ETV Bharat / health

মুখের চর্বি ও শরীরের ওজন কমাতে চান? খাদ্যাভ্যাসে রাখতে পারেন চুংইগাম

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 7:45 PM IST

Health Benefits Of chewing gum: আমাদের বেশিরভাগেরই নিয়মিতভাবে চুংইগাম চিবানোর অভ্যাস রয়েছে । যদিও কেউ কেউ তাদের শ্বাস সতেজ রাখার জন্য এটি করে, অন্যরা ক্ষুধার্ত বোধ না করার জন্য এটি করতে পারে । জেনে নিন, এর উপকারী দিকগুলি ৷

Health Benefits Of chewing gum News
জেনে নিন চুংইগাম খাওয়ার উপকারিতা

হায়দরাবাদ: চুইংগাম খাওয়া অনেকেরই অভ্যাস। তবে চিকিৎসকেরা বলে থাকেন এটি স্বাস্থ্যের জন্য ভালো নয় ৷ কিন্তু চিকিৎসকদের মতামতের বিরুদ্ধে গিয়ে আবার কেউ কেউ চুইংগাম চিবোনোর পরামর্শ দেন। কারণ, চুইংগাম মুখের মেদ কমাতে সাহায্য করে । জেনে নিন, কীভাবে চুইংগাম মুখের চর্বি কমায় (How chewing gum reduces face fat) ।

ক্যালোরি কমাতে সাহায্য় করে: যখন আপনি চুইংগাম চিবিয়ে থাকেন তখন আপনার পুরো চোয়ালের ব্যায়াম হয়। যা ক্যালোরি খরচে সাহায্য করতে পারে । এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র চুইংগাম ওজন কমানোর জন্য যথেষ্ট নয়। স্বাস্থ্যকর খাদ্য এবং ব্যায়াম ছাড়াও আপনি চুইংগামকে আপনার ওজন কমানোর যাত্রার একটি অংশ করতে পারেন ।

খিদে কমাতে সাহায্য় করে: অনেকেই খিদে কমাতে চুইংগাম চিবিয়ে থাকেন । এটি মস্তিষ্কের জন্যও উপকারী । এটি চিবিয়ে খেলে মানসিক চাপও কমে । খাবার খাওয়ার পরও কারও কারও একটু খাওয়ার ইচ্ছা থাকে । এর ফলে ওজন দ্রুত বাড়তে পারে । এক্ষেত্রে চুইংগাম চিবোনো যেতে পারে। এটি খিদে কমিয়ে দেয় । যাতে আপনি অতিরিক্ত খাওয়া এড়াতে পারেন ।

মুখের চর্বি কমাতে সাহায্য় করে: ওজন কমাতে এবং মুখের চর্বি কমাতে চুইংগাম খুবই সহায়ক হতে পারে । তাই ওজন কমাতে চাইলে চুইংগাম চিবোতে পারেন ।

ক্লান্তি দূর করতে সাহায্য় করে: ক্লান্ত বোধ করলে চুইংগাম চিবানো উচিত । এটি চিবালে চোয়ালের ব্যায়াম হয় ফলে আপনাকে চনমনে রাখতে সাহায্য় করবে ৷

নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে: আপনি যদি মুখের দুর্গন্ধে অস্থির হয়ে থাকেন তাহলে এই সমস্যা দূর করতে চুইংগাম ব্যবহার করতে পারেন । এটি বাজে গন্ধ থেকে মুক্তি পেতে সাহায্য করে ।

আরও পড়ুন:

  1. জট খুলবে মস্তিষ্কের, শানিত হবে বুদ্ধি; পাতে এই খাবারগুলি থাকলেই কেল্লাফতে
  2. বিপাকীয় ব্য়াধি মানসিক চাপের সঙ্গে জড়িত, কী বলছে গবেষণা
  3. কোন সময়ে হাঁটা শরীরের জন্য উপকারী ? জেনে নিন বিশেষজ্ঞর মতামত

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.