ETV Bharat / entertainment

বদ্রিনাথ কি দুলহানিয়ার 7 বছর পূর্তি, বরুণের পোস্টে কী প্রতিক্রিয়া আলিয়ার

Badrinath Ki Dulhania Completes 7 Years: আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান অভিনীত বদ্রিনাথ কি দুলহানিয়া মুক্তির পর 7 বছর পূরণ করল ৷ প্রযোজকের ভিডিয়ো পোস্টে কী করলেন বরুণ ? আর কী প্রতিক্রিয়া দিলেন আলিয়া, জানতে প্রতিবেদনটি পড়ুন।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 12:57 PM IST

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 10 মার্চ: রোমান্টিক ড্রামা ফিল্ম বদ্রিনাথ কি দুলহানিয়া রবিবার মুক্তির পর সাত বছর পূর্ণ করল । এই ছবির প্রধান চরিত্রে ছিলেন বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট ৷ এ দিনের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ধর্মা প্রোডাকশনস ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ ক্য়াপশনে লেখা হয়েছে, "দুই প্রেমিকের গল্প যাঁরা একসঙ্গে অসংখ্য বাধা অতিক্রম করে জয়লাভ করে এবং একে অপরের 'হামসফর' হয়ে ওঠে !"

বরুণ ধাওয়ান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "7 বছর আগে শশাঙ্ক খৈতান এবং আলিয়া ভাট আমার সঙ্গে কাজ করে একটি দুর্দান্ত সময় কাটিয়েছিলেন । আমিও তাঁদের সঙ্গ উপভোগ করেছি । বদ্রীনাথ কি দুলহানিয়া ।" আলিয়া বরুণের এই স্টোরির জবাব দিয়ে লিখেছেন, "বরাবরের মতো বিনয়ী বরণ ধাওয়ান ৷" এরপর বেশ কিছু হাস্যকর ইমোজি দিয়েছেন আলিয়া ৷

Badrinath Ki Dulhania Completes 7 Years
বরুণের পোস্টে আলিয়ার প্রতিক্রিয়া

ছবিটি পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতান, আর প্রযোজনা করেছিলেন করণ জোহর । এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সাহিল বৈদ ৷ যা তাঁকে দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা এনে দিয়েছিল ৷ 2017 সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ার এবং হাম্পটি শর্মা কি দুলহানিয়ার পরে আলিয়া এবং বরুণের তৃতীয় জুটির ছবি ।

ছবিটি বরুণ ধাওয়ান অভিনীত বদ্রি এবং আলিয়া ভাট অভিনীত বৈদেহীকে কেন্দ্র করে তৈরি হয়েছে । ছবিতে বদ্রী বৈদেহীকে বিয়ে করতে চান, কিন্তু তিনি তাঁর এয়ার হোস্টেস হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে পারেননি ৷ ছবিটি দারুণ হিট হয়েছে এবং সমালোচক ও দর্শক উভয়ের দ্বারা প্রশংসিত হয়েছে ৷

আগামী দিনে, বরুণকে পরবর্তী অ্যাকশন থ্রিলার ফিল্ম বেবি জনে দেখা যাবে, যেটি চলতি বছর 31 মে মুক্তি পেতে চলেছে ৷ তা ছাড়াও, তাঁর একটি ওয়েব সিরিজ সিটাডেল এবং জাহ্নবী কাপুরের সঙ্গে একটি রোমান্টিক ড্রামা ফিল্ম সানি সংস্কৃতি কি তুলসী কুমারী হাতে রয়েছে ৷ অন্যদিকে, আলিয়া পরবর্তীতে চলচ্চিত্র নির্মাতা ভাসান বালার জিগরা এবং পরিচালক সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ারে অভিনয় করছেন ৷

আরও পড়ুন:

  1. কেরিয়ারের সবচেয়ে বড় ছবির শুটিং শুরুর আগে এ কী করলেন কার্তিক !
  2. বক্সঅফিসে আশার আলো দেখাচ্ছে 'শয়তান', প্রথমদিনে কত আয় ?
  3. সাইবার ক্রাইম সতর্কতায় ঋতুপর্ণার 'নজরবন্দি'

হায়দরাবাদ, 10 মার্চ: রোমান্টিক ড্রামা ফিল্ম বদ্রিনাথ কি দুলহানিয়া রবিবার মুক্তির পর সাত বছর পূর্ণ করল । এই ছবির প্রধান চরিত্রে ছিলেন বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট ৷ এ দিনের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ধর্মা প্রোডাকশনস ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ ক্য়াপশনে লেখা হয়েছে, "দুই প্রেমিকের গল্প যাঁরা একসঙ্গে অসংখ্য বাধা অতিক্রম করে জয়লাভ করে এবং একে অপরের 'হামসফর' হয়ে ওঠে !"

বরুণ ধাওয়ান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "7 বছর আগে শশাঙ্ক খৈতান এবং আলিয়া ভাট আমার সঙ্গে কাজ করে একটি দুর্দান্ত সময় কাটিয়েছিলেন । আমিও তাঁদের সঙ্গ উপভোগ করেছি । বদ্রীনাথ কি দুলহানিয়া ।" আলিয়া বরুণের এই স্টোরির জবাব দিয়ে লিখেছেন, "বরাবরের মতো বিনয়ী বরণ ধাওয়ান ৷" এরপর বেশ কিছু হাস্যকর ইমোজি দিয়েছেন আলিয়া ৷

Badrinath Ki Dulhania Completes 7 Years
বরুণের পোস্টে আলিয়ার প্রতিক্রিয়া

ছবিটি পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতান, আর প্রযোজনা করেছিলেন করণ জোহর । এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সাহিল বৈদ ৷ যা তাঁকে দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা এনে দিয়েছিল ৷ 2017 সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ার এবং হাম্পটি শর্মা কি দুলহানিয়ার পরে আলিয়া এবং বরুণের তৃতীয় জুটির ছবি ।

ছবিটি বরুণ ধাওয়ান অভিনীত বদ্রি এবং আলিয়া ভাট অভিনীত বৈদেহীকে কেন্দ্র করে তৈরি হয়েছে । ছবিতে বদ্রী বৈদেহীকে বিয়ে করতে চান, কিন্তু তিনি তাঁর এয়ার হোস্টেস হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে পারেননি ৷ ছবিটি দারুণ হিট হয়েছে এবং সমালোচক ও দর্শক উভয়ের দ্বারা প্রশংসিত হয়েছে ৷

আগামী দিনে, বরুণকে পরবর্তী অ্যাকশন থ্রিলার ফিল্ম বেবি জনে দেখা যাবে, যেটি চলতি বছর 31 মে মুক্তি পেতে চলেছে ৷ তা ছাড়াও, তাঁর একটি ওয়েব সিরিজ সিটাডেল এবং জাহ্নবী কাপুরের সঙ্গে একটি রোমান্টিক ড্রামা ফিল্ম সানি সংস্কৃতি কি তুলসী কুমারী হাতে রয়েছে ৷ অন্যদিকে, আলিয়া পরবর্তীতে চলচ্চিত্র নির্মাতা ভাসান বালার জিগরা এবং পরিচালক সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ারে অভিনয় করছেন ৷

আরও পড়ুন:

  1. কেরিয়ারের সবচেয়ে বড় ছবির শুটিং শুরুর আগে এ কী করলেন কার্তিক !
  2. বক্সঅফিসে আশার আলো দেখাচ্ছে 'শয়তান', প্রথমদিনে কত আয় ?
  3. সাইবার ক্রাইম সতর্কতায় ঋতুপর্ণার 'নজরবন্দি'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.