বাল্টিমোর, 26 মার্চ: মালবাহী জাহাজের ধাক্কায় হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ল সেতু ৷ মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে বাল্টিমোরে ৷ এই ঘটনার জেরে সেতু থেকে বেশ কয়েকটি গাড়ি নীচে নদীতে পড়ে যায় । অন্তত সাতজন ঘটনার পর থেকে নিখোঁজ ৷ উদ্ধারকারী দল তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে । জাহাজটি নদীর তলা থেকে যাওযার সময় ফ্রান্সিস স্কট কী ব্রিজের একটি স্তম্ভে গিয়ে আঘাত করেছে বলে মনে করা হচ্ছে ৷ যার ফলে সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়ে জলে তলিয়ে গিয়েছে ৷ সোশাল মিডিযায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিয়ো ৷ তাতে দেখা যাচ্ছে, সেতুতে ধাক্কা মারার পর জাহাজে আগুন ধরে যায় এবং সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলে ডুবে যায় ।
জানা গিয়েছে, প্যাটাপস্কো নদীর উপর দিয়ে এই সেতুটি 1977 সালে চালু হয়েছিল ৷ এটি একটি গুরুত্বপূর্ণ সেতু, যা বাল্টিমোর বন্দরের সঙ্গে পূর্ব উপকূলে জাহাজ চলাচলের একটি মূল কেন্দ্র । দ্য স্টার-স্প্যাংল্ড ব্যানারের লেখকের নামে এটির নামকরণ করা হয়েছে । বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের কমিউনিকেশন ডিরেক্টর কেভিন কার্টরাইট দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, "ভয়াবহ জরুরি অবস্থার সম্মুখীণ হয়েছি আমরা । এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য নিঁখোজদের উদ্ধার করা ।"
তিনি জানান, অন্তত সাতজন জলে পড়ে গিয়েছেন ৷ তবে ঘটনায় সঠিক কতজন আক্রান্ত হয়েছে তা এখনই বলা যাবে না । তিনি সেতু ভেঙে পড়ার ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছেন । তিনি বলেন, "এজেন্সিগুলি রাত দেড়টার দিকে 911তে ফোন পায় ৷ তাতে বলা হয়, বাল্টিমোর থেকে ছেড়ে যাওয়া একটি জাহাজ সেতুর একটি স্তম্ভে ধাক্কা মেরেছে । সেই সময় সেতুর উপর ট্রাক্টর-ট্রেলার ট্রাক-সহ বেশ কয়েকটি যানবাহন ছিল ৷ সেগুলি নীচে পড়ে যায় ৷"
মেয়র ব্র্যান্ডন এম স্কট এবং বাল্টিমোর কাউন্টির এক্সিকিউটিভ জনি ওলসজেউস্কি জুনিয়র জানিয়েছেন যে উদ্ধারকারী দল কাজ করছে এবং নিঁখোজদের উদ্ধারের চেষ্টা চলছে । আই-695 কী সেতুতে ঘটনার জন্য সমস্ত রাস্তা উভয় দিক বন্ধ করে দিয়েছে । ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ এমনটাই মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি সোশাল সাইট এক্সে পোস্ট করে জানিয়েছে ।
আরও পড়ুন: