ETV Bharat / entertainment

বক্সঅফিসে আশার আলো দেখাচ্ছে 'শয়তান', প্রথমদিনে কত আয় ?

Shaitaan Box Office Collection : মুক্তির পর বক্সঅফিসে আশার আলো দেখাচ্ছে বিকাশ বহেল পরিচালিত 'শয়তান' ৷ অজয় দেবগণ, আর মাধবন, জ্যোতিকা অভিনীত এই ছবি প্রথম দিনেই ভারতে আয় করে নিয়েছে 14 কোটি টাকার বেশি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 8:39 PM IST

Etv Bharat
বক্সঅফিসে 'শয়তান'

হায়দরাবাদ, 9 মার্চ: শুক্রবার মুক্তি পেয়েছে 'শয়তান' ৷ বশীকরণ বা কালা জাদু, শব্দটার সঙ্গে অ-প্রাকৃতিক শক্তি জড়িয়ে থাকলেও, আধুনিক সময়ে সেই কথার মানে কতখানি পরিবর্তন হয়েছে তা তুলে ধরেছেন পরিচালক বিকাশ বহেল ৷ বক্সঅফিসে প্রথম দিনেই এই ছবি নজর কেড়েছে দর্শকদের ৷ একদিনেই এই ছবি ঘরে তুলেছে 15 কোটির কাছাকাছি ৷

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী ভারতে 'শয়তান' প্রথম দিন আয় করেছে 14.5 কোটি টাকা ৷ ইতিমধ্যেই দ্বিতীয় দিনে 1 লাখ 95 হাজারটি টিকিট বিক্রি হয়েছে এই ছবির ৷ অর্থাৎ দ্বিতীয় দিনে 4.90 কোটি টাকা ঢুকে গিয়েছে নির্মাতাদের ঘরে ৷ একই দিনে মুক্তি পেয়েছে রণদীপ হুডা ও ইলিয়ানা ডিক্রুজ অভিনীত 'তেরা ক্যায়া হোগা লাভলি' ৷ এই ছবি বক্সঅফিসে দর্শকদের মন কাড়তে সক্ষম হয়নি ৷ তাই শয়তান একটা ভালো ফিডব্যাক পাচ্ছে বলে মত সিনে বিশেষজ্ঞদের ৷ অজয় দেবগণ, আর মাধবন, জ্যোতিকা অভিনীত এই ছবি ভয়ের নতুন উদাহরণ তৈরি করেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, এর আগে অজয় দেবগণের ভোলা ছবি প্রথম দিনের আয়ের নিরিখে ঘরে তুলেছিল 11 কোটি টাকা ৷ মোট এই ছবির আয় হয় 90 কোটি টাকা ৷ তবে শয়তান-এর বক্সঅফিসকে অজয় অভিনীত দৃশ্যম 2 ছবির বক্সঅফিসের সঙ্গে তুলনা করা যেতে পারে ৷ কারণ এই ছবি প্রথম দিন আয় করেছিল 15.38 কোটি টাকা ৷ দৃশ্যম 2 ভারতে মোট আয় করে 239 কোটি টাকা ৷

ছবির ট্রেলারে দেখানো হয়েছে অজয় দেবগণ ও জ্যোতিকার বাড়িতে অতিথি হিসাবে আসেন আর মাধবন ৷ তাঁর উপস্থিতিতে অজয়-জ্যোতিকার মেয়ের সঙ্গে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা ৷ জানা যায়, আর মাধবন, নাকি তাঁকে বশীকরণ করেছে ৷ মেয়ের সম্মুখ বিপদ যতক্ষণে তাঁরা বুঝেছেন ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেকটাই ৷ মাধবনের এই পরিবারকে ক্ষতি করার কী উদ্দেশ্য সেই রহস্যের সমাধান সিনেমা দেখলেই বোঝা যাবে ৷ তাই এই উইকএন্ডে প্ল্যান করতেই পারেন 'শয়তান' দেখার ৷

আরও পড়ুন

1. নারী দিবসে বিশেষ উপহার 'মেরি ক্রিসমাস' টিমের, ওটিটিতে আসছে ক্যাটরিনা-বিজয়ের ছবি

