ETV Bharat / entertainment

রক্মিণীর সোশাল প্রোফাইল হ্যাকড, নেপথ্যে কারা? ফাঁস গোপন তথ্য - Boomerang Official Teaser

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 6:27 PM IST

Boomerang: শনিবারই অভিনেত্রী রক্মিণী মৈত্রর সোশাল মিডিয়া পেজ হ্যাকড হয়েছিল ৷ হ্যাকার কে বা কারা তা এবার এলো প্রকাশ্যে ৷ রক্মিণীর দুঃসময়ে পাশে দাঁড়ালেন জিৎ ৷

Boomerang Official Teaser
রক্মিণীর সোশাল প্রোফাইল হ্যাকড, নেপথ্যে কারা?

হায়দরাবাদ, 14 এপ্রিল: সোশাল মিডিয়া প্রোফাইল হ্যাক হওয়া এখন প্রায় জলভাত ৷ সেলেব থেকে সাধারণ মানুষ অনেকেই হ্যাকারের কবলে পড়ে নাজেহাল হয়েছেন ৷ তালিকা থেকে বাদ পড়লেন না অভিনেত্রী রক্মিণী মৈত্রও ৷ আগেই জানিয়েছিলেন, তাঁর ফেসবুক পেজ হ্যাকড হয়েছে ৷ নেপথ্যে কে বা কারা ছিল তা জানা গেল রবিবার ৷

এই হ্যাক আসলে রিয়েল নয়, হয়েছে রিলের দুনিয়ায় ৷ সৌভিক কুণ্ডু পরিচালিত 'বুমেরাং' মুক্তি পাচ্ছে 7 জুন ৷ তার আগে অভিনব ভাবনায় ছবির টিম সামনে এনেছে অফিশিয়াল টিজার ৷ বাংলা বছরের প্রথম দিনে রুক্মিণী সোশাল মিডিয়ায় লেখেন, "সরি রুক্মিণী, আমি নিশা! সমর সেনের কথায় হ্যাক করেছিলাম। আর তাঁর কথাতেই ফিরিয়ে দিচ্ছি। আমি আর সমর সেন কে জানতে এই লিঙ্কে ক্লিক করো।"

সেখানে দেওয়া হয়েছে বুমেরাং ছবির টিজার ৷ দেখা গিয়েছে, সমর সেন ওরফে জিৎ একজন টেক স্যাভি তথা বিজ্ঞানী ৷ তিনি নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নেমেছেন ৷ এমন কিছু একটা বানাতে চাইছেন যা প্রযুক্তি ও বিজ্ঞান দুনিয়ায় আলোড়ন ফেলবে ৷ সেখানেই দেখা যায় ঠিক রুক্মিণীর মতো একটি রোবট তৈরি করে ফেলেন সমর সেন ওরফে জিৎ ৷ নাম নিশা ৷ তারপর এই নিশা কীভাবে সমরের জীবনে ঝড় তোলে, তা নিয়েই এগিয়েছে সাই-ফাই কমেডি ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথমদিকে অভিনেত্রী রুক্মিণীর ফেসবুক পেজ হ্যাকড হওয়ার খবর সামনে আসতে চমকে গিয়েছিলেন অনুরাগীরা ৷ পরে জানা যায় বিষয়টি ছবির একরকম প্রোমোশন ৷ এর আগে 'বুমেরাং' ছবির পোস্টারেও চমক দেন জিৎ ৷ দেখা যায়, বাইকের উপর ব্যাগ কাঁধে বসে আছেন নায়ক। পরনে কালো জ্যাকেট এবং প্যান্ট। হাতে গ্লাভস ও চোখে রোদ চশমা । ব্যাকগ্রাউন্ডে গঙ্গা ও হাওড়া ব্রিজ ।

প্রথমে ঠিক ছিল জিৎ প্রযোজিত 'বুমেরাং' মুক্তি পাবে 15 মে ৷ পরে ভোটের জন্য তা পিছিয়ে গিয়ে হয় 7 জুন ৷ জিতের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণীকে । এছাড়াও রয়েছেন দেবচন্দ্রিমা ও সত্যম রায়চৌধুরী । বুমেরাং ছবির হাত ধরেই এবার টলিউডে প্রবেশ করতে চলেছে, এক নতুন প্রযুক্তি। ছবিতে ব্যবহৃত হবে উন্নত মানের 'সিনেবট' ক্যামেরা। শুধু ক্যামেরাই নয়, এডিটিং সফটওয়্যারেও রয়েছে নতুনত্ব। সব মিলিয়ে 'বুমেরাং' বক্সঅফিসে কামাল দেখায় কি না, তা ছবি মুক্তির পরেই বোঝা যাবে ৷

আরও পড়ুন

1. শার্টলেসে হট আবির, মিষ্টি শুভশ্রী; নববর্ষে জমে ক্ষীর 'বাবলি'র প্রেম

2. কেমন হল 'ময়দান'? ছবি দেখে রিভিউ দিলেন 'দাদা'

3. 'মিরাকেল না হলে টাকা উঠবে না', মির্জা মুক্তির পর বড় ঘোষণা অঙ্কুশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.