ETV Bharat / entertainment

কেরিয়ারের সবচেয়ে বড় ছবির শুটিং শুরুর আগে এ কী করলেন কার্তিক !

Bhool Bhulaiyaa 3 Shooting: শনিবার তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ভুল ভুলাইয়া 3-এর শুটিং শুরু করলেন কার্তিক আরিয়ান । তবে তাঁর আগে ভগবানের দরবারে দেখা গেল 'রুহ বাবা'কে ৷ হাত জোড় করে আশীর্বাদ চেয়ে নিলেন অভিনেতা ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 9:24 AM IST

Updated : Mar 11, 2024, 5:30 AM IST

Kartik Aaryan
কার্তিক আরিয়ান

হায়দরাবাদ, 9 মার্চ: রুপোলি পর্দায় প্রথমবার একসঙ্গে আসছেন বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান ৷ আজ থেকে 'ভুল ভুলাইয়া 3'-এর শুটিং শুরু করলেন বলিউডের 'রুহ বাবা' ৷ এর আগে 'ভুল ভুলাইয়া 2' ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়ে অনুরাগীদের মুগ্ধ করেছিলেন এই অভিনেতা ৷ তারপরে ফের 'ভুলভুলাইয়া'র ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷

শনিবার শুটিং শুরুর কথা সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানিয়েছেন বলিউডের চকলেট বয় ৷ সঙ্গে পুজো দেওয়ার একটি ছবি শেয়ার করেছেন তিনি ৷ যা দেখে বোঝা যাচ্ছে বাড়িতে পুজো দিয়ে তিনি ছবির কাজ শুরু করতে চলেছেন ৷ পোস্টে কার্তিক লেখেন, "আজ আমি আমার কেরিয়ারের সবচেয়ে বড় ছবি 'ভুল ভুলাইয়া 3'র কাজ শুরু করতে যাচ্ছি ৷"

এর আগে ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে কার্তিক একটি অনুরাগীদের এডিটেড ভিডিয়ো শেয়ার করেছিলেন ৷ 'ভুল ভুলাইয়া'- 1 ও 2 এর দুটি ক্লিপ দিয়ে ওই ভিডিয়োটি তৈরি করা হয়েছিল ৷ 'ভুল ভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে ছিলেন বিদ্যা বালান ৷ সেখানে তাঁকে মঞ্জুলিকা রূপে দেখা গিয়েছিল ৷ দ্বিতীয় ছবিতে মঞ্জুলিকার মতো রূপ শেয়ার করেছিলেন কার্তিক আরিয়ান ৷ ওই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন , "এটা সত্যি হতে চলেছে ৷ আবারও 'ভুল ভুলাইয়া'র দুনিয়ায় ফিরছে মঞ্জুলিকা ৷ বিদ্যা বালানকে এই টিমে পেয়ে আপ্লুত ৷"

'ভুল ভুলাইয়া 3' পরিচালনা করতে চলেছেন আনিস বাজমি । এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালানকেও । পাশাপাশি অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরিও 'ভুল ভুলাইয়া 3' কাস্টে যোগ দিচ্ছেন বলে কার্তিক জানিয়েছিলেন ৷ কিয়ারা আদবানির পরিবর্তে প্রধান অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করবেন তৃপ্তি দিমরি । কবির খান পরিচালিত কার্তিক আরিয়ানের পরবর্তী ছবি 'চান্দু চ্যাম্পিয়ন' জুনে মুক্তি পেতে চলেছে ৷

আরও পড়ুন:

  1. রাজবাড়িতেই ফিরছে মঞ্জুলিকা বিদ্যা-কার্তিক, 'ভুলভুলাইয়া 3' মুক্তির তারিখ প্রকাশ্যে
  2. জন্মদিনে 'প্রিয়'কে নিয়ে ছবি কার্তিকের, ভক্তদের ভালোবাসাকে 'কৃতজ্ঞতা' জানালেন হার্টথ্রব
  3. নারী দিবসে বিশেষ উপহার 'মেরি ক্রিসমাস' টিমের, ওটিটিতে আসছে ক্যাটরিনা-বিজয়ের ছবি

হায়দরাবাদ, 9 মার্চ: রুপোলি পর্দায় প্রথমবার একসঙ্গে আসছেন বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান ৷ আজ থেকে 'ভুল ভুলাইয়া 3'-এর শুটিং শুরু করলেন বলিউডের 'রুহ বাবা' ৷ এর আগে 'ভুল ভুলাইয়া 2' ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয়ে অনুরাগীদের মুগ্ধ করেছিলেন এই অভিনেতা ৷ তারপরে ফের 'ভুলভুলাইয়া'র ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷

শনিবার শুটিং শুরুর কথা সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানিয়েছেন বলিউডের চকলেট বয় ৷ সঙ্গে পুজো দেওয়ার একটি ছবি শেয়ার করেছেন তিনি ৷ যা দেখে বোঝা যাচ্ছে বাড়িতে পুজো দিয়ে তিনি ছবির কাজ শুরু করতে চলেছেন ৷ পোস্টে কার্তিক লেখেন, "আজ আমি আমার কেরিয়ারের সবচেয়ে বড় ছবি 'ভুল ভুলাইয়া 3'র কাজ শুরু করতে যাচ্ছি ৷"

এর আগে ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে কার্তিক একটি অনুরাগীদের এডিটেড ভিডিয়ো শেয়ার করেছিলেন ৷ 'ভুল ভুলাইয়া'- 1 ও 2 এর দুটি ক্লিপ দিয়ে ওই ভিডিয়োটি তৈরি করা হয়েছিল ৷ 'ভুল ভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে ছিলেন বিদ্যা বালান ৷ সেখানে তাঁকে মঞ্জুলিকা রূপে দেখা গিয়েছিল ৷ দ্বিতীয় ছবিতে মঞ্জুলিকার মতো রূপ শেয়ার করেছিলেন কার্তিক আরিয়ান ৷ ওই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন , "এটা সত্যি হতে চলেছে ৷ আবারও 'ভুল ভুলাইয়া'র দুনিয়ায় ফিরছে মঞ্জুলিকা ৷ বিদ্যা বালানকে এই টিমে পেয়ে আপ্লুত ৷"

'ভুল ভুলাইয়া 3' পরিচালনা করতে চলেছেন আনিস বাজমি । এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালানকেও । পাশাপাশি অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরিও 'ভুল ভুলাইয়া 3' কাস্টে যোগ দিচ্ছেন বলে কার্তিক জানিয়েছিলেন ৷ কিয়ারা আদবানির পরিবর্তে প্রধান অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করবেন তৃপ্তি দিমরি । কবির খান পরিচালিত কার্তিক আরিয়ানের পরবর্তী ছবি 'চান্দু চ্যাম্পিয়ন' জুনে মুক্তি পেতে চলেছে ৷

আরও পড়ুন:

  1. রাজবাড়িতেই ফিরছে মঞ্জুলিকা বিদ্যা-কার্তিক, 'ভুলভুলাইয়া 3' মুক্তির তারিখ প্রকাশ্যে
  2. জন্মদিনে 'প্রিয়'কে নিয়ে ছবি কার্তিকের, ভক্তদের ভালোবাসাকে 'কৃতজ্ঞতা' জানালেন হার্টথ্রব
  3. নারী দিবসে বিশেষ উপহার 'মেরি ক্রিসমাস' টিমের, ওটিটিতে আসছে ক্যাটরিনা-বিজয়ের ছবি
Last Updated : Mar 11, 2024, 5:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.