ETV Bharat / entertainment

হাসপাতালে ভরতি অমিতাভ, হল অস্ত্রোপচারও; উদ্বিগ্ন অনুরাগীরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 2:12 PM IST

Updated : Mar 15, 2024, 10:59 PM IST

Etv Bharat
হাসপাতালে ভরতি অমিতাভ

Amitabh Bachchan Health Problem: হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন ৷ শুক্রবার এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন অনুরাগীরা ৷

মুম্বই, 15 মার্চ: অসুস্থ অমিতাভ বচ্চন ৷ শুক্রবারই তাঁকে ভরতি করা হয়েছে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ৷ তবে অভিনেতা কেন হাসপাতালে ভরতি হয়েছেন তা প্রথমে জানা যায়নি ৷ পরে জানা যায় তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। 81 বছর বয়সী অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার কথা ছিল ৷ সেই মতোই হল অস্ত্রোপচার । এই কারণেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ শাহেনশার স্বাস্থ্য বর্তমানে কেমন আছে, তা এখনও হাসপাতাল সূত্রে জানা যায়নি ৷ এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও তেমন কোনও তথ্য দেওয়া হয়নি।

সম্প্রতি বিগবিকে দেখা গিয়েছিল গুজরাতের টাটানগরে ৷ সেখানে অনন্ত অম্বানি ও রাধিকা অম্বানির প্রি-ওয়েডিং সেরেমনির তৃতীয় দিনের সপরিবারে হাজির হয়েছিলেন অমিতাভ ৷ তারপরেই আচমকা এদিন অভিনেতার হাসপাতালে ভরতি হওয়ার খবর সামনে আসে ৷ গত বছর মার্চ মাসে হায়দরাবাদে 'প্রজেক্ট কে' ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন শাহেনশাহ। জানা গিয়েছিল, অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি নাকি ছিঁড়ে গিয়েছিল। তারপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা। চলতি বছরের শুরুতেই অমিতাভের কব্জিতেও অস্ত্রোপচার হয়েছে। পরববর্তী সময়ে রাম মন্দিরের উদ্বোধনের দিন স্বয়ং প্রধানমন্ত্রী অমিতাভের হাত কেমন আছে, তার খোঁজ নিয়েছিলেন ৷

অন্যদিকে, বেশ কিছু এই মুহূর্তে রয়ছে অভিনেতার হাতে ৷ প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'কালকি 2898 এডি' ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ৷ এই ছবি মুক্তি পাবে 2024 সালের 9 মে ৷ এছাড়াও দীর্ঘদিন পর বিগবিকে দেখা যাবে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের সঙ্গে ৷ 'ভেট্টাইয়া' ছবিতে দুই তারকা বড় পর্দায় ফিরছেন বহু বছর পর ৷

আরও পড়ুন

1. এবার গজনীর পরিচালকের ছবিতে, 2025 ঈদ-রিলিজের আপডেট দিলেন সলমন

2. অস্কার এল নোলানের ঝুলিতে, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ওপেনহাইমারের জয়জয়কার

3. 'ভুল ভুলাইয়া 3' শুটিংয়ের প্রথম দিনের ঝলক শেয়ার কার্তিকের

Last Updated :Mar 15, 2024, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.