ETV Bharat / entertainment

রয়্যাল হোটেলে খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রোমাঞ্চ-রহস্যে মোড়া 'মার্ডার মুবারক'

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 1:39 PM IST

Murder Mubarak Review
রোমাঞ্চ-রহস্যে মোড়া 'মার্ডার মুবারক'

Murder Mubarak Review: একটা খুন, সাতজন সন্দেহের তালিকায় ৷ খুনী কে? মার্ডার মুবারক সেই প্রশ্নেরই উত্তর দেবে ৷ ওটিটি প্ল্যাটফর্মে এসে গিয়েছে এই ছবি ৷ কেমন হয়েছে, সোশাল মিডিয়ায় পাওয়া গেল দর্শকদের প্রতিক্রিয়া ৷

হায়দরাবাদ, 16 মার্চ: রহস্য ও রোমাঞ্চকে একটু অন্য ধাঁচে দর্শক দরবারে তুলে ধরেছেন পরিচালক হোমি আদাজানিয়া ৷ অনুজা চৌহানের লেখা উপন্যাস, ক্লাব ইউ টু ডেথ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ৷ শুক্রবারই নেটফ্লিক্সে এসে গিয়েছে পঙ্কজ ত্রিপাঠি, বিজয় বার্মা, ডিম্পল কাপাডিয়া, করিশ্মা কাপুর, সারা আলি খান ও সঞ্জয় কাপুর অভিনীত এই ছবি ৷ কেমন হল ছবিটি, সোশাল মিডিয়ায় পাওয়া গেল জনতা জনার্দনের মিশ্র প্রতিক্রিয়া ৷

মূলত মার্ডার মুবারক ছবির গল্প এগিয়েছে রয়্যাল দিল্লি ক্লাবে রহস্যজনক খুনকে ঘিরে ৷ সেই খুনের সন্ধানে আসেন পুলিশ অফিসার পঙ্কজ ত্রিপাঠি ৷ খুন ও তার সঙ্গে থাকা প্রতিটা ব্যক্তির মুখোশ খুলতে শুরু করে একে একে ৷ সোশাল মিডিয়ায় এক অনুরাগী ছবিটি দেখার পর লিখেছেন, "থ্রিলারের সঙ্গে কমেডি রয়েছে ছবিতে ৷ প্রত্যেক অভিনেতা নিজেদের সেরাটা উপহার দিয়েছেন ৷ তবে সবার নজর কিন্তু কেড়ে নিয়েছেন করিশ্মা কাপুর ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "মার্ডার মুবারক একবার দেখার মতো ছবি ৷ এই ছবিতে এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি ৷ এই ছবি দেখা যেতে পারে শুধুমাত্র পঞ্কজ ত্রিপাঠির জন্য ৷"

আবার এক অনুরাগী লিখেছেন, "এই ছবি 15 মিনিটের বেশি দেখতে পারলাম না ৷ নেটফ্লিক্সে কনটেন্টের ক্ষেত্রে আরও একটু ভাবা উচিত ৷ এই ওটিটি প্ল্যাটফর্মে ছবির মান নামছে নীচের দিকে ৷ এই ছবি মূলত ভুগেছে টু মেনি সাসপেক্টস সিনড্রোমে ৷" তবে বেশ কিছু নেতিবাচক রিভিউ পেলেও অনেকে আবার এই ছবির কনটেন্ট ও অভিনয় নিয়ে প্রশংসা করেছেন ৷ বিশেষ করে সারা আলি খানের অভিনয় এসেছে চর্চায় ৷ ছবিতে সারার চরিত্রের নাম ছিল বাম্বি তোড়ি ৷ যিনি কমবয়সে হারান তাঁর স্বামীকে ৷

অতীত ও বর্তমানের নানা ভুলভুলাইয়া যাঁর জীবন জর্জরিত ৷ তাঁর অভিনয় নিয়ে এক অনুরাগী লিখেছেন, "বেশ কিছু জায়গায় অভিনয় অতিরিক্ত মনে হলেও অনেকগুলো দৃশ্যে তাঁকে ভালো লেগেছে ৷" সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে মার্ডার মুবারক ছবি ঘিরে ৷ উইকএন্ডে ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি দর্শক টানতে পারে কি না সেটাই দেখার ৷

আরও পড়ুন

1. অসুস্থতার খবর 'ভুয়ো', অভিষেকের পাশে বসে খোশমেজাজে ম্যাচ দেখলেন 'বিগ বি'

2. এবার গজনীর পরিচালকের ছবিতে, 2025 ঈদ-রিলিজের আপডেট দিলেন সলমন

3. মিঠুনকে সঙ্গে নিয়েই নতুন ছবির কাজে ব্যস্ত রাজ চক্রবর্তী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.