ETV Bharat / entertainment

প্রতারণা ও বিশ্বাসঘাতকতার শিকার জাহ্নবী, কীভাবে নিজেকে রক্ষা করবেন ? - Ulajh Teaser

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 6:20 PM IST

Ulajh Teaser Out: তাঁর দেশের জন্য লড়াই করছেন জাহ্নবী কাপুর ৷ এরই মধ্যে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার বেড়াজালে জড়িয়ে পড়েছেন তিনি ৷ মুক্তির পথ কী ? জানা যাবে 5 জুলাই ৷ তার আগে বুধবার সামনে এল জাহ্নবী কাপুর অভিনীত উলজ ছবির টিজার ৷

Janhvi Kapoor
Janhvi Kapoor

হায়দরাবাদ, 17 এপ্রিল: 57 সেকেন্ডের টানটান উত্তেজনা ৷ মিথ্যা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মধ্যে জড়িয়ে গিয়েছেন জাহ্নবী কাপুর ৷ বুধবার সামনে এল উলজ ছবির টিজার ৷ উলজের টিজারটি দর্শকদের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অজানা জগতে নিয়ে যায় । এই ফিল্মে অন্যরূপে ধরা দিলেন ধড়ক গার্ল ৷ তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটির টিজার শেয়ার করেছেন জাহ্নবী ৷ তিনি লিখেছেন, "মিথ্যা, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার জগতে প্রবেশ ৷" টিজারটি প্রকাশ্যে আসার পরই জাহ্নবীকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগী, বন্ধু থেকে বলিউডের সেলিব্রেটিরা ৷

5 জুলাই মুক্তি পাবে উলজ ৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত সুধাংশু সারিয়া পরিচালিত এই দেশাত্মবোধক থ্রিলারে জাহ্নবীর পাশাপাশি গুলশান দেবাইয়া এবং রোশন ম্যাথিউকে মূখ্য ভূমিকায় দেখা যাবে । ছবিতে জাহ্নবীকে সুপরিচিত দেশপ্রেমিক পরিবারের একজন তরুণ রাষ্ট্রদূত হিসাবে দেখা যাবে ৷ জাহ্নবীর চরিত্রের নাম সুহানা ৷ তাঁকে পেশার তাগিদে বিদেশে যেতে হয় এবং তিনি ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন । তারপর কী হয়, সেই গল্পই বলবে উলজ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

টিজারটি একটি ভয়েসওভার দিয়ে শুরু হয়, যেখানে জাহ্নবীকে জিজ্ঞেস করা হয় তিনি যা করেছেন তা দেশের জন্য করেছেন ? এরপরেই একের পর বেশ কিছু ঘটনার টুকরো টুকরো দৃশ্য দর্শকের নজর কাড়বে । বিদেশে ভারতীয় কূটনীতিকদের জীবন নিয়ে অনেক কৌতুহল থাকে, তার আভাস পাওয়া যাবে এই ছবিতে ৷ উলজ ছবির মাধ্যমে শীঘ্রই দর্শক দেশের প্রতি বিশ্বাসঘাতকতা এবং আনুগত্যের জগতের সঙ্গে পরিচিত হবে ৷ জাহ্নবীর সংলাপে তেমনটাই শুনতে পাওয়া যাচ্ছে ৷ যেখানে তিনি বলছেন, বিশ্বাসঘাতকতার মূল্য জীবন । নিজেরটা দাও বা অন্যেরটা নাও ।

অভিনেত্রীকে এর আগে কখনও এই অবতারে দেখেনি দর্শক ৷ জাহ্নবীকে এই সিনেমায় অ্যাকশন করতেও দেখা যাবে ৷ জাহ্নবী অভিনীত সুহানা চরিত্রটি শেষ পর্যন্ত মিথ্যা, প্রতারণার জাল থেকে বেরিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে কিছু মাস ।

আরও পড়ুন:

  1. রক্মিণীর সোশাল প্রোফাইল হ্যাকড, নেপথ্যে কারা? ফাঁস গোপন তথ্য
  2. শার্টলেসে হট আবির, মিষ্টি শুভশ্রী; নববর্ষে জমে ক্ষীর 'বাবলি'র প্রেম
  3. ফেলুদা ফের ফিরছে, প্রকাশ্যে 'নয়ন রহস্য' মোশন পোস্টার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.