ETV Bharat / entertainment

অম্বানিদের 'রোমান হলি' উদযাপন, হাজির প্রিয়াঙ্কা-শিল্পা-মাধুরী

Isha-Bulgari host 'Roman Holi' bash: অম্বানিদের সঙ্গে বলিউড তারকারা মেতে উঠলেন রোমাল হলি উদযাপনে ৷ প্রিয়াঙ্কা থেকে শিল্পা স্টাইলে একে অপরকে টেক্কা দিলেন তারকারা ৷

author img

By ANI

Published : Mar 16, 2024, 7:26 PM IST

Etv Bharat
অম্বানিদের 'রোমান হলি' উদযাপন

হায়দরাবাদ, 16 মার্চ: দোল উৎসবের আগে রঙের খেলায় মাতল অম্বানি পরিবার ৷ রিয়ালেন্স ইন্ডাষ্ট্রি লিমিটেডের ডিরেক্টর ইশা অম্বানি ও বুলগারি সংস্থার সিইও জিন ক্রিস্টোফ বাবিন যৌথ উদ্যোগে আয়োজন করেন এই 'রোমান হলি' অনুষ্ঠানের ৷ অম্বানিদের বাড়িতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ যেখানে দেখা গিয়েছে একঝাঁক বলিউড তারকাদের ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ও ভিডিয়ো ৷

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, শিল্পী শেঠ্ঠী, আয়ুষ্মান খুরানা-সহ আরও অনেকে ৷ স্টাইল স্টেটমেন্টে প্রত্যেকেই তাক লাগিয়েছেন ৷ প্রি-হোলি উৎসবে ইশাকে দেখা গিয়েছে বেনারসি কাপড়ের ফ্লোর-লেন্থ গাউনে ৷ পোশাকটি ডিজাইন করেছেন অশ্বিন থিয়াগরাজন ৷ ছবিটি রিলায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয় ৷ সেখানে ইশার সঙ্গে দেখা গিয়েছে বুলগারির ক্রিয়েটিভ ডিরেক্টর জিন-ক্রিস্টোফ বাবিন এবং লুসিয়া সিলভেস্ট্রিকে ৷

এদিনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছে মোহময়ী রূপে ৷ স্টাইল স্টেটমেন্ট হিসেবে তিনি বেছে নিয়েছিলেন গোলাপি রঙের স্লিট-স্কার্টের সঙ্গে প্রি-ড্রেপড শাড়ি ৷ সঙ্গে ম্যাচিং বাস্টিয়ার ব্লাউজ ৷ পাপারাৎজিদের নজর কাড়ে প্রিয়াঙ্কা চোপড়ার গলার নেকলেসও ৷ তার এই নেকলেসটি ডিজাইন করেছেন গৌরব দত্ত ৷

অন্যদিকে, অনুষ্ঠানে শিল্পাকে প্রিন্টেড কেপ পোশাকে ৷ কিছুদিন আগেই দেশি গার্লকে দেখা গিয়েছিল বুলগরি সংস্থার স্টোর লঞ্চ অনুষ্ঠানে ৷ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড প্লাজায় এই স্টোর লঞ্চ হয়েছে ৷ সেদিনের অনুষ্ঠানে ডিজাইনার অনামিকা খান্নার পোশাকে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে ৷ এই ব্র্যান্ডের তিনি গ্লোবাল অ্যাম্বাসডর ৷ উল্লেখ্য, দু'দিন আগে মুম্বই বিমানবন্দরে মেয়ে মালতিকে সঙ্গে নিয়ে শহরে পা রাখেন প্রিয়াঙ্কা ৷ তিনি এই অনুষ্ঠানের পরেই ফিরে যাবেন নাকি অন্য কোনও বলিউড কাজে যোগ দেবেন তা সময় বলবে ৷

