ETV Bharat / politics

'ফ্রি বার্ড' তাপস রায় ! ইস্তফা গ্রহণ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 2:28 PM IST

Tapas Roys resignation accepted: দল এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস রায় ৷ পদ্ধতিগত ত্রুটির কারণে তা গৃহিত হয়নি ৷ শেষে বৃহস্পতিবার তাপস রায়ের পদত্যাগ গ্রহণ করলেন অধ্যক্ষ ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 7 মার্চ: তাপস রায়ের পদত্যাগপত্র গ্রহণ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷ প্রকৃত অর্থেই এবার তিনি, 'ফ্রি বার্ড' ! বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ জানান, তিনি তৃণমূল বিধায়কের পদত্য়াগ পত্র গ্রহণ করেছেন ৷ এরপর নিয়ম অনুযায়ী তিনি বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবেন ৷

সোমবার দল এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস রায় ৷ কিন্তু পদ্ধতিগত ত্রুটির কারণে সেই পদত্যাগ পত্র গ্রহণ করেননি বিধানসভার অধ্যক্ষ ৷ যার জেরে আটকে যায় তাপস রায়ের বিধায়ক পদে ইস্তফা পর্ব। তাঁকে ইস্তফা দেওয়ার জন্য বৃহস্পতিবার ফের বিধানসভায় গিয়ে নতুন করে পদত্যাগপত্র জমা দিতেও বলা হয়েছিল ৷ যদিও এর মাঝেই বুধবার বিজেপিতে যোগ দেন তাপস রায় ৷ সেই সময় ইস্তফা প্রসঙ্গে তাপস জানান, তিনি পদত্যাগ করেই বিজেপিতে যাচ্ছেন ৷ অনেকেই বিধায়ক পদে ইস্তফা না দিয়ে অন্য়ান্য দলে যোগ দিয়েছেন ৷ সেটা তিনি করেননি ৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি ওনার পদত্যাগ পত্র গ্রহণ করেছি ৷ বিধানসভার প্রক্রিয়া অনুয়ায়ী এবার আমরা নির্বাচন কমিশনকে জানাব ৷ পরে বিধানসভার অধিবেশন শুরু হলে সেখানেও জানানো হবে ৷" একই সঙ্গে, অন্যদলের থেকে ভোটে দাঁড়াতে তাপস রায়ের আর কোনও অসুবিধা নেই বলেও জানান বিধানসভার অধ্যক্ষ ৷

প্রসঙ্গত, গত সোমবার বিধানসভায় গিয়ে নিজের ইস্তফা জমা দিয়েছিলেন তাপস রায় । এরপর গতকাল এই নিয়ে চূড়ান্ত শুনানির কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায় । বুধবার বিকেল তিনটেয় তাঁকে বিধানসভায় যেতে বলা হয়েছিল । সেইমতো এদিন বিধানসভায় এলেও শেষ মুহূর্তে পদ্ধতিগত ত্রুটির কারণে তাপস রায়ের পদত্যাগের বিষয়টি ঝুলেই ছিল। বিধানসভা সূত্রে খবর ছিল, নিজের পদত্যাগ পত্র টাইপ করে জমা করেছিলেন তাপস রায় । স্বাক্ষর করলেও নিজে হাতে লিখে পদত্যাগ পত্র জমা করতে হয় অধ্যক্ষের কাছে। সেই কারণেই তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। নতুন করে আবার তাঁকে হাতে লিখে পদত্যাগ পত্র জমা করতে হয় । সেই ইস্তফাই গ্রহণ করেছে অধ্যক্ষ ৷

আরও পড়ুন:

  1. আজও গৃহীত হল না পদত্যাগ, তৃণমূল বিধায়ক হয়েই বিজেপিতে যোগ তাপসের
  2. ফুলবদল নিশ্চিত তাপস রায়ের, বুধ-সন্ধ্যায় গেরুয়া শিবিরে যোগদান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.