ETV Bharat / entertainment

অস্কার এল নোলানের ঝুলিতে, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ওপেনহাইমারের জয়জয়কার

author img

By PTI

Published : Mar 11, 2024, 8:42 AM IST

Updated : Mar 11, 2024, 11:05 AM IST

Etv Bharat
Etv Bharat

96th Academy Awards: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পরিচালকের শিরোপা জিতলেন ক্রিস্টোফার নোলান ৷ সাত-সাতটি বিভাগে সেররা শিরোপা ছিনিয়ে নিল তাঁর ছবি 'ওপেনহাইমার' ৷ এই ছবির জন্যই সেরা অভিনেতা এবং সহ-অভিনেতার সম্মান এল যথাক্রমে কিলিয়ান মারফি এবং রবার্ট ডাউনি জুনিয়রের ঝুলিতে ৷

লস অ্যাঞ্জেলস, 11 মার্চ: 'মেমেন্টো', 'ইনসোমনিয়া', ব্যাটম্যান ট্রিলজি, 'ইনসেপশন', 'ইনস্টাস্টেলার', 'ডানকার্ক' ৷ দর্শক দরবারে এবং সমালোচক মহলে বারেবারে প্রশংসিত হয়েছে তাঁর ছবি ৷ ক্যাবিনেটে রয়েছে অসংখ্য পুরস্কার ৷ তবু কেরিয়ারে অস্কার না-জেতার আক্ষেপটা নিঃসন্দেহে এতদিন কুড়ে-কুড়ে খেত তাঁকে ৷ অবশেষে 2023 বহুল প্রশংসিত ছবি 'ওপেনহাইমার'-এর হাত ধরে সোমবার অস্কার আক্ষেপ ঘুচল ক্রিস্টোফার নোলানের ৷ 96তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তাঁকে সেরা পরিচালকের সম্মান এনে দিন এই ছবি ৷ একইসঙ্গে সাফল্যের বৃত্ত যেন সম্পূর্ণ হল বর্ষীয়ান ব্রিটিশ পরিচালকের ৷

এর আগে 2017 'ডানকার্ক' ছবির জন্য সেরা পরিচালক, ইনসেপশন' (2010) এবং মেমেন্টো (2001) ছবির জন্য সেরা অরিজিনাল স্ক্রিন-প্লে বিভাগে মনোনীত হয়েছিল নোলানের নাম ৷ কিন্তু ঠোঁট আর কাপের দূরত্বটা রয়েই গিয়েছিল ৷ অবশেষে 2024-এ এসে ঘুচল দূরত্বটা ৷ প্রথম অস্কার হাতে নিয়ে আপ্লুত পরিচালক ধন্যবাদ জানান অ্যাকাডেমিকে ৷ নোলান বলেন, "এখান থেকে জার্নিটা ঠিক কী হবে জানি না, তবে আমি যে সিনেমার অর্থবহ একটা অংশ এটা আমার কাছে সমগ্র পৃথিবীর সমান ৷"

সেরা পরিচালক হিসেবে শুধু নোলানই নন ৷ ওপেনহাইমারের ঝুলিতে এদিন এসেছে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতা-সহ সাতটি পুরস্কার ৷ 13টি বিভাগে মনোনয়ন পেয়েছিল এই ছবি ৷ অভিনেতা হিসেবে অবশ্যই সেরার তাজ পরেছেন কিলিয়ান মারফি ৷ রবার্ট ডাউনি জুনিয়র জিতে নিয়েছেন সেরা সহ-অভিনেতার পুরস্কার ৷ সেরা পরিচালকের দৌড়ে নোলান এদিন পিছনে ফেলেছেন জোনাথন গ্ল্যাজার, জর্গস ল্যান্থিমস, মার্টিন স্করসেস এবং জাস্টিন ট্রিয়েটের মতো পরিচালকদের ৷

আরও পড়ুন:

  1. আজই বসছে অস্কারের আসর, গাজা-প্রতিবাদ ঠেকাতে তৎপর আয়োজকরা
  2. 'ভুল ভুলাইয়া 3' শুটিংয়ের প্রথম দিনের ঝলক শেয়ার কার্তিকের
Last Updated :Mar 11, 2024, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.