ETV Bharat / entertainment

কপালে ভালোবাসার চুম্বন, নতুন অধ্যায় শুরু পুলকিত-কৃতির

Pulkit Samrat weds Kriti Kharbanda: বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা ৷ হরিয়ানায় কাছের বন্ধু ও পরিবারকে সাক্ষী রেখে নতুন পথ চলা শুরু করলেন তারকা জুটি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 2:23 PM IST

Pulkit Samrat weds Kriti Kharbanda
নতুন অধ্যায় শুরু পুলকিত-কৃতির

হায়দরাবাদ, 16 মার্চ: সাতপাকে বাঁধা পড়লেন কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট ৷ শনিবার বিয়ের বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা ৷ নবদম্পতিদের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তা অনুরাগীদের ৷

এদিন পুলকিত নিজের মনের কথা ব্যক্ত করেছেন কবিতার ভাষায় ৷ লিখেছেন, "ভোরের আকাশ থেকে সকালের শিশির বিন্দু, জীবনের ওঠা-নামা সবকিছু তোমাকে ঘিরে ৷" পুলকিত ও কৃতি দুজনেই কবিতা ও ছবি শেয়ার করেছেন নিজেদের সোশাল হ্যান্ডেলে ৷ তারপরেই বয়ে আসে শুভেচ্ছার বন্যা ৷ এক অনুরাগী লেখেন, "সারা জীবনের জন্য তোমাদের অনেক অভিনন্দন ও ভালোবাসা ৷ শুরু হোক সুন্দর জীবন ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "মিষ্টি লাগছে দুজনকেই ৷" মূলত, ফেব্রুয়ারি থেকেই দুই তারকার একাধির পোস্ট ঘিরে শুরু হয়েছিল বিয়ের জল্পনা ৷ তারপরে তারা নিজেরাই বিয়ের তারিখ সামনে আনেন ৷

জানা গিয়েছে, পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে নিয়ে প্রাইভেট সেরমনিতে বিয়ে সেরেছেন তাঁরা ৷ হরিয়ানায় আইটিসি গ্র্যান্ড মানেশ্বরে বসেছিল বিয়ের আসর ৷ প্রায় 200 জন অতিথি উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে ৷ পাশাপাশি বিয়ের মেনুতে রাখা হয়েছিল একাধিক চমক ৷ দিল্লির চাট থেকে শুরু করে কলকাতা, বানারস, রাজস্থান ও মহারাষ্ট্রের জনপ্রিয় খাবার রাখা হয়েছিল পুলকিত-কৃতির বিয়েতে ৷

সূত্রের খবর, পুলকিত ও কৃতির বিয়ের সঙ্গীতের আসর বসেছিল 14 মার্চ ৷ তার পরের দিন অর্থাৎ শুক্রবার হয়েছে হলদি সেরেমনি ৷ বিয়েতে উপস্থিত ছিলেন আলি ফজল, রিচা চাড্ডা, শিবানি দান্ডেকর, ফারহান আখতর, বরুণ শর্মা ও জোয়া আখতর ৷ উল্লেখ্য, সিনেমায় কাজ করতে করতে পুলকিত ও কৃতি প্রেমেরে সম্পর্কে আবদ্ধ হন বল জানা যায় ৷ 'ভীরে দি ওয়েডিং', 'পাগলপান্তি', 'তইশ'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা ৷ এর আগে শ্বেতা রোহিরার সঙ্গে পুলকিত সম্রাটের বিয়ে হয়েছিল ৷ তারপর তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷

আরও পড়ুন

1. নাচ এমন যেন খনি থেকে তেল তুলছে, অক্ষয়কে ব্যঙ্গ স্ত্রী টুইঙ্কেলের

2. বদ্রিনাথ কি দুলহানিয়ার 7 বছর পূর্তি, বরুণের পোস্টে কী প্রতিক্রিয়া আলিয়ার

3. কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিস' কতটা মন কাড়ল ? জানালেন অনুরাগ কাশ্যপ

হায়দরাবাদ, 16 মার্চ: সাতপাকে বাঁধা পড়লেন কৃতি খারবান্দা ও পুলকিত সম্রাট ৷ শনিবার বিয়ের বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা ৷ নবদম্পতিদের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তা অনুরাগীদের ৷

এদিন পুলকিত নিজের মনের কথা ব্যক্ত করেছেন কবিতার ভাষায় ৷ লিখেছেন, "ভোরের আকাশ থেকে সকালের শিশির বিন্দু, জীবনের ওঠা-নামা সবকিছু তোমাকে ঘিরে ৷" পুলকিত ও কৃতি দুজনেই কবিতা ও ছবি শেয়ার করেছেন নিজেদের সোশাল হ্যান্ডেলে ৷ তারপরেই বয়ে আসে শুভেচ্ছার বন্যা ৷ এক অনুরাগী লেখেন, "সারা জীবনের জন্য তোমাদের অনেক অভিনন্দন ও ভালোবাসা ৷ শুরু হোক সুন্দর জীবন ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "মিষ্টি লাগছে দুজনকেই ৷" মূলত, ফেব্রুয়ারি থেকেই দুই তারকার একাধির পোস্ট ঘিরে শুরু হয়েছিল বিয়ের জল্পনা ৷ তারপরে তারা নিজেরাই বিয়ের তারিখ সামনে আনেন ৷

জানা গিয়েছে, পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে নিয়ে প্রাইভেট সেরমনিতে বিয়ে সেরেছেন তাঁরা ৷ হরিয়ানায় আইটিসি গ্র্যান্ড মানেশ্বরে বসেছিল বিয়ের আসর ৷ প্রায় 200 জন অতিথি উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে ৷ পাশাপাশি বিয়ের মেনুতে রাখা হয়েছিল একাধিক চমক ৷ দিল্লির চাট থেকে শুরু করে কলকাতা, বানারস, রাজস্থান ও মহারাষ্ট্রের জনপ্রিয় খাবার রাখা হয়েছিল পুলকিত-কৃতির বিয়েতে ৷

সূত্রের খবর, পুলকিত ও কৃতির বিয়ের সঙ্গীতের আসর বসেছিল 14 মার্চ ৷ তার পরের দিন অর্থাৎ শুক্রবার হয়েছে হলদি সেরেমনি ৷ বিয়েতে উপস্থিত ছিলেন আলি ফজল, রিচা চাড্ডা, শিবানি দান্ডেকর, ফারহান আখতর, বরুণ শর্মা ও জোয়া আখতর ৷ উল্লেখ্য, সিনেমায় কাজ করতে করতে পুলকিত ও কৃতি প্রেমেরে সম্পর্কে আবদ্ধ হন বল জানা যায় ৷ 'ভীরে দি ওয়েডিং', 'পাগলপান্তি', 'তইশ'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা ৷ এর আগে শ্বেতা রোহিরার সঙ্গে পুলকিত সম্রাটের বিয়ে হয়েছিল ৷ তারপর তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷

আরও পড়ুন

1. নাচ এমন যেন খনি থেকে তেল তুলছে, অক্ষয়কে ব্যঙ্গ স্ত্রী টুইঙ্কেলের

2. বদ্রিনাথ কি দুলহানিয়ার 7 বছর পূর্তি, বরুণের পোস্টে কী প্রতিক্রিয়া আলিয়ার

3. কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিস' কতটা মন কাড়ল ? জানালেন অনুরাগ কাশ্যপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.