2. জন্মদিনে প্রকাশিত হল না প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক', কারণ দর্শালেন মেয়ে

3. 'কেরিয়ার তৈরিতে প্রয়োজন চ্যালেঞ্জিং ক্যারেক্টর', 'হীরামান্ডি' নিয়ে খুশি সোনাক্ষী

হায়দরাবাদ, 9 মার্চ: শুক্রবার মুক্তি পেয়েছে 'শয়তান' ৷ বশীকরণ বা কালা জাদু, শব্দটার সঙ্গে অ-প্রাকৃতিক শক্তি জড়িয়ে থাকলেও, আধুনিক সময়ে সেই কথার মানে কতখানি পরিবর্তন হয়েছে তা তুলে ধরেছেন পরিচালক বিকাশ বহেল ৷ বক্সঅফিসে প্রথম দিনেই এই ছবি নজর কেড়েছে দর্শকদের ৷ একদিনেই এই ছবি ঘরে তুলেছে 15 কোটির কাছাকাছি ৷

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী ভারতে 'শয়তান' প্রথম দিন আয় করেছে 14.5 কোটি টাকা ৷ ইতিমধ্যেই দ্বিতীয় দিনে 1 লাখ 95 হাজারটি টিকিট বিক্রি হয়েছে এই ছবির ৷ অর্থাৎ দ্বিতীয় দিনে 4.90 কোটি টাকা ঢুকে গিয়েছে নির্মাতাদের ঘরে ৷ একই দিনে মুক্তি পেয়েছে রণদীপ হুডা ও ইলিয়ানা ডিক্রুজ অভিনীত 'তেরা ক্যায়া হোগা লাভলি' ৷ এই ছবি বক্সঅফিসে দর্শকদের মন কাড়তে সক্ষম হয়নি ৷ তাই শয়তান একটা ভালো ফিডব্যাক পাচ্ছে বলে মত সিনে বিশেষজ্ঞদের ৷ অজয় দেবগণ, আর মাধবন, জ্যোতিকা অভিনীত এই ছবি ভয়ের নতুন উদাহরণ তৈরি করেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, এর আগে অজয় দেবগণের ভোলা ছবি প্রথম দিনের আয়ের নিরিখে ঘরে তুলেছিল 11 কোটি টাকা ৷ মোট এই ছবির আয় হয় 90 কোটি টাকা ৷ তবে শয়তান-এর বক্সঅফিসকে অজয় অভিনীত দৃশ্যম 2 ছবির বক্সঅফিসের সঙ্গে তুলনা করা যেতে পারে ৷ কারণ এই ছবি প্রথম দিন আয় করেছিল 15.38 কোটি টাকা ৷ দৃশ্যম 2 ভারতে মোট আয় করে 239 কোটি টাকা ৷

ছবির ট্রেলারে দেখানো হয়েছে অজয় দেবগণ ও জ্যোতিকার বাড়িতে অতিথি হিসাবে আসেন আর মাধবন ৷ তাঁর উপস্থিতিতে অজয়-জ্যোতিকার মেয়ের সঙ্গে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা ৷ জানা যায়, আর মাধবন, নাকি তাঁকে বশীকরণ করেছে ৷ মেয়ের সম্মুখ বিপদ যতক্ষণে তাঁরা বুঝেছেন ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেকটাই ৷ মাধবনের এই পরিবারকে ক্ষতি করার কী উদ্দেশ্য সেই রহস্যের সমাধান সিনেমা দেখলেই বোঝা যাবে ৷ তাই এই উইকএন্ডে প্ল্যান করতেই পারেন 'শয়তান' দেখার ৷

আরও পড়ুন

1. নারী দিবসে বিশেষ উপহার 'মেরি ক্রিসমাস' টিমের, ওটিটিতে আসছে ক্যাটরিনা-বিজয়ের ছবি

2. জন্মদিনে প্রকাশিত হল না প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক', কারণ দর্শালেন মেয়ে

3. 'কেরিয়ার তৈরিতে প্রয়োজন চ্যালেঞ্জিং ক্যারেক্টর', 'হীরামান্ডি' নিয়ে খুশি সোনাক্ষী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.