা আজই ?
  3. সন্দেশখালি নিয়ে তোপ দেগেই রাজভবনে মমতার মুখোমুখি মোদি, বৈঠকে ফিরহাদও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.