আরও

1. কপালে ভালোবাসার চুম্বন, নতুন অধ্যায় শুরু পুলকিত-কৃতির

2. রয়্যাল হোটেলে খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রোমাঞ্চ-রহস্যে মোড়া 'মার্ডার মুবারক'

3. অসুস্থতার খবর 'ভুয়ো', অভিষেকের পাশে বসে খোশমেজাজে ম্যাচ দেখলেন 'বিগ বি'

হায়দরাবাদ, 16 মার্চ: দোল উৎসবের আগে রঙের খেলায় মাতল অম্বানি পরিবার ৷ রিয়ালেন্স ইন্ডাষ্ট্রি লিমিটেডের ডিরেক্টর ইশা অম্বানি ও বুলগারি সংস্থার সিইও জিন ক্রিস্টোফ বাবিন যৌথ উদ্যোগে আয়োজন করেন এই 'রোমান হলি' অনুষ্ঠানের ৷ অম্বানিদের বাড়িতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ যেখানে দেখা গিয়েছে একঝাঁক বলিউড তারকাদের ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ও ভিডিয়ো ৷

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, শিল্পী শেঠ্ঠী, আয়ুষ্মান খুরানা-সহ আরও অনেকে ৷ স্টাইল স্টেটমেন্টে প্রত্যেকেই তাক লাগিয়েছেন ৷ প্রি-হোলি উৎসবে ইশাকে দেখা গিয়েছে বেনারসি কাপড়ের ফ্লোর-লেন্থ গাউনে ৷ পোশাকটি ডিজাইন করেছেন অশ্বিন থিয়াগরাজন ৷ ছবিটি রিলায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় শেয়ার করা হয় ৷ সেখানে ইশার সঙ্গে দেখা গিয়েছে বুলগারির ক্রিয়েটিভ ডিরেক্টর জিন-ক্রিস্টোফ বাবিন এবং লুসিয়া সিলভেস্ট্রিকে ৷

এদিনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছে মোহময়ী রূপে ৷ স্টাইল স্টেটমেন্ট হিসেবে তিনি বেছে নিয়েছিলেন গোলাপি রঙের স্লিট-স্কার্টের সঙ্গে প্রি-ড্রেপড শাড়ি ৷ সঙ্গে ম্যাচিং বাস্টিয়ার ব্লাউজ ৷ পাপারাৎজিদের নজর কাড়ে প্রিয়াঙ্কা চোপড়ার গলার নেকলেসও ৷ তার এই নেকলেসটি ডিজাইন করেছেন গৌরব দত্ত ৷

অন্যদিকে, অনুষ্ঠানে শিল্পাকে প্রিন্টেড কেপ পোশাকে ৷ কিছুদিন আগেই দেশি গার্লকে দেখা গিয়েছিল বুলগরি সংস্থার স্টোর লঞ্চ অনুষ্ঠানে ৷ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড প্লাজায় এই স্টোর লঞ্চ হয়েছে ৷ সেদিনের অনুষ্ঠানে ডিজাইনার অনামিকা খান্নার পোশাকে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে ৷ এই ব্র্যান্ডের তিনি গ্লোবাল অ্যাম্বাসডর ৷ উল্লেখ্য, দু'দিন আগে মুম্বই বিমানবন্দরে মেয়ে মালতিকে সঙ্গে নিয়ে শহরে পা রাখেন প্রিয়াঙ্কা ৷ তিনি এই অনুষ্ঠানের পরেই ফিরে যাবেন নাকি অন্য কোনও বলিউড কাজে যোগ দেবেন তা সময় বলবে ৷

আরও

1. কপালে ভালোবাসার চুম্বন, নতুন অধ্যায় শুরু পুলকিত-কৃতির

2. রয়্যাল হোটেলে খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রোমাঞ্চ-রহস্যে মোড়া 'মার্ডার মুবারক'

3. অসুস্থতার খবর 'ভুয়ো', অভিষেকের পাশে বসে খোশমেজাজে ম্যাচ দেখলেন 'বিগ বি'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.