ETV Bharat / entertainment

বৃষ্টির সন্ধেয় চার হাত এক আদৃত-কৌশাম্বির, তারকা জুটির বিয়েতে হাজির 'মিঠাই' পরিবার - Adrit Kaushambi marriage

author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 10:00 AM IST

Adrit-Kaushambi Wedding: গাঁটছড়া বাঁধলেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী ৷ মিঠাই ধারাবাহিকের সেটে শুরু প্রেম কাহিনির শুভ পরিণয় হল বৈশাখের বৃষ্টিস্নাত রাতে। বাংলার টেলিপাড়া পেল আরও এক নতুন দম্পতি ৷

Adrit-Kaushambi Wedding
কৌশাম্বি চক্রবর্তী ও আদৃত রায় বিয়ে করলেন (ইটিভি ভারত)

কলকাতা, 10 মে: সাত পাকে বাঁধা পড়লেন 'মিঠাই' ধারাবাহিকের 'উচ্ছেবাবু' থুড়ি আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী। কৌশাম্বিও এই ধারাবাহিকের অন্যতম চরিত্র ছিলেন। 'মিঠাই' চলাকালীনই প্রেম জমাট বাঁধে দু'জনের। খবর ছড়াতে বেশি সময় লাগেনি ৷ সম্পর্কের ব্যাপারে রাখঢাকও করেননি কেউ । বৃহস্পতিবার সন্ধেয় চারহাত এক হয় তাঁদের ৷ আজ, শুক্রবার রিসেপশন।

সকাল থেকেই নিজের গায়ে হলুদের ছবি সোশাল মিডিয়ায় নিয়ে আসেন কৌশাম্বি। বাদ পড়েননি আদৃতও। আদৃতের পরনে ছিল তথাকথিত গায়ে হলুদের পোশাক। অনুষঙ্গ মাথায় টোপর আর চোখে সানগ্লাস। গায়ে গামছা, স্যান্ডো গেঞ্জি। কৌশাম্বিও হলুদ শাড়ির সঙ্গে ফুলের সাজে অপরূপা। তাঁদের আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদের ছবিও ভাইরাল হয় সোশালে। কমেন্ট বক্স হয় টইটম্বুর। গতকাল বর্ষণমুখর সন্ধ্যায় লাল বেনারসিতে সেজেছিলেন কৌশাম্বি। তাঁর গা-ভর্তি সোনার গয়না। হাতে লক্ষ্মীর কৌটো, মাথায় ফুলের মালা... সব মিলিয়ে কৌশাম্বিকে লাগছিল দারুণ। অন্যদিকে, আদৃত পরেছিলেন হলুদ পাঞ্জাবি। অগোছালো চুলের ওপর টোপর। এই ছবিও হাজির এখন সোশাল মিডিয়ায়।

উল্লেখ্য, কৌশাম্বি এখন 'ফুলকি' সিরিয়ালে পারমিতার চরিত্রে অভিনয় করছেন। আদৃত এই মুহূর্তে কোনও সিরিয়ালে না-থাকলেও বসে নেই ৷ অভিনয়ের পাশাপাশি গায়কও তিনি। চলতি বছরের শুরুতেই রটে গিয়েছিল আদৃত ও কৌশাম্বির বিয়ে করছেন। কানাঘুষোতে শোনা যাচ্ছিল তাঁদের বিয়ে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল সন্ধেয় কৌশাম্বির গলায় মালা দিলেন আদৃত। তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন টলিপাড়ার অনেকেই। তাঁরাও ভোলেননি নবদম্পতির সঙ্গে ছবি তুলে পোস্ট করতে।

দিন দুয়েক আগেই বাংলা টেলিপর্দার তারকাজুটির আইবুড়ো ভাত অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এসেছিল। গলায় মালা, মাথায় মুকুট, আদৃত-কৌশাম্বির হাসিমুখের ছবি ভাইরাল হয়েছিল নেটপাড়ায়।

আরও পড়ুন:

  1. কৃতিকে বিয়ের পরেই চোখে জল পুলকিতের, সব ঠিক আছে তো?
  2. রণবীরকে সবচেয়ে বড় ইচ্ছের কথা জানালেন আলিয়া, আবেগতাড়িত নেটিজেনরা
  3. ফাগুনের সন্ধেয় একইদিনে বিয়ের পিঁড়িতে কাঞ্চন-শ্রীময়ী ও অনুপম-প্রশ্মিতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.