ETV Bharat / politics

তমলুকে শুভেন্দুর মিছিল থেকে চাকরিহারাদের উপর হামলার অভিযোগ - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 10:32 PM IST

Lok Sabha Election 2024: তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন পেশের আগে মিছিল করলেন শুভেন্দু অধিকারী ৷ আর সেই মিছিল থেকে এসএসসি'র চাকরিহারাদের ধরনা মঞ্চে হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷

ETV BHARAT
আহত আন্দোলনকারী এসএসসি-র চাকরিহারা (নিজস্ব চিত্র)

শুভেন্দু অধিকারীর মিছিল থেকে এসএসসি-র চাকরিহারাদের উপর হামলার অভিযোগ (ইটিভি ভারত)

তমলুক, 4 মে: তমলুকের হাসপাতাল মোড়ে এসএসসি'র চাকরিহারাদের আন্দোলন মঞ্চে ইট ছোড়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর মিছিল থেকে ৷ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী চাকরিহারা আহত হয়েছেন ৷ শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন পেশ করেন ৷ মিছিল করে সেখানেই যাচ্ছিলেন শুভেন্দু ৷

অভিযোগ মিছিল থেকে চাকরিহারাদের 'চোর-চোর' বলে কটাক্ষ করা হয় ৷ পালটা বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয় আন্দোলনকারীরা ৷ যাকে কেন্দ্র করে দু’তরফে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ বিজেপি বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর ইট ছোড়ার অভিযোগ করা হয় ৷ এমনকী আন্দোলন মঞ্চে থাকা চেয়ার-টেবিল ভাঙার অভিযোগও উঠেছে ৷ এই ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে পালটা চাকরি কেড়ে নেওয়ার অভিযোগে স্লোগান দেয় তৃণমূল সমর্থক আন্দোলনকারীরা ৷

যদিও, প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি এমন কোনও ঘটনাই গেরুয়া শিবিরের মিছিল থেকে ঘটেনি ৷ শুভেন্দু অধিকারীর মিছিল থেকে কোনও ইট আন্দোলনকারীদের উপর ছোড়া হয়নি বলে দাবি তাঁর ৷ তবে, সেই আন্দোলন মঞ্চে থাকা সকলকে ভুয়ো বলে দাবি করেছেন অভিজিৎ ৷ তাঁর দাবি, "সব সাজানো লোকজন ৷ ওদের কারও চাকরি যায়নি ৷ ডামি বসে আছে ৷ এদের রোল নম্বরগুলি নিয়ে আসুন, দেখতে পারবেন ৷ ওরা তৃণমূলের সাজানো লোক ৷"

এ প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্যকে হাতিয়ার করে অভিজিৎ মুখ্য়মন্ত্রীকে নিশানা করেন ৷ তিনি বলেন, "ওদের কুণাল ঘোষই তো বলে গেছেন, 2021 সাল থেকে এই চুরি চলছে ৷ আমি তো হাইকোর্টে বসে 2022 সালে এটা ধরেছি ৷ নির্বাচনের আগে থেকে চলছে ৷ ওদের কে মুখ্যমন্ত্রী আছেন, সে সব জানে ৷ সবাই ধরা পড়বে আশা করি ৷" শনিবার তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে মনোনয়ন দাখিল করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ ছাউনি দেওয়া প্রচার ভ্যানে মিছিল করে মনোনয়ন পেশ করতে যান তিনি ৷ সঙ্গে ছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এবং বিধায়ক অশোক দিন্দা ৷ শুভেন্দু অধিকারী আলাদা মিছিল করে, তাঁর মনোনয়ন পেশে যোগ দেন ৷

আরও পড়ুন:

  1. '2 হাজার টাকার বিনিময়ে অভিযোগ করেছেন সন্দেশখালির মহিলারা', দাবি অভিষেকের
  2. ‘যোগ্য’ চাকরিহারাদের আইনি সাহায্য করবে বিজেপি, ঘোষণা মